অনেক দিন ধরেই ব্লগ এ আছি | কিন্তু ভয়ে কখনও কিছু দিতে পারি নাই | তাই চিন্তা করে দেখলাম কিছু ছবি দিলেই ভাল |
আজকের subject portraits-
এইগুলা সব shakhari bazar এ তুলা
এখন সদর ঘাট-
এই গুলা রাজেন্দ্রপুর-
ইহা পহেলা বইশাখ in BUET-
ভাল লাগ্লে বইলেন|
NOTE- ব্লগ এ এইতা আমার পরথম post| তাই আগেই- :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: ::salute:: ::salute::
মারসে! :clap: :clap: :clap:
অছাম ম্যান..... :just: অছাম :clap:
খুউব ই ভালো হইসে......... :boss: :clap:
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
thanku thanku
ভালো।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ছবিগুলো অপূর্ব হইসে। (সম্পাদিত)
You cannot hangout with negative people and expect a positive life.
শুভ ছবি তোলাতুলি নাজিব ...... 😛 :clap: :clap: :clap:
তুমি cmnt করছ এতেই ত আমি ধন্ন @ পিআল
ভাইয়া তোমার ছবিগুলো খুবই সুন্দর। তুমি কি আর্কিতে?
হায় হায় হায় কি কন ~x( ~x( ~x( archi হব কন দুক্ষে | :chup: :chup:
আমি future কেমি প্রকউশলি :dreamy: :dreamy:
সুন্দর :clap:
অসাধারণ হইসে ছবিগুলা দোস্ত। ব্লগে ছবি দেওয়ার রেগুলারিটিটা বজায় রাখ...আমরা নিয়মিত দেখতে পারবো তাইলে। আরো ভাল হয়...একেকটা পোস্টে একেকটা থিমের উপর ছবি দিবি...আরো সুন্দর হবে তাইলে
আলোর দিকে তাকাও, ভোগ করো এর রূপ। চক্ষু বোজো এবং আবার দ্যাখো। প্রথমেই তুমি যা দেখেছিলে তা আর নেই,এর পর তুমি যা দেখবে, তা এখনও হয়ে ওঠেনি।
এই পোষ্টটা তো আগে খেয়াল করিনি ...
চ্রম! বিষয় এবং ছবি।
আমার বন্ধুয়া বিহনে