অনুকাব্য থেকে জোড়াকাব্য

রজনী যাপনে তোমারি স্মরণে, 
প্রতিক্ষামান এই আমি।
মুষ্টিবদ্ধ হস্তে শোভা পায় আমার-
লাল গোলাপের ডালি।
বিনিদ্র এই আঁখি আমার,
তোমার পথপানে চাহি।
তোমার ছবিখানা আমার এ মনেতে-
সর্বদা ধরে রাখি।
আহ! কতই না স্মিত হাসি,
স্বপ্নে কেবল তোমায় দেখি;
পার করি দিবানিশি।

নিঝুম রাতে-
আমি বসে আছি একা,
দু চোখ আমার রয় তোমারি আশায়,
কবে হবে আবার দেখা।

আজ জানি না কেন,
অশ্রু আসে আমার-
এ দুচোখে।
তোমাকে স্মরি-
দাঁড়িয়ে ভাবি,
এ ভরা জ্যোৎস্নালোকে।

অপরূপ পুলকদীপ্তি;
আর মুখে প্রসন্ন হাসি!
জানোনা আমি তোমায়-
কত ভালবাসি 😀
কেবলি ভাসে এ দুচোখে তোমার ছবিখানি,
বল আমায়-
আর কত যাব লিখে;
শঙ্কা তো নাহি মানি।

লেখনকালঃঃ ২০১০ (সম্ভবত), এত কিছু মনে থাকে না।
অনুভুতিঃঃ নির্লিপ্ত! 🙂
ধরনঃ এক্সপ্রেসনিসম এন্ড রোমান্টিসিজম!

৫,৬৪৩ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “অনুকাব্য থেকে জোড়াকাব্য”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।