তোমার কাছে

তোমাকে নিয়ে কবিতা লিখি
তোমাকে নিয়ে গল্প
নিয়েছি তোমায় করে আপন
করে অল্প অল্প।

হাসো তুমি মিস্টি সুরে
কথা বলো স্বল্প
হৃদয় আমার জুড়ে আছো
জুড়ে আমার কল্প।

তোমায় আমি কেমনে বলি
তোমায় ভালোবাসি
এই জীবনে এই মরণে
তোমার কাছেই আসি।

আদর করে সোহাগ ভরে
আমায় তুমি ডেকো
থাকবো আমি তোমার কাছেই
কোথাও যাবো নাকো।

১,২৭২ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “তোমার কাছে”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।