মেয়েটার নাম মনেহয় সুতপা, আমি চিনি না। ঈদের ছুটির সময় মেয়েটা মারা যায় নিজের শ্বশুরবাড়িতে, অনেক মার খেয়ে সারা শরীরে অনেক আঘাতের দাগ ছিলো, যে দেখেছে সেই বলেছে যে সুতপাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বলে, সুতপা নাকি আত্যহত্যা করেছে, তাও বারান্দার গ্রীলের সাথে ঝুলে!
বারান্দার গ্রীলে কেউ কি মারা যায়?
পুলিশ যখন মেয়েটার লাশ হাসপাতালে নিয়ে আসে, তখন পুলিশও বলেছে যে সুতপাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু প্রথম সুরতহাল রিপোর্টে বলে মেয়েটা সুইসাইড করেছে। শুধু তাই না, ডাক্তার নাকি পুলিশকে বলেছে সুরতহাল রি্পোর্টের আগে কেন মিডিয়া কে কমেন্ট করতে গেছেন!
আজকে একটা টিভিতে নিউজ দেখলাম, সুতপার এক আত্মীয় তার শ্বশুরবাড়ির আরেকজনের সাথে মোবাইলে লাউড স্পীকার দিয়ে কথা বলছে, যেখানে সেই শ্বশুরবাড়ীর পশুটা বলে, এই ঘটনা টা নাকি দুই পক্ষ মিলেই মিটমাট করা যেত, থার্ডপার্টিকে কে জানানো ঠিক হয় নাই!
আজকেই আরেকটা নিউজপেপারে পড়লাম, সুতপার মৃত্যুকে নাকি আত্যহত্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে!
একটা লেখায় আমি কতগুলা বিস্ময়সুচক চিহ্ন (!) ব্যাবহার করলাম, আসলেই চারপাশের মানুষ গুলো এরকম কেন কেউ বলতে পারে?
আমি কষ্ট পাই নি, নাকি বেশী কষ্টে পাথর হয়ে গেছি!
হুমমম......আসলেই খুব খারাপ মানুষ নামের প্রানীগুলো 🙁
ট্রূ, দেরী করে রিপ্লাই হয়ে গেল
🙁
বস, মন খারাপ করা লেখা দিয়া শুরু করলেন...
যাইহোক আপ্নেরে আমগো বাড়িতে স্বাগতম....
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আসলে এটা আমার নিজের লেখা সারাজীবনের প্রথম ব্লগ ... টিভি তে ওই নিউজটা দেখে আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না।
ভাই দুনিয়াতে কেওই ভাল না।খারাপ লাগলো আপ্নের লেখা পইড়া।
i used to tell my আই ইউজড টু টেল মাই প্রাক্তন : পৃথিবীতে সবচেয়ে খারাপ প্রাণী হল ছেলেরা, জানি না সত্যি কি না।
খারাপ লাগলো! একমাত্র মানুষই পারে পশুরো নিচে নামতে আবার ফেরেস্তারো উপরে উঠতে....কেনো জানি প্রথমটাই আজকাল বেশি দেখা যাচ্ছে!!!
:thumbup: :thumbup: :thumbup:
ধন্যবাদ
মনটা খারাপ হয়ে গেল।
চ্যারিটি বিগিনস এট হোম
মন খারাপ করা লেখা দিয়া শুরু করলি................... 🙁
যাক তোকে এখানে দেখে ভালো লাগছে.......... :hug:
৯৪ ব্যাচ রক্স.......... :guitar:
নিয়মিত লেখিস কিন্তু................. :dreamy:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সাম্প্রদায়িকতার অপরাধে টিটো ভাইয়ের ব্যাঞ্চাই-রাকেশ ভাই সুস্বাগতম,ইয়ে মানে এইখানে আবার "রেজিমেন্টেশন" বইলা এট্টা বিয়াপার আছে কিনা-আমি ছুডু মানুষ কেম্নে কই? 🙁
😛
কি বল মাসরুফ? লং আপ পজিসন।
আমি একটা জিনিস ভালো লিখতে পারব, ফুটবল অ্যানালাইসিস।
এটা বাদ দিলে আমার লেখা হবে কাউয়ার গু আর মুরগীর কলিজা।
হ ওইডা দ্যান কিন্তুঙ্কইয়েন না যে আপনে লাল শয়তানগো সাপোর্টার x-(
জনাব,
আপনি যে টিম এর সাপোরটার ওইটার অবস্থাও তো এখন কাউয়ার গু 🙁
জনাব, কখনো কেউ ভালো খেলবে, কখনও খারাপ। তাই বলে সাপোর্ট ছাড়বো নাকি?
আমাদের চোখ থাকতেও দেখি না, কান থাকতেও শুনি না এবং মুখ থাকতেও বলি না...... সেজন্যই তো আমরা মানুষ...।।
ব্লগ আ স্বাগতম ভাইয়া...
আমি এইসব লেখা পড়িনা... এইটাও পড়িনাই...
কেন?
আরও একটি কষ্টের ঘটনা। 🙁
.............
Life is Mad.
কেউ কি জানে সর্বশেষ কি হয়েছে?
রাকেশ, খারাপ লাগছে খুব। ভালো করেছ এই লেখা দিয়ে শুরু করে। আল্লাহ সুতপাকে ওপারে ভালো রাখবেন এই আমার দোআ। ভালো থেক।
ধন্যবাদ, অনেক দেরী করে আসলাম এখানে