প্রথম যেদিন তোমার সাথে
হলো আমার দেখা
মনে মনে ডেকেছি তোমায়
ভেবে আমার সখা।
কম্পিউটারের চিঠির মাঝে
করলাম যোগাযোগ
পেলাম নাকো তোমার সাড়া
তোমার মনোযোগ।
ভার্সিটির ঐ কোরিডোরে
তোমায় আমি খুঁজি
যাবো মোরা অভিসারে
হলে তুমি রাজি।
অনেক দিন পরে ফের
তোমার দেখা পেলাম
অবাক হয়ে তোমার হাতের
ফোন নম্বরটি নিলাম।
দিন কাটলো মাস ফুরালো
নাই যে আমার পাত্তা !
ভাবলে তুমি কেমন যুবক
কেমন তাহার আত্মা ?
হঠাৎ করে উদয় হলাম
গ্রীষ্মকালীন দিনে
সকল ফেলে ছুটে গেলাম
মন মানষীর পানে।
সঙ্গ তোমার পেয়ে মনে
আঁকলাম তোমার ছবি
জেগে উঠলেন উদাস মনে
ঘুমিয়ে পড়া কবি।
তোমার প্রেমে বিভোর হয়ে
লিখি কতো পদ্য
তোমায় নিয়ে রচি কতো
ভালোবাসার গদ্য।
তোমার ছোয়াঁয় বোমা ফোটে
গায়ের এথায় সেথায়
হৃদয় মাঝে বীণা বাজে
তোমার অমন চুমায়।
তুমি আমার স্বপ্নচারিণী
তুমি কল্পসাগর
তোমার ফুলের মধু নিতে
আসবো আমি ভ্রমর।
তোমার আমার প্রেম কাহিনী
থাকবে অমর হয়ে
চাইবো তোমার পথপানে
সুহাসিনী মেয়ে।
জটিল কবিতা বস ......... তবে
এই লাইনটা দিয়ে ভয় পাওয়ায়ে দিসিলেন।
ভয় নাই, আধুনিক উপায়ে ইমেইল আর কি! আজকাল কি কেউ কাগজে চিঠি লিখে?
ভয়টা টেকনোলজী নিয়ে না, উনি কেম্নে জানলো টাইপের।
বয়েসকালে আমিও ওই রকম কিছু একটা করেছিলাম কিনা .........
ইমেইলটা সে কখনো পায়নি। সে আরেক কাহিনী।
হুমমমম ............ আমারটা পেয়েছিলো ............ সেটাও বিরাট কাহিনী ............
বস আপনার কাহিনীটা জানতে মঞ্চায় ...............
আপনার টাও জানতে মন চায় 😕
ভাইয়া, চমৎকার একটা কবিতা। :boss: :boss:
মুঈদ ভাই, কাহিনীটা জানতে মন চায় :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!