: কখনো এটা ভেবেছো, বারবার আমাকেই ফোন করতে হয়? কোনদিন কি তোমার একটুকুও ইচ্ছে হয় না?
: হুম, তাতে কী বুঝায়? আমার কাছে তুমি
আকাশ নেমে এলে বুঝি মাটির বুকেতে চুমি!
: ওই একটাই পারো, কবিতা?
আমার অভিমান, আক্ষেপ, কান্না এগুলো তুমি কোনদিন বুঝবে না।
: আমার এখনো বুঝ হলো না, জ্ঞান হলো না,
না হলো সেই চোখ, পড়ে থাকলাম পথের ধারে,
সুখের মোড়কে দিলেন বড় দুখ অভাগারে
তবু সাঁই আমায় দয়া ক’রে তুলে নিলে না!
: আমাদের এই সম্পর্কটাকে কী বলে? কোনদিন জানতে দিলে না!
: তোমার আমার মাঝে আছে দূরত্বের রহস্য, আকর্ষণের দূরত্ব!
ওটা ঘুচে গেলেই সব গেল বুঝি!
: জানো, আজ আষাঢ়ের প্রথম দিন? বলো তো, আজ বৃষ্টি নামবে?
বৃষ্টি নামলেই তুমি আসো, আমায় ছুঁয়ে থাকো,
আর আমার মনের বৃষ্টিগুলো দু’চোখ ভরে নেমে আসে।
তুমি মানুষটা এমন, কেন যেন রাগ ক’রে থাকা যায় না!
: বৃষ্টি নামুক আর না নামুক, আজ বর্ষা!
তোমায়-আমায়, ভেতরে-বাইরে… জলে থৈ থৈ…
: আচ্ছা, আমাদের এই সম্পর্ককে প্রেম বলে?
: আবার একদিন ভরা আষাঢ়ে প্রেমিকের ডুব সাঁতার
শ্রাবণের বুকের আগুনে প্রেমিকা জ্বলে-পুড়ে ছারখার!
সেপেটেম্বর ২৬, ২০১৫
টরন্টো, কানাডা।