২৪৮ করে অল আউট হয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের লক্ষ্য : ২৪৮+১।
সিসিবি লাইভ টেলিকাস্টে আসুন সবাই
দলবেঁধে যোগদান করে
খেলাটাকে জমাই…..
২১৪ টি মন্তব্য : “হোয়াইট ওয়াশের জন্যে আমাদের চাই ২৪৯”
মন্তব্য করুন
২৪৮ করে অল আউট হয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের লক্ষ্য : ২৪৮+১।
সিসিবি লাইভ টেলিকাস্টে আসুন সবাই
দলবেঁধে যোগদান করে
খেলাটাকে জমাই…..
😀 😀 😀 😀
ধারাভাষ্যকার হাজির! :hatsoff:
😕 :-B :shy:
আজকে আমার টিভি বন, আমি পারুম না 🙁
তয় সাথে আছি আপনাদের 🙂
ইনশাল্লাহ 🙂
🙁 🙁 ....
টিভির কি শরীর খারাপ?
না বেড়াতে গিয়েছে?
ভাইয়া টিভি'র শরীর খারাপ 🙁
আর আমি নেটের এড্রেস জানিনা ... কেউ জানলে আমাকে কি একটু লিঙ্ক'টা দিবেন পিলিজ। 🙂
www.crictime.com এটাতে লাইভ খেলা দেখা যায়।
আমিও তো এটাতেই দেখছি।
থ্যাঙ্কু ভাইয়া, যাই দেখি 🙂
ভাইয়া সার্ভার-১ এ তো ফুটবল দেখাচ্ছে।
আর ২ নাম্বারে ও ইন্ডিয়ার খেলার হাইলাইট দেখায় 🙁
আইসা পড়ছে। এখনো শুরু হয়নি । 🙂
গ্রেট!
আইতাছি ১ ঘন্টার মধ্যে!!!!!!!!!!
আজকে জিততেই হবে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
একটা লিঙ্ক দরকার খেলা দেখার।
নুপূর ভাইয়া, তৌফিক ভাইয়া- জোরালো আবেদন রাখছি, একটু যদি জানাতেন প্লীজ :teacup: :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
http://www.crictime.com এটাতে লাইভ খেলা দেখা যায়।
আমিও তো এটাতেই দেখছি।
রাজ্জাকরে পিডানির ইচ্ছাটা কোনমতেই দমায়া রাখতে পারতেছিনা 🙁
বোলিং খুব খারাপ হইছে, পাল্লা দিয়া ফিল্ডিং। আরো অনেক কমে উইন্ডিজ পার্টিরে বাইন্ধা ফেলা দরকার ছিলো।
আমাদের প্লেয়ারদের বডি ল্যাংগুয়েজ আজকে কিছুটা রিল্যাক্স ছিলো 😡
ব্যাটিং এ এইটা না থাকলেই হয়।
চুঙ্কাম্দেখার্শায় :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
We may win the match
মাইরের মা-বাপ নাই। খামারের ককরোচ (Khemar Roach), দারুন স্বামী ( Darren Sammy) ইত্যাদিকে বুঝিয়ে কিরকেট কারে কয়। বাংলাদেশ টিম আমার মতো সুপার-হাইপার এক্সাইটেড না হইয়া গেলে হোয়াইট ওয়াশ কনফার্ম।
গতদিন মিস করেছি, আজ আর মিস নাই.........।।
আছি লগে লগে......
৪ 🙂
বাংলাদেশের খেলা শুরু।
রকিব দেখতে পারতেসো?
তামিম ইকবাল আবারো বাউন্ডারী :clap:
গুড ফার্স্ট ওভার 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
২০/০
আবারো ৪ জুনায়েদের ব্যাটে।
ভালো শুরু।
তামিম আবার ৪ মেরেছে। 😀
আবার ৪ এবং ৪
আবার বাউন্ডারী ... তামিমের ব্যাটে ...
শুরুটা ভালো ... কিন্তু টিকে থাকতে পারলেই হয়।
ইনশাল্লাহ আজ টিকবে......।। :thumbup:
এই অভারে ১৩ রান ... নট আউট।
৩ ওভারে ৩৩/০
কি চমৎকার শুরুরে বাবা... :goragori: :goragori:
ভাইয়া এখুনি নাচ শুরু কইরোনা ... একটু বসো ... 🙂
😀 😀
৫ ডট বল।
মেইড ইন ওভার
ব্যাপার না......।।
একটুর জন্য রান আউট থেকে বাইচা গেলো
দারুণ স্বামী'র বলে ওয়াইড 🙂 (কঃরঃ সাল্লু ভাই)
৩৪/০
4....
জুনায়েদ সিদ্দিকি আরেকটা বাউন্ডারী মারলো। 🙂
আবারো ২ টা চার......... :gulli2: :gulli2:
আবারো ৪..
৬ অভারে ৯ বাউন্ডারী ... 🙂
খেলা দেখিনা, কোন কম্পিটিশন নাই, এই খেলা দেইখা কী হবে!
জি-প্রিমিয়ারে 'মুন্নাভাই এমবিবিএস' দেখাইতেছে, ওইটা দেখি। :grr:
সুবাহ হোগায়ি মামু।!
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
৬ ... :gulli2:
৭ ওভারে ৫০/০
ওয়াও!!! :party: :party:
50...... :gulli2: :gulli2: :gulli2:
৪ :guitar:
তামিম গন 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
তামিম গেল............
২৭ বলে ৩০
হায়, হায় মিস!!! তামিম গেলো গা 🙁
ওই দেখা যায় আশরাফুল............ 😡 😡
ভয়ে আছি ভাইয়া ... চুপ কইরা দেখি।
আশরাফুল যেভাবে ঠেকাচ্ছে............, ভাগ্যিস ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লে নেয় নি......।।
৫৬/১
67/1 (12.0 Ovs)
যাক, আশরাফুল পিটায়ছে.........।। :((
৮৩/২
আশরাফুল ফুল তুলতে গেছে...... :duel: :duel:
কষ্ট করে নিজেরে কাটতাছো কেন ভাইয়া? আমারে দাও, আমি কাইটা দিই। 😛
আমি থাকতে ভাবী কে কেন কষ্ট করে কাটতে হবে...............।। আইচ্ছা, এতই যেখন শখ করেছেন বিসমিল্লাহ বলে শুরু করেন............... :duel: :duel: :duel:
ক্যাচ আউট ... রকিবুল। 🙁
৯৬/৩
ছ অ অ অ অ ---- ক্কাআাআাআা
দেখা যাক শষ পর্যন্ত কি হয়, কিছুই বলা যাচ্ছে না......... এখনো বাংলাদেশের পক্ষে আছে ম্যাচ.........
সাকিব এইডা করলো কি.........????? x-( x-( x-( :grr: :grr: :grr:
আর বোধ হয় পারলোনা।
সাকিব আউট।
উইকেটটা বিসর্জন দিয়ে আসলো সাকিব......... 😡 😡
ভাত খাইতে গেসিলাম, আইসা দেখি এই অবস্থা।
হায়, হায় :bash: :duel:
বোল্ড ... 😡 জুনায়েদ।
১৩৩/৫
তাই তো বলি..
ধারাভাষ্যকার গেলে গিয়া কেমনে হয়..
তাতারি হাল ধরেন ম্যাচের...
জুনায়েদ গন.........
আর মনে হয় হবে না...... এর চেয়ে ঘুমানো ভাল.........সকালে উঠে রেজাল্ট দেখবো.........
গুড নাইট সিসিবি......
ক্যাচ ড্রপ......।।
তুমি কেন যাচ্ছো? আকাশ ভাই ঘুমালে তাও একটা লাভ আছে। :grr:
আইচ্ছা যান, গেলাম না......।। দেখি কি হয়...?? আকাশ কি আসলেই খেলা দেখছে...????
আকাশ ভাইয়ের টু শব্দ পাওয়া যাচ্ছেনা এখনো। :grr:
🙁 🙁 🙁 🙁 🙁 🙁
:))
আমি খেলা দেখিনা
গান শুনি
বন্ধু তুমি কই কই কই...............
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মাহমুদুল্লাহ এসে হাল ধরেছে।
দেখা যাক ...
১৩৮/৫
হাল ছেড়োনা বন্ধু :clap:
বরং বল ছোঁড়ো দূরে
দেখা হবে তোমায় আমায়
ম্যাচ বিজয়ের পরে-এ-এ-এ
:guitar: :guitar: :guitar:
নূপুর ভাই এটা কি লিখছেন ভাই???? :-B
চরম :hug:
১২০ বলে ১১০ রান দরকার।
কি মনে হয়? 😕
😕 😕
ক্যাম্নে যে কি হয়, বুঝতেছি না...... অপেক্ষা আর অপেক্ষা...।।
ড্রিঙ্কস ব্রেক
ব্রেক শেষ 🙂
৯৯ রান।
আস্কিং রানরেট : ৬।
৪
৪............
৯৪ বলে ৯৩ রান লাগবে।
১৫৬/৫
৯১ বলে ৯২ দরকার, হাতে ৫ উইকেট......
৮৯ রান, ৮২ বলে।
৪............
যাক।
একটা ৪ অনেকক্ষণ পর...
১৬৬/৫
৮৩ রান, ৭৬ বলে। 😕
আরেকটা .. ৪
গুড লিটল প্লেয়ার, মুশফিকুর রাহিম 🙂
খেলারাম খেলে যা ! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
৭৪ রান ৭২ বলে ...
আল্লাহ ভরসা........................
ব্যাটিং পাওয়ার প্লে আছে এখোনো।
নাইম আছে স্টকে।
দেখা যাক 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
নাআাআাআাআা..
মুশফিকুর আউট 🙁
ধুর, উইন্ডিজ আম্পায়ারটা কী দিলো এইটা 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
বোধ হয় আউট ছিলোনা।
আমার কাছেও তাই মনে হলো। 😕
এইডা কি হইলো......???
মুশফিক বেচারা......ওয়াইড বলটারে......
১৮৫/৬
🙁
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তোমার কি হয়েছে? মুন্না ভাই শেষ? 🙁 🙁 🙁
🙁
৫৯ রান ৪৮ বলে
১৯০/৬
একটুর জন্য রান আউট থেকে বেঁচে গেলো
Bangladesh need 53 runs in 42 balls
৪০ বলে ৪৮, পাওয়ার প্লে ইজ অন.........
নাঈম ইসলাম ৪ মেরেছে।
২ বলে ২ চার.........
44 runs in 39 balls
😀
পাওয়ার প্লে'র প্রথম ওভারে ১৫ রান.........
সাবাস টাইগারস......
খেলারাম খেলে যা ! 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
১ 😀 😀 ১ ১ 😀
জেগে আছি :grr: :grr: :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ঘুমিয়ে যা......... x-( x-( x-(
৬ :))
পিডা নিকিতারে ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ছক্কাআআআআআআআ............ :awesome: :awesome:
ছক্কাআআআআআআআআআ
২৮ বলে ২৮ রান
২৮ বলে ২৮
25 runs in 25 balls
২৪ বলে ২৪ :thumbup:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
২২৫/৬
২৩ বলে ২৩
৪ উইকেট হাতে......
খামারের কক্রোচ ( কঃরাঃ সাল্লু ) বোলিং করছে।
৬ :))
পিডা ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সহমত
ছক্কাআআআআআআআআআআআআআআআআআআআআ :awesome:
নাইম্যা আউট। 🙁
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
নাঈম ইসলাম ক্যাচ আউট 🙁
১৭ রান ১৯ বলে
উইকেট পাইয়া কি ভাবজ মামার.........
দেখাইয়া দাও তো......
২৩২/৭
আব্দুর রাজ্জাক, বোলার, বাম হাতি ব্যাটস ম্যান।
#
বর্তমানে ব্লগটি পড়ছেন
সদস্যঃ ৬ অতিথিঃ ১
সাব্বির (৯৫-০১)
কামরুল হাসান (৯৪-০০)
তুহিন (৯৯-০৫)
জিহাদ (৯৯-০৫)
মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
আহসান আকাশ (৯৬ - ০২)
আমি পহেলা B-)
আমার নাম কোথায়? মডুদের ষড়যন্ত্র ... নাহ, আমি খেলুম না। x-(
আহসান তুই ঘুমা......... এখনো সময় আছে......
টান টান উত্তেজনা......... ;)) :dreamy:
খেলায় এখন টানটান উত্তেজনা
আমিও উত্তেজিত 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😕
:chup: :chup: :chup: :duel: :duel: :duel:
:chup: :chup: :duel: :duel:
সামী ভাই ওয়েষ্টিন্ডিজে খেলে এইটা জানতাম না! :grr:
বোলিং করতেছে দেইখা চিনতে পারলাম !
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
১৬ বলে ১৪ রান দরকার আমাদের
রাজ্জাক ড্রপ। :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
জিতে যাব ইনশাল্লাহ। 🙂
যাক, ক্যাচ মিস এবং ৩ রান......
10 runs in 14 balls
মজা পাইলাম :tuski:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সামি'র বলে ক্যাচ মিস :clap:
ভাবি অনেক পিছাইয়া আছেন।
ক্যাচ মিস হৈছে আরো ৫টা কমেন্ট আগে :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
২৪১/৭
৮ রানে ১২ বল
৮ রানে ১২ বল :)) :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz: :khekz:
:gulli2: :gulli2: :gulli2: :gulli2:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কেমার রচ বোলিং করছেন
১০ বলে ৭ রান
হৈয়া যাইব 😀
4
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মাত্র ২ লাগে......
৪
পিডা হালারে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মনে হয় ৬/৭ বল বাকী থাক্তেই খেলা শেষ হয়ে যাবে 😀
chaaaaaaaaaaaaaar
r 2 run...................
বাউন্ডারী
আমার শহরের পোলা কি করতেছে দেখছেন?? B-)
আমি জয়ের সুবাস পাচ্ছি 😀 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আর মাত্র ৯ বলে ২ রান 😀
মাহমুদুল্লাহ ১ রান বাকী আছেন হাফ সেঞ্চুরী থেকে ।
জিতা গেছি :)) :)) :)) :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আহা!
কমেন্ট পড়তে পড়তে সবাই দেখবে আমি সবার আগে জিতার ঘোষনা দিছি । :)) :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:grr: :grr: :grr:
জিতে গেছি.........
ইয়াহু!!!!
oyeee oyeeeee
:awesome: :awesome: :awesome: :tuski: :tuski: :tuski: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar:
হই হই 😀 😀 😀 😀 😀 😀
জিতছি
জিত্তা গেছি, অই কে আছস চুনার বালতিডা লয়া যা... চুনকাম শেষ।
মাহমুদুল্লাহ হাফ সেঞ্চুরী করেছে ...
:gulli2: :awesome: :awesome: :just: চুনকাম হয়ে গেল ওয়েষ্ট ইন্ডিজ :gulli2: :awesome: :awesome: :awesome: :goragori: :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কুফা মনে হয় কাইটাই গেল... 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀
বাংলাদেশ কি লোয়ার অর্ডারে একজন ফিনিশার পাইল?? বিশ্বাস করতে ইচ্ছা হয় না, এরা তো কিছুদিন পর পরই হারায়ে যায়।
:thumbup: :thumbup: :thumbup:
এগুলার শরীরের ভিতরে জিপিএস লাগায় দেয়া দরকার, যাতে হারায়া যেতে না পারে
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
Mohammad Mahmudullah not out 51 70 2 1 72.86
অভিনন্দন বাংলাদেশ টিম কে। :clap: :clap: :clap:
shada polish korar jonno BD team ke dhonnobad :goragori: :goragori: :goragori:
সাদা চুঙ্কাম না, সবাই নাকি বাংলা চুনকাম বলছে। :))
:)) :))
সাকিব-আশরাফুলের ব্যর্থতার পরেও দারুন খেলে ম্যাচ জিতল... দারুন টীম এফোর্ট :hatsoff: :hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
জিতছি 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
অভিনন্দন বাংলাদেশ দল......
২০০ B-)
এইটারে কয় 'বাংলা ওয়াশ' :grr: :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
গুড নাইট সিসিবি...... :hatsoff: :hatsoff:
:thumbup: :thumbup: :thumbup:
:dreamy: :dreamy: :dreamy: :dreamy: :dreamy:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :salute:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:salute:
:salute: :salute: :salute:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:salute:
আমিতো দেখি সারারাত খেলা দেখলাম অথচ আড্ডায় আসতে পারলাম না।
ভাল্লাগতাসে, উটুরে মেসেজ পাঠাইতে ইচ্ছা করতেসে এ্যাশ ভালো না খেললেও দেশ জিতে। 😀 😀 😀
উটুরে :duel: :duel: :duel: 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷