দারুণ। গল্পের দৃশ্যগুলোর ডিটেইলিংগুলো ভাল্লাগসে। শুরু থেকে শেষ পর্যন্ত মনযোগ হারায়নি পড়তে গিয়ে। তবে সামিয়ার সাথে একমত। কিছু কিছু জায়গা একটু অগোছালো লেগেছে। তবে সব মিলিয়ে চমৎকার গল্প 🙂
গল্প বলে যাওয়ার ধরণটা অনেক সুন্দর। সিসিবিতে লেখালিখি চালু থাকুক ছোটভাই।
( অফটপিকঃ তোমার সাথে আগে কখনো কথা হয়নি, কিন্তু তোমাকে আমি চিনি। শাহবাগের শুরুর দিকের অল্প কিছু মানুষদের মাঝে তোমাকে দেখেছি- সম্ভবত। সেদিন থেকেই চেহারা চেনা। তোমার এই ট্রু স্পিরিট বেঁচে থাকুক। ভালো থেকো)
রেজা শাওন ভাই প্রশংসা মনে হয় একটু বেশিই হয়ে গেল 🙂 😀 ওইদিন দেখেই মনে রেখেছেন জেনে অনেক ভাল লাগছে 🙂 সামনা সামনি আপনার সাথে পরিচিত হওয়ার অপেক্ষায় থাকলাম। 🙂
:boss: ভাল ছিল
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
🙂
বাহ চমৎকার! ভাল্লাগলো। প্লটটা ভাল ছিল। ডায়লগ ভাল্লাগসে। আরেকটু গোছানো হলে আরেকটু ভাল্লাগতো।
ধন্যবাদ আপু 🙂 অনেক বিরতি দিয়ে দিয়ে লেখা হয় তো তাই আসলে মন মত সব সময় লিখতে পারি না 🙁 তাল কেটে যায়।
দারুণ। গল্পের দৃশ্যগুলোর ডিটেইলিংগুলো ভাল্লাগসে। শুরু থেকে শেষ পর্যন্ত মনযোগ হারায়নি পড়তে গিয়ে। তবে সামিয়ার সাথে একমত। কিছু কিছু জায়গা একটু অগোছালো লেগেছে। তবে সব মিলিয়ে চমৎকার গল্প 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
ধন্যবাদ ভাইয়া 🙂 আরো সচেতন হব দূর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য।
মনে হল যেন নাটক দেখছি । :clap:
🙂
ভালো লিখেছিস। রেগুলার লিখিস সিসিবি তে। :thumbup:
থ্যাংকস 🙂
গল্প বলে যাওয়ার ধরণটা অনেক সুন্দর। সিসিবিতে লেখালিখি চালু থাকুক ছোটভাই।
( অফটপিকঃ তোমার সাথে আগে কখনো কথা হয়নি, কিন্তু তোমাকে আমি চিনি। শাহবাগের শুরুর দিকের অল্প কিছু মানুষদের মাঝে তোমাকে দেখেছি- সম্ভবত। সেদিন থেকেই চেহারা চেনা। তোমার এই ট্রু স্পিরিট বেঁচে থাকুক। ভালো থেকো)
ঠিক ধরেছেন ভাই। আমাদের ২০০৪ ইনটেকের পোলাপানদের দেখেই মমতাজ আফা বলেছিলেন,"পোলা তো নয়, এতো আগুনেরই গোলা।" :tuski: :tuski: :gulli2: :gulli2:
আগুনের গোলা =)) :awesome:
রেজা শাওন ভাই প্রশংসা মনে হয় একটু বেশিই হয়ে গেল 🙂 😀 ওইদিন দেখেই মনে রেখেছেন জেনে অনেক ভাল লাগছে 🙂 সামনা সামনি আপনার সাথে পরিচিত হওয়ার অপেক্ষায় থাকলাম। 🙂