কবিতার উদ্ধৃতি নিয়ে

সিসিবির হোমপেজে যে কবিতার অংশবিশেষ
উদ্ধৃত হয়েছে, (“জ্বলে পুড়ে…..”)
পুরো কবিতাটি কি কেউ
পোষ্ট করতে পারেন অনুগ্রহ করে?

আমি কোথাও খুঁজে পেলামনা।

১,৯৪৮ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “কবিতার উদ্ধৃতি নিয়ে”

  1. কবিতাটি অমিয় চক্রবর্তীর " বাংলাদেশ" কবিতা থেকে উদ্ধৃতি করা হয়েছে, লাইন দুটি মনে হয় এরকম
    সাবাশ বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়
    জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়।।
    ১০ম অথবা ১২ ক্লাসের বাংলা বইতে পাওয়া যাবে খুব সম্ভবত।

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    দুর্মর

    সুকান্ত ভট্টাচার্য

    হিমালয় থেকে সুন্দরবন হথাৎ বাংলাদেশ
    কেঁপে কেঁপে ওঠে সাগরের উচ্ছ্বাসে
    সে কোলাহলে রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ
    জলে ও মাটিতে ভাঙ্গনের বেগ আসে।

    হঠাৎ নিরীহ মাটিতে কখন
    জন্ম নিয়েছে সচেতনতার ধান,
    গত আকালের মৃত্যুকে মুছে
    আবার এসেছে বাংলাদেশের প্রাণ।

    হয় ধান নয় প্রাণ
    এ শব্দে সারাদেশ দিশাহারা
    একবার মরে ভুলে গেছে আজ
    মৃত্যুর ভয় তারা।

    সাবাস বাংলাদেশ
    এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
    জ্বলে পুড়ে মরে ছারখার
    তবু মাথা নোয়াবার নয়।

    আজকে সবার ঘরে ঘরে যাবে
    সোনালি নয়কো রক্তে রঙ্গিন ধান,
    দেখবে সকলে সেখানে জ্বলছে
    দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ।

    (ক্লাস টেনে পাঠ্য ছিল,আর এই কবিতাডারে আমি বড়ই ভালা পাই তাই মুনে আছে)

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩) লিখেছেন:

    (... আর এই কবিতাডারে আমি বড়ই ভালা পাই তাই মুনে আছে)

    শার্লী (১৯৯৯-২০০৫) লিখেছেন :

    আমিও কবিতাটারে খুব ভালো পাই

    "ভালা/ভালো পাওয়া" -- এই ক্রিয়াপদ আগে কখনো শুনিনি। কেউ কি ব্যাখ্যা করে এর অর্থটা বুঝিয়ে দেবেন আমাকে?

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।