টরেন্ট ডাউনলোড করুন IDM দিয়ে(torrific এর বিকল্প)

এর আগে পোষ্ট করেছিলাম কিভাবে Internet Download Manager দিয়ে torrent ফাইল ডাউনলোড করবেন। কিন্তু আগের লেখার torrific.com সাইট টি কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে। চিন্তা নেই এর বিকল্প ব্যাবস্থাও আছে, এটা বরং torrific এর চেয়েও অনেক দ্রুতগতির…
যাদের IDM নেই তারা IDM ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে।
এখন ডাউনলোড এর পালা।
প্রথমে আপনাকে যেতে হবে এইখানে । এরপর শুধু ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।এরপর লগিন করুন। এরপর সার্চ করে টরেন্ট ফাইলটির লোকেশন বের করুন। তারপর .torent ফাইল এর লিংক টি কপি করে এখানে পেস্ট করুন।আর GO চাপুন। এর পর FREE বাটনে চাপুন। একটু পরেই সব ফাইল এর ডাউনলোড লিংক পেয়ে যাবেন। এখন সেই ফাইল এ ক্লিক করলেই IDM দিয়ে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই লিঙ্ক ৭ দিন পর্যন্ত থাকবে এবং resume অপশন সহ…
happy downloading…. :awesome: :awesome:

১,৮৮৬ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “টরেন্ট ডাউনলোড করুন IDM দিয়ে(torrific এর বিকল্প)”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।