: জানো, এখানে খুব বৃষ্টি হচ্ছে?
: জানি আজ সারারাত বৃষ্টি হবে।
: আমি তোমার সাথে দু’টো কথা বলার জন্য ভেতরে ভেতরে ছটফট করি ভীষণ!
: রাতে যদি কখনো বৃষ্টি নামে বুঝে নিও সব কাজ শেষে ঘরে ফেরার মত
আমি মেঘ হয়ে এসেছিলাম, তোমার ছাদের ওপর ভাসে আমার বুকে জমে থাকা জল!
: ইস, তাই বুঝি?
: হুম, হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁলেই আমায় ছোঁবে …
: বৃষ্টিই ঝড়ুক তাহলে আজ শুধু।
: হাত বাড়াও, তোমার জানালা দিয়ে,
তাও তো তোমার হাতে, বাহুতে জড়িয়ে থাকবো কিছুক্ষণ!
: আর কিছু নয়?
: সাথে যে ঝড় নিয়ে আসে সে
তাই তোমার চুল ওড়ে, বুক কাঁপে, থরথর মন,
দেখা হবার ছটফট, দমবন্ধ ক্ষণ!
: ইস, কথা বললেই কবিতা।
: শুনেছি প্রেমিকের কথাই কবিতা,
প্রিয়ার কথাই গান,
একটা শব্দ খুব সত্যি,
তোমার প্রতি ‘টান’!
সেপ্টেম্বর ৪, ২০১৫
টরন্টো, কানাডা।
সিসিবিতে স্বাগতম, ভাইয়া!
ভাল লেগেছে
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অবশ্যপাঠ্য তালিকায় তোমার নাম যোগ করলাম লুব্ধক।
পুরাদস্তুর বাঙ্গাল
সিসিবিতে সুস্বাগতম!
কবিতা ভালো হয়েছে। শিরোনামটাও আকর্ষণীয় হয়েছে।
"একটা শব্দ খুব সত্যি,
তোমার প্রতি টান" - এখানে তো তিনটে শব্দ হয়ে গেলো। তাই, "শব্দ" এর পরিবর্তে "কথা" বসানো যায় কিনা, ভেবে দেখতে পারোঃ
একটা কথা খুব সত্যি,
তোমার প্রতি টান
ভাই, একটিই শব্দ তারা বলতো - 'টান'!
কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার ...