ক্যাডেট কলেজ ব্লগরাহিন রায়হান (২০০৪-২০১০)গিটারিস্ট গিটারিস্ট লেখক: রাহিন রায়হান (২০০৪-২০১০) বিভাগ: গল্প এপ্রিল ৯, ২০১২ @ ১১:০৬ অপরাহ্ন ১৩ টি মন্তব্য a
ফখরুল (১৯৯৭-২০০৩) এপ্রিল ১০, ২০১২ @ ২:৪৮ অপরাহ্ন কি ব্যাপার লোকজন সব কই গেছে? রায়হান গল্পটার থিম খুব সুন্দর। লিখতে থাক জবাব দিন
রেজা শাওন (০১-০৭) এপ্রিল ১০, ২০১২ @ ৯:১৯ অপরাহ্ন লেখার প্লটটা খুব সুন্দর। সিসিবিতে লেখালিখি চালু থাকুক। শুভ কামনা রায়হান... জবাব দিন
নাফিজ (০৩-০৯) এপ্রিল ১০, ২০১২ @ ১০:১৭ অপরাহ্ন ভায়া বুয়েট কোন ব্যাচ ? আহা, মনে হচ্ছে নিজের কাহিনী পড়তেসি আলোর দিকে তাকাও, ভোগ করো এর রূপ। চক্ষু বোজো এবং আবার দ্যাখো। প্রথমেই তুমি যা দেখেছিলে তা আর নেই,এর পর তুমি যা দেখবে, তা এখনও হয়ে ওঠেনি। জবাব দিন
আহসান আকাশ (৯৬-০২) এপ্রিল ১০, ২০১২ @ ১০:১৯ অপরাহ্ন ভাল লাগলো, লেখালেখি চালিয়ে যাও :thumbup: আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷ জবাব দিন
নাছিম জামান লিমন এপ্রিল ১১, ২০১২ @ ১২:৪৬ পূর্বাহ্ন গীটার রে গীটার!!! কলেজে থাকতে একবার অডিটোরিয়ামের গান বাজনার রুমে গেছিলাম। ৮ম ক্লাসে থাকতে। গিয়া দুইটা তার ছিঁড়লাম লিড গীটারের। আর ওই মুখী হউয়া হয় নাই :-B :-B :-B জবাব দিন
আসিফ আব্দুল্লাহ (০৩-০৯) এপ্রিল ২১, ২০১২ @ ৭:৪৯ পূর্বাহ্ন ছেরাছেরি 😛 :boss: :boss: :boss: :boss: :boss: @Asif@ জবাব দিন
রকিব (০১-০৭) এপ্রিল ১১, ২০১২ @ ৬:১৬ পূর্বাহ্ন গল্পের শুরুটা চমৎকার ছিল। শেষটায় যেন তাড়াহুড়া করে হঠাৎ শেষ করে দিলা মিয়া। আরেকটু নাড়াচাড়া করা যায় না শেষটুকু নিয়ে। প্লটটা পছন্দ হচ্ছিল। ভেবে দেখতে পারো। আমি তবু বলি: এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি .. জবাব দিন
hasinul এপ্রিল ২১, ২০১২ @ ২:২৯ পূর্বাহ্ন পুরাই \ম/...\ম/...\ম/... পুরাতন দিনে ফিরে গেলাম যখন আমরাও এরকম স্বপ্ন দেখতাম এবং এখনও দেখে যাচ্ছি তাই আজকে আমরা জোডিয়াক... পুরো গল্প দেখতে চাই... জবাব দিন
কি ব্যাপার লোকজন সব কই গেছে?
রায়হান গল্পটার থিম খুব সুন্দর। লিখতে থাক
ধন্যবাদ ভাইয়া। 🙂
লেখার প্লটটা খুব সুন্দর।
সিসিবিতে লেখালিখি চালু থাকুক।
শুভ কামনা রায়হান...
ধন্যবাদ ভাইয়া 🙂
ভায়া বুয়েট কোন ব্যাচ ?
আহা, মনে হচ্ছে নিজের কাহিনী পড়তেসি
আলোর দিকে তাকাও, ভোগ করো এর রূপ। চক্ষু বোজো এবং আবার দ্যাখো। প্রথমেই তুমি যা দেখেছিলে তা আর নেই,এর পর তুমি যা দেখবে, তা এখনও হয়ে ওঠেনি।
ভাল লাগলো, লেখালেখি চালিয়ে যাও :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
চমৎকার।
গীটার রে গীটার!!!
কলেজে থাকতে একবার অডিটোরিয়ামের গান বাজনার রুমে গেছিলাম। ৮ম ক্লাসে থাকতে। গিয়া দুইটা তার ছিঁড়লাম লিড গীটারের। আর ওই মুখী হউয়া হয় নাই :-B :-B :-B
ছেরাছেরি 😛 :boss: :boss: :boss: :boss: :boss:
@Asif@
গল্পের শুরুটা চমৎকার ছিল। শেষটায় যেন তাড়াহুড়া করে হঠাৎ শেষ করে দিলা মিয়া। আরেকটু নাড়াচাড়া করা যায় না শেষটুকু নিয়ে। প্লটটা পছন্দ হচ্ছিল। ভেবে দেখতে পারো।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চমৎকার !!! 🙂
পুরাই \ম/...\ম/...\ম/...
পুরাতন দিনে ফিরে গেলাম যখন আমরাও এরকম স্বপ্ন দেখতাম এবং এখনও দেখে যাচ্ছি তাই আজকে আমরা জোডিয়াক...
পুরো গল্প দেখতে চাই...
স্মৃতি...... স্মৃতি...... নস্টালজিয়া! :dreamy: