চাঁদনী পহর রাতে

চাঁদনী পহর নিঝুম রাতে আজি
সঙ্গী তুমি হও যদি আজ রাজি
যাবো মোরা দূর মধুবনে
বসবো আমি বিভোর তোমার সনে
গাইবো আমি গলা ছেড়ে গান
শোনো তুমি খোলে তোমার প্রাণ
রাত্রি জেগে কতো গল্প কবো
ভোর অবদি তোমার পাশেই রবো
পূবাকাশে সুর্য যখন জাগে
তোমায় তখন কতোই ভালো লাগে
কুসুম বাগের সদ্য ফোটা ফুলে
গুঁজে দেবো তোমার খোঁপা চুলে
এমন নিঝুম চাঁদনী পহর রাতে
যাবে কি গো তুমি আমার সাথে?

৮৯৮ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “চাঁদনী পহর রাতে”

  1. পূবাকাশে সুর্য যখন জাগে
    তোমায় তখন কতোই ভালো লাগে
    কুসুম বাগের সদ্য ফোটা ফুলে
    গুঁজে দেবো তোমার খোঁপা চুলে

    অদ্ভুত সুন্দর ভাইয়া......... 🙂

    প্রিয়তম মানুষকে দেয়া অন্যতম সেরা উপহার হতে পারে ছোট্ট এই সদ্য ফোটা ফুলটা........ পুরোপুরি একমত......

    দারুন লাগল পড়.........

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।