উৎসর্গ: জীবনানন্দ দাশ
কোন বিস্ময় নাই
যদিও বিপন্নতা ছিলো।
উটের গ্রীবা দেখেনি বলে খেদ ছিলো একটু;
সন্ধির বিচ্ছেদ হয়ে গেলে
জীবনের সাথে আনন্দের যোগ
কী করে ঘটে
বিয়োগান্ত ছাড়া –
এই ভাবনায় ক্লান্ত হতো কখনো কখনো
তবু দেখো,
চাদরখানা নিয়েছে
শীত থেকে বাঁচবে বলে নয়
কেবল সিলিং থেকে ঝুলে পড়ে
টানটান কোন উত্তেজনার
গাঢ় সমাচার পাবে বলে।
আমি আবারো...... :grr: :grr: :grr:
নুপুর ভাই, সেইরকম...মাহফুজ ভাই আছে, আমাদের আন্দালিব আছে, ওবায়দুল্লাহ ভাই আছে...এখন আপনি আসলেন।
আপনি আবারো ... কি? কিছু না।
আপনি আপিল করতে ভুইলা গেছেন। সুতরাং, আমি ফার্স্ট। :grr:
ভুল হয়ে গেছে ভাইয়া। স্বাগতম জানাই নাই।
স্বাগতম নিজের বাড়িতে।
ওই রকিব............
স্বাগতম ভাইয়া, :teacup: পান করুন 😀 😀
অসাধারণ একটা কবিতা দিয়ে শুরু করায় অনেক অনেক ধন্যবাদ :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
স্বাগতম
নুপুর ভাই, স্বাগতম।
কবিতা চমৎকার হয়েছে। আমাদের সবার এই ব্লগে লেখালেখি চালিয়ে যান ভাইয়া।
ঐ.. :grr:
ঐ
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ভাইয়া স্বাগতম...
জীবনবাবু আমারও খুব পছন্দের... :thumbup: :thumbup: :thumbup:
ব্লগে স্বাগতম ভাইয়া।
চালায়া যান। 🙂
বস, স্বাগতম... :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
স্বাগতম ভাইয়া।
দূরত্ব যতই হোক , আমাদের সাথেই থাকুন।
একটু কষ্ট করে , নামটা বাংলায় করে দিন। আর কলেজে অবস্থান সময়কাল । 😀
স্বাগতম ভাইয়া।
শুরুর কবিতাটাতেই আমার প্রিয় এক কবিতার সাথে গাঢ় মিল।
চালিয়ে যান। আপনার লেখা পড়ার আশায় রইলাম।
আপ্নেও কবিতা পড়েন?
কী কইবার চাস ?
:grr: :grr: :grr:
সিসিবিতে স্বাগতম নুপুর ভাই 🙂 এখনো কি দিল্লীতেই আছেন?
ধন্যবাদ হাসান।
হ্যাঁ। দিল্লীতেই।
তোমার খবর কি।
এই তো ভাই বেঁচে আছি । দেশে আসবেন কবে ?
স্বাগতম নুপূর ভাই। আপনার নাম শুনে ভাবছিলাম আপনি এমজিসিসি। এসে দেখলাম এফসিসি! :))
কবিতা উপাদেয় হইছে। পড়তে বড়ই আরাম পাইলাম। জীবনানন্দে এখনও বুঁদ হয়ে আছি, চরম নেশা!
লেখা চালিয়ে যান। (আপনি তো বাংলা টাইপ শিখেই গেছেন, সো সমস্যা নাই!)
এ্যঁ........
নাম নিয়া তো আজকের প্রবলেম না। হা হা হা।
আমি আজকাল আর লিখতে পেরে উঠছিনা আসলে।
ভুলে গেছি যেন।
এটা (এবং আরো যা যা লিখবো এইখানে) বেশ পুরনো।
আমারে দিয়া আর হইবেনা।
তবু নেশাটা টাটায় ভেতরে ভেতরে।
এইটা কুনুই ব্যাপার না বস্। দ্যাখেন আপনার এই উপলব্ধিটাই নির্দেশ করে যে আপনার লেখালেখির ব্যাপারে চিন্তাটা স্পষ্ট, দৃঢ় এবং নিরপেক্ষ। আমাদের সবচেয়ে জনপ্রিয় লেখকটিও এই সহজ সত্যটা জানে না, বা জানলেও বুঝে না যে তারে দিয়া হয় না! অনেকদিন ধইরা-ই হইতেছে না।
আর হওয়া না হওয়া-র কেমিস্ট্রি আমার কাছে খুবই অদ্ভুত রহস্যময় লাগে। জানেন আমি এক বছর আগে কী সব যে লিখতাম। লেখালেখি শুরুই করছি গতবছরে! তার আগে কিছু ছিল না। পরেও কতদিন থাকবে সেটাই বা কয়জন জানে?? সুতরাং আশা হারাইয়েন না। এমনও হইতে পারে যে নিয়ম ভেঙে আপনার লেখালেখি ফিরে এল। সেই আশায় রইলাম!
সবাইকে ধন্যবাদ স্বাগত জানানোর জন্যে।
কবিতাটি খারাপ লাগেনি দেখে আমারো মন্দ লাগছেনা।
বড়ই সোন্দর্য :clap: :clap:
ভাই ব্লগে স্বাগতম।
:teacup: সাগুতমমমমমমমমমম... :teacup:
বস, এইটা কি দিলেন?...অসাধারণ!!! :hatsoff:
আমাদের বাড়িতে স্বাগতম...এবং বাসর রাতেই বিড়াল মারার(পড়ুনঃ প্রথম পোস্টেই বাজিমাত করার)জন্য অভিনন্দন... :boss:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
একটা চমৎকার কবিতা দিয়েই সিসিবিতে তোমার বর্ণাঢ্য যাত্রা শুরু করেছিলে নূপুর, এটা পড়ে খুব ভালো লাগলো।
"চাদরখানা নিয়েছে
শীত থেকে বাঁচবে বলে নয়
কেবল সিলিং থেকে ঝুলে পড়ে
টানটান কোন উত্তেজনার
গাঢ় সমাচার পাবে বলে।" - এ কথাগুলো দিয়ে কি তুমি 'তিনি সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করেছিলেন' বোঝাতে চাইছো?
আমিতো জানি ট্রামের নীচে পড়ে তাঁর মৃত্যু হয়েছিলো। অবশ্য হতে পারে, হয়তো আমি ঠিক বুঝিনি, নয়তো ঠিক জানিনা।