১০ টি মন্তব্য : “দ্বিতীয় জীবন”

  1. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    ক্যাটাগরি কি সেটা উল্লেখ করনি। ধরে নিচ্ছি গল্প। সমাজ এবং রাজনৈতিক সচেতন গল্প। জেনারেলদের বোধোদয়ের গল্প। গল্প লেখার এই এক মজা আমরা সেখানে আমাদের ইচ্ছা পূরণ করতে পারি।

    ধন্যবাদ তোমার সুচিন্তিত লেখার জন্য।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  2. নাফিজ (০৩-০৯)

    চমৎকার গল্প। মনে দাগ কাটলো :clap: :clap: :clap:

    বাস্তবে এরকমটা হলে কি ভালোই না হতো...


    আলোর দিকে তাকাও, ভোগ করো এর রূপ। চক্ষু বোজো এবং আবার দ্যাখো। প্রথমেই তুমি যা দেখেছিলে তা আর নেই,এর পর তুমি যা দেখবে, তা এখনও হয়ে ওঠেনি।

    জবাব দিন
  3. রুম্মান (১৯৯৩-৯৯)

    🙁 মাইনাস । গল্পে সবসময় জেনারেলদেরকে কাঠখোট্টা আর একগুয়ে দেখানো হয় । ভাল লোকও তো আছে 😉 (সম্পাদিত)


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  4. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ওBআস্তব কিন্তু ভাল হইছে। শপ্ন দেখলে বড় শপ্নই তো দেখতে হবে।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।