নিউরনে আলাপনঃ বারো

: দেখেছো, আমি না ডাকলে বুঝি মনে পড়ে না?
: মনের ভেতরেই তো আছো …
: কত কথা মনের মধ্যে পুষে রাখি, কত আবোল-তাবোল বকি, কিন্তু আসল কথাটিই যেন বলা হয় না! তুমি কেমন আছো?
: আছি, এই তো … চলছে।
: জানো, একদিন বৃষ্টির দিন …
আমরা দু’জন বেশ ভাল করে দু’কাপ চা নিয়ে বসব …
দু’জনের না বলা গল্পগুলো দু’জনকে বলার জন্য …
কিংবা কোন একদিন বিছানায় গুটিশুটি মেরে … কোন তাড়া নেই, চারদিকে ঝুম বৃষ্টি … ভেতরে নীরব, নিথর … আমরা শুধু দু’জনের গল্প দু’জন শুনছি …
বেশি কল্পনা ক’রে ফেললাম কি?
আমার শুধু আছে কল্পনার সুখ, আর তো কিছু নেই।
: আছে তোমার অনেক কিছুই।
তুমি গাইতে জানো,
তুমি হাসতে জানো,
তুমি কাঁদতে জানো,
তুমি বুকের মাঝে আগুন পুষে
শীতল করে বাঁধতে জানো!
: তুমি একদিন বলেছিলে আমি আশেপাশে ঘুরঘুর করলে তোমার কাজে ব্যাঘাত ঘটবে।
আমি কী ক’রে তবে কাছে যাই?
: আমি তোমায় তবু মাঝে মাঝে পাই
যখন কাজল ভরা চোখে মেঘের মায়াজাল,
যখন বুকে পদ্ম ফুল ফোটে,
কোমরে তোমার রাজহংসী নাচে
আর নাভিমূলে গভীর সমুদ্র ডাকে!
: তখন কী হয়?
: কোন ফকির-সন্যাসীর না ধ্যান ভাঙ্গে?
: যাও, কী যে বল না? ইসসস!
: ইসসস!
: তুমি খুব ইয়ে আছো, কিন্তু?
: একদিন কবির ছন্দ হারায় সকাল সকাল
কবিতা আর জীবনে যুগপৎ ভালবাসার আকাল!

অক্টোবর ৯, ২০১৫
অটোয়া, কানাডা।

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।