আবোলতাবোল বাজনা

নতুন বছরে নতুন অত্যাচার দিয়ে শুরু করলাম।
রাগ ভূপালি বাজানোর মিথ্যে প্রচেষ্টা।
ক্ষমাপ্রার্থনাসহ।
যন্ত্র – মোহন বীণা

২৫ টি মন্তব্য : “আবোলতাবোল বাজনা”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    চৌরাসিয়ার রাগ ভূপালি শুনে নিলাম পরপর। এখন বুঝতে পারছি আপনি কি অসম্ভব সুন্দর বাজিয়েছেন! আপনি কি মিক্সিং করেছেন নাকি যা নিয়েছেন সেটাই তুলে দিয়েছেন? এক কথায় অভিভূত। :boss: :boss: মাইকের আউটপুট সিগন্যালে সফটওয়্যার বা হার্ডওয়্যার ভিত্তিক কোন নয়েজ ক্যানসেলেশান ব্যবহার করে দেখবেন? এক দুই জায়গায় (মোহন বীণার ফ্রেটবোর্ডকে কি বলে? 😕 ) বেন্ডিং, ভাইব্রেটোগুলোর ফ্রেটবোর্ডের ঘষা খাবার শব্দ কানে বেজেছে। যদিও ধরে নিচ্ছি খুব ভাল মাইক ব্যবহার করেছেন এবং তাতে বিল্ট-ইন নয়েজ ক্যানসেলেশান থাকার কথা। অসাধারণ! আহ! :teacup:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
    • নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

      ভাই রে, চৌরাসিয়ার বাজনা শুনে আমারটা শুনসো? তবেই হইসে!
      এটা মোবাইলফোনে রেকর্ড করা। মিক্সিং করিনি। আর মোহন বীণা তো হাওয়াইয়ান গীটারই মূলত, মেটাল বার দিয়ে বাজাতে হয়। ফলে তারের সঙ্গে ঘষা লেগে খসখস একটা আওয়াজ হয়, আসলেই কানে লাগে। বাজাই তো বছরে ছ'মাসে একআধবার -- তারগুলোতে মরচে পড়ে যায়। নয়েজ ক্যান্সেলেশন কি অডিও ফাইলটাতে করা যাবে?
      তুমি গিটারিস্ট মানুষ -- তোমার মন্তব্যে উৎসাহ পেলাম।

      জবাব দিন
      • মোকাব্বির (৯৮-০৪)

        আমার কাছে ভাল লেগেছে। নিয়মিত সঙ্গীত চর্চা করা ভাবী পর্যন্ত জিজ্ঞাসা করেছে ভূপালি বাজাচ্ছে কে? নয়েজ ক্যান্সেলেশানের ব্যাপারটা সীমিত জ্ঞান থেকে বললাম। মোটামুটি ভাল মানের একটা মাইক ব্যবহার করলে আশেপাশের সাউন্ড গুলো কমিয়ে আনা যাবে। মোবাইলের আউটপুট ফরম্যাটের উপর নয়েজ ক্যান্সেলেশান কতটুকু কাজ করবে নিশ্চিত নই। ডিএসএলআরের RAW-ফাইলের মত আউটপুট ফরম্যাটের চাইতে এগুল‌োর রেকর্ডেড ফরম্যাটের উপর কাজ করা সম্ভবত অপেক্ষাকৃত সহজ। তবে মোবাইলেই যদি এত ভাল কোয়ালিটি আসে সখের দুইচারটি রেকর্ডিং এর জন্য এত হাতিঘোড়া করার কোন দরকার নেই। এখন বলেন পরবর্তী কি শোনাবেন?! 😀


        \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
        অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

        জবাব দিন
  2. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    তোমার মোহন বীণায় মোহিত হয়ে আছি গত দু'দিন ধরে, নূপুর! 🙂

    কী চমৎকার বাজাও তুমি...ঘুরে ফিরে একই সুর বাজছে কানে! অসাধারণ!!

    আরো অনেক অনেক শুনতে চাই তোমার আবোলতাবোল বাজনা।

    :boss: :boss: :boss: :boss:

    জবাব দিন
  3. মাহমুদ (১৯৯০-৯৬)

    নূপুর ভাই,

    গতকাল থিওরী কোর্সের প্রথম ক্লাস ছিল। একারণে হালকা টেনশনে ছিলাম। মজার ব্যাপার হলো, আপনার বাজনাটা শোনার পর একেবারেই রিল্যাক্সড মুডে ক্লাসে গেলাম। ক্লাস শেষে মনে হলো লেকচারটা খারাপ হয় নাই। কারণ, ক্লাসে কাউকে ঝিমাতে দেখি নাই 🙂

    নেক্সট টাইম একটা লম্বা সেশন চাই আপনার বাদ্য-বাজনার। আবার যেন না-বলেন যে, বাদ্যযন্ত্র মনের ভুলে ফেলে এসেছি! (সম্পাদিত)


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  4. অরূপ (৮১-৮৭)

    ক্যামনে পারো ম্যান ............... আমি প্রাউড ফীল করছি কজ আই নো ইউ ... আর তোমাদের পানিশমেন্ট দিসি বলে।
    সত্যিই অদ্ভুত ভালো বাজাইছো ... অসাম ...


    নিজে কানা পথ চেনে না
    পরকে ডাকে বার বার

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।