প্রতিটি রাত্রি কিভাবে যেন কেটে যায়,
কারও অপেক্ষায়।
প্রতিটি দিন আসে নতুন স্বপ্ন নিয়ে,
দুহাতে কত প্রতিজ্ঞা আর নতুনত্বের ঘনঘটায়।
কে শুধু সুখী, কে বা শুধু অসুখী?
এত ঘটনা, এত চিন্তা
আর সম্পর্কের বৈচিত্র্যে
হারিয়ে যাই ভাবতে বসে
এসবের অর্থ খুঁজে পাইনা
তাহলে কেন এত কষ্ট,
কেন এত ভালোবাসার মেলা,
কেন এত দুঃস্বপ্নের আনাগোনা,
কেন এগুলো আমাদের কাঁদায়?
সবগুলো কি এতটাই অর্থহীন!
নাহ্ –
আমি আর জাগব না।
জেগে কি হবে,
শুধু কষ্টই বাড়বে।
আনন্দগুলো হয়ে যাবে অর্থহীন।
জীবনকে তাই বুঝব না;
জীবনকে কারও হাতে তুলে দিয়ে –
নিজেকে ছুটি দিতে চাই।
৩১ টি মন্তব্য : “একটি অর্থের খোঁজে”
মন্তব্য করুন
🙂
অনেকদিন পর ফার্স্ট হইছি 😀
যাই একটু নাচানাচি করি :party: :awesome: :awesome:
যাই হোক, ভালো ছিল।
- আলেক :-B
ভাইয়া, নাচ ভালো ছিল। ;))
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অই রকিব্যা, তুই আমার নাচ দেখলি ক্যামনে! 😕 সিনিয়রের রুমে চুরি কইরা তাকানোর জন্য আইজ প্রেয়ারের পর সিভিল পানি নিয়া দেখা করবি x-(
হুম শুধু রিজভি কমেন্টস করসিস কেন?ভালই ত হইসে... 🙂
অই, নামের বানান ভুল করছিস ক্যান x-( 😡
আমারও তাই মনে হয়....
হুম, খালি খালি রাতের ঘুম হারাম করে লাভ নেই।সুনিদ্রা সুস্বাস্থ্যের পূর্বশর্ত। :-B
এতো বিশ্লেষণ করে শেষমেশ এই সিদ্ধান্তেই পৌছলা? :))
আগে দেখিনি তোমাকে, নতুন মেম্বার হয়ে থাকবে বোধহয়। সিসিবিতে স্বাগতম!
:))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😀 :))
সংসারে প্রবল বৈরাগ্য!
=))
ভাল হয়েছে
-(খালেক)
:clap: :clap:
😉
দারুণ লাগলো
৫ তারা 😀
কিরে শুরু করলি শেষ পর্যন্ত। ভালো, ভালো।
আপু, শুভ ব্লগিং। নিন লেবু :teacup:।
কবিতাটা সুন্দর ছিল, সমসাময়িক সিসিবির ধারায় বলি, বেশি করে লিখুন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সমসাময়িক সিসিবির ধারায় বলি, বেশি করে লিখুন। :grr: :grr:
না পাওয়ার আক্ষেপ আমাদের চিরকালের। তাই তো কিছু চাই না, পাবো না বলে। সুখী হতে না চাওয়ার মধ্যেই খুঁজে পাই অন্যরকম সুখ। ভালো থেকো।
অন্যের হাতে জীবনকে তুলে দিয়ে ছুটি নিলে তোমার হাতে তো এখন অনেক সময়। তাই লেখা চলুক জোরেশোরে 😉
ব্লগে স্বাগতম, লিজা ।
সাতেও নাই, পাঁচেও নাই
কবিতা দিয়ে শুরু বাহ বাহ। তবে বিষণ্ন কবিতা কেন। সানা ভাই আসলে কি যেন দিতে হবে এখনো স্বাগতম জানানো হয়নি দেখি।
শুভ লেখালেখি
মন্তব্য করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ 🙂
কবিতা বুঝি না, তবে পড়ে মনে হলো ভালই হয়েছে।
ব্লগে স্বাগতম আপু ... নিয়মিত লেখতে থাকো।
ইয়ে তোমাকে দেখি এখনো ব্লগে বরন করে নেয়া হয় নি, তাড়াতাড়ি ১০টা ফ্রন্টরোল দিয়ে দাও দেখি, আর সেটাতে সমস্যা থাকলে মোটর সাইকেল চক্কর দিতে পারো
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😮 😮
বোঝ নাই কি কইসে ? " পরাণের গহীন ভিতর " পড়লেই সব কিলিয়ার হইয়া যাব ॥
আমার মোটর সাইকেল নাই :(( :(( :((
বাইসাইকেল ই আমার ভরসা...... :(( :((
লিজা ব্লগে স্বাগতম। কবিতা হচ্ছে স্বতস্ফুর্ত অনুভুতির প্রকাশ। সে অনুভূতি প্রকাশের সুন্দর শিল্পী তুমি। অচিরেই তোমার আরো লেখা আশা করছি।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ব্লগে স্বাগতম আপু, 🙂
ভাবীপ্পু'র তরফ থেকে :teacup:
শুভ লেখালেখি 🙂
সবাই তোরে যে ভাল ভাল কথা বলসে...আমি আর কিছু কইলাম না :no:
(আসলে কেউ বুঝে নাই তোরে অলটাইম পচানির উপ্রে রাখা দরকার :chup: )
সামু,আমি না অবাকের চোটে কি কমু বুজতেসিনা :no:
🙂
আমার প্রিয় ,থুক্কু প্রানপ্রিয় রুমমেট লিজা, আমি যারপরনাই বিস্মিত, আনন্দিত এবং মুগ্ধ তোমার সুপ্ত প্রতিভার বিকাশে। :goragori: :goragori:
এদ্দিন পর পচানির আরো একটা আইটেম পাইলাম :)) :))
::salute:: ::salute:: ::salute::