৭বার গ্র্যামি এওয়ার্ড বিজয়ী সেরা পপ রক ভোকাল জন মেয়ার চান আপনি তার জন্য মিউজিক ভিডিওটা বানান।
অনেকটা এমনি কথা চলছে জেনেরো টিভির পর্দায় আর জন মেয়ারের ওয়েব সাইটে। বিশ্বব্যাপী যে কেউ এই মিউজিক ভিডিও বানানো প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন। গানটি হল তার সাম্প্রতিক এলবাম
‘বর্ন এন্ড রেইজড’ এর গান ‘সামথিং লাইক অলিভিয়া (Something Like Olivia)’। জেনেরো টিভি সাইটে স্পষ্ট করে লেখা আছে, এই গানের সেরা মিউজিক ভিডিও এর জন্য কলম্বিয়া রেকর্ডস ও জন মেয়ার ৫ হাজার ডলার দেবেন। তবে অভিনব ভিডিওগুলো নমিনেশন পেতে পারে ২০১২ জেনেরো এওয়ার্ডস যার পুরস্কার হবে ২৫ হাজার ডলার।
তাহলে আর দেরী কেন? যারা এমেচার ফিল্মমেকার বা এড মেকার আছেন তারা এক্ষুণী গান ডাউনলোড করে – শুনে ঠুনে- মাথায় আইডিয়ার বাত্তি জ্বালিয়ে – লেগে যান মাঠে।
আমি এখানে লিরিক্সটা দিলাম। পড়ে কিছুটা আন্দাজ করুন। গানটা জেনেরো টিভি সাইটে ফ্রি ডাউনলোড করতে পারবেন।
“Something Like Olivia”
Well Olivia’s taken
But a look like hers can be found from time to time
Well Olivia’s taken
But a look like hers can be found from time to time
I’m thinking something like Olivia
Is what I need to find
There’s only one man in this world
Who gets to sleep with her by his side
There’s only one man in this world
Who gets to sleep with her by his side
I’m thinking something like Olivia
Can keep me through the night
Now I’m not trying to steal
No love away from no one man
No I’m not trying to steal
No love away from no one man
But if Olivia herself were at my door
I’d have to say I’d let her in
Something like Olivia
Something like Olivia
Something like Olivia
Something like Olivia
I keep thinking something like Olivia
Is what I need to find
Something like Olivia
Something like Olivia
Something like Olivia
Something like Olivia [fade out]
গানের কথা বলে দিচ্ছে কতকটা বিরহের গান, আপনি খবরদার কেটি প্যারীকে (Katty Perry) নায়িকা হিসেবে নেবেন না। জন মেয়ারের সাথে ইটিস পিটিস চলছে। গানের কথায় জন মেয়ার ‘অলিভিয়ার মত’ কাউকে চাইছে, কারণ ‘অলিভিয়া’ নেই। তাই যুউই দেস চানেল (Zooey Deschanel) কে নায়িকার স্থানে বসাতে পারেন কারণ কেটি প্যারীর সাথে তার চেহারা হুবহু মিল (অর্থাৎ যুউই চলে গেছে 😮 , আর ক্যাটি পেরী এসে গেছে :goragori: )। তাতে সাপ ও মড়ল – লাঠিও ভাঙ্গল না। আপনিও পেয়ে গেলেন পুরস্কার আর আমার জন্যও একটা অটোগ্রাফ নিয়ে এলেন (অবশ্যই কেটি প্যারীরটা)।
আমি যদিও ভাবছি অলিভিয়া দে বেরারদিনিস এর ছবি দিয়ে গানের মিউজিক ভিডিও বানালে কেমন হয় (অলিভিয়া দে বেরারদিনিস এর পেইন্টিং ২০০৪ সাল থেকে শুধু প্লে বয় ম্যাগাজিনে বের হয়)?
যাই হোক আমার কু-বুদ্ধি না নিয়ে খবরটার সুত্র ধরেই এগোন। মনে রাখবেন জমা দেয়ার তারিখ ৫ই জানুয়ারী ২০১৩।
এখানে জেনেরো টিভি এর লিঙ্ক দিলাম।
এছাড়া আরোও প্রতিযোগিতা আছে, মিউজ (Muse) ব্যান্ডের ‘এনিমেল’ গানের জন্য (যদ্দুর জানি ওরা সাইকেডেলিক রক করে), এবং এর জন্য তারা ৩ হাজার ডলার দেবে। আইডিয়ার জন্য দেখতে পারেন যারা নোমিনেটেড হয়েছে আর যারা পুরস্কার জিতেছেন সে সব ভিডিও গুলো।
‘সামথিং লাইক অলিভিয়া’ গানটি বেশ মজার কম্পোজ করা, কান্ট্রি ফ্লেভার দিয়ে স্টার্ট হয়ে অনেকটা আরএনবি (RnB) এর মত তার ছন্দ, জন মেয়ারের গলার মজাটা হল, পপ ডেলিভারী দিলেও তার বিবি কিং বা এরিক ক্ল্যাপটনের সাথে ব্লুজ (Blues) করার ভাইরাসটা যায়নি বলে কোথায় যেন ব্লুজকে ফিল করা যায়। জন মেয়ারের এখন গলা ব্যাথা আর এজন্য কনসার্ট সব বাতিল করে দিয়েছেন আর আমি খুব সিউর হয়ে বলতে পারি যে তিনি এখন আপনার ভিডিওটা বানানোর জন্য বসে আছেন। আমি বলবো, ফ্রম বাংলাদেশ – ইউ টেইক দা চ্যালেঞ্জ এন্ড উইন দা ম্যাচ। BEST OF LUCK!!
তথ্যঃ জেনেরো টিভি, আরটিই, মিউজিক এমএসএন, মিউজিক নিউজ, নয়েস১১, জন মেয়ার, এজেড লিরিক্স, উইকিপেডিয়া, ও এক্সফিনিটি।