তোমাকে নিয়ে কবিতা লিখি
তোমাকে নিয়ে গল্প
নিয়েছি তোমায় করে আপন
করে অল্প অল্প।
হাসো তুমি মিস্টি সুরে
কথা বলো স্বল্প
হৃদয় আমার জুড়ে আছো
জুড়ে আমার কল্প।
তোমায় আমি কেমনে বলি
তোমায় ভালোবাসি
এই জীবনে এই মরণে
তোমার কাছেই আসি।
আদর করে সোহাগ ভরে
আমায় তুমি ডেকো
থাকবো আমি তোমার কাছেই
কোথাও যাবো নাকো।
:)) :)) :)) :))
ভালো লাগলো মুঈদ ভাই ............
আপনার প্রেম তো দেখি জটিল .........
প্রেম করতে করতে বুইড়া হয়ে যাচ্ছি..................তোমার মতো এতো জটিল ভাষায় লিখা হয়ে ওঠে না।
মুঈদ ভাই, সুমনের গানের লিরিক্সের মত হইয়েছে কবিতাটা। দারুণ লাগলো। :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভাল্লাগছে। :awesome: :awesome: :awesome:
কবিতাগূলা কি বস অনেক ছুট বেলায় লেখা ...
রিসেন্ট লেখা হইলে চিন্তার বিষয় ... 😕
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ওই বেডা ...... প্রেমের বয়েস আছেনি কোনো ??? মনে কর, বসে আবার নতুন কইরা প্রেমে পড়সে ......
:khekz: :khekz:
আমার উপরে যেই লোকটা কমেন্ট করছে তারে কেমঞ্জানি চিনি চিনি লাগে ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
গুর গুর লাগলে বলিস ... আমি চিনি, চিনি।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কেনো, বেশী কঠিন হয়ে গেছে?
কবিতা ভালা লাগসে, বস কবিতার কি কপিরাইট আছে নাকি, নাইলে হালকা অনু মালিক স্টাইলে ....ইয়ে মানে :just: নিজের বলে চালায় দিতাম 😛
কবিতাটা ০% সুদে Loan নিতে পারো...
থ্যাংকু 😀