১৩ টি মন্তব্য : “গিটারিস্ট”

  1. নাফিজ (০৩-০৯)

    ভায়া বুয়েট কোন ব্যাচ ?

    আহা, মনে হচ্ছে নিজের কাহিনী পড়তেসি


    আলোর দিকে তাকাও, ভোগ করো এর রূপ। চক্ষু বোজো এবং আবার দ্যাখো। প্রথমেই তুমি যা দেখেছিলে তা আর নেই,এর পর তুমি যা দেখবে, তা এখনও হয়ে ওঠেনি।

    জবাব দিন
  2. নাছিম জামান লিমন

    গীটার রে গীটার!!!
    কলেজে থাকতে একবার অডিটোরিয়ামের গান বাজনার রুমে গেছিলাম। ৮ম ক্লাসে থাকতে। গিয়া দুইটা তার ছিঁড়লাম লিড গীটারের। আর ওই মুখী হউয়া হয় নাই :-B :-B :-B

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    গল্পের শুরুটা চমৎকার ছিল। শেষটায় যেন তাড়াহুড়া করে হঠাৎ শেষ করে দিলা মিয়া। আরেকটু নাড়াচাড়া করা যায় না শেষটুকু নিয়ে। প্লটটা পছন্দ হচ্ছিল। ভেবে দেখতে পারো।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।