ক্যারে, এ ছেরা খেলবের যাবুলয়।
কহন থেনে বোসে আচি, তর বইডা কি তুই লিবুলয়?
এই দ্যাশ, মাডি আমাগরে সপ। আমাগরে একখান পদ্মা নদী আছে, একখান মেন্টাল আছে। এহানে কিডা কিডা মেন্টাল আছেন তাড়াতাড়ি আহেন।
আরো আছে প্যারাডাইস, প্যারাডাইসের রসোগোল্লা… উরে বাই…
ইডা আমাগরে ঈশ্বরদীর লিচু, খুব রস… সপার আগে বাজারে ওটে… আপনেগরে জন্যি পাবনার আমও লিয়ে আসপু… সেইডাও খুব রস… মানুষগুলাও সেইরম!
এ এ তুরা কি সারা দিন ফেসবুক লিয়েই থাকপু, বাত খাবুলয়?
আরে খাবুলা তো মাহালু ক্যা? মাহালু তো হাবলা হাবলা খা…
ইডা আমাগরে কমন ডাইলক।
বাই, আর আমি থাইকপ্যার পারব লয় মনে কয়, ইটুকুনি দাওয়াত খাইব্যার যাব এহন। এক গুন্টা পরে আসতিচি।
(সংগৃহীত)
I miss those amazing people I came across!
অক্টোবর ৭, ২০১৬
টরন্টো, কানাডা।
খুবই ভাল।