কল্পনা

ভালবাসা মানে আকাশ পানে তোমার ছবি আঁকা,

ভালবাসা মানে একাকি সময়ে তোমার পাশে থাকা।

ভালবাসা মানে উষ্ণ সকালে তোমার পদধ্বনি,

ভালবাসা মানে কাজের সময় তোমার হাতছানি।

ভালবাসা মানে ক্লান্ত দুপুরে তোমার পায়ের আওয়াজ,

ভালবাসা মানে তোমার সোনালি শাড়ীর কারুকাজ।

ভালবাসা মানে স্নিগ্ধ বিকালে তোমার হাজারো কথা,

ভালবাসা মানে গোধূলি বেলায় তোমার নীরবতা।

ভালবাসা মানে জোছনা রাতে তোমার হারিয়ে যাওয়া,

ভালবাসা মানে মধুর ক্ষণেতে তোমাকেই পাশে পাওয়া।

 

জানি না কিভাবে মধুর বাঁধনে জড়িয়ে রেখেছ মোরে,

প্রতি নিশি শুধু তুমি ফিরে আস আমার ঘুমের ঘোরে।

বাস্তবে আমি খুজেছি তোমাকে,পাইনি তোমার ছায়া,

কল্পনাতেই আছ তুমি মিশে,ছড়িয়ে রেখেছ মায়া।

জানি তুমি শুধু রবে মোর মনে, তুমিই আমার স্বপ্ন,

আশা করি, যেন মধুর স্বপ্নে থাকতে পারি মগ্ন।

বাস্তবতায় এসো না তুমি, থেকে যাও অগোচরে,

দূর থেকে মোরে বেঁধে রাখ তব মায়ার কোমল ডোরে।।

 

৯৪৬ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “কল্পনা”

  1. তাওসীফ হামীম (০২-০৬)
    ভালবাসা মানে জোছনা রাতে তোমার হারিয়ে যাওয়া,

    ভালবাসা মানে মধুর ক্ষণেতে তোমাকেই পাশে পাওয়া।

    এরপর বিটিভি স্টাইলে দুটো ফুলের একসাথে দোল খাওয়া দেখতে পারলে কল্পনা পূর্ণতা পেত।


    চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।