দিনবদলের আশা নিয়ে দেশের জনগণ
বঙ্গবন্ধুর জ্যোষ্ঠ কন্যা করলো নির্বাচন
নৌকা মার্কায় টিকেট নিয়ে গড়লেন মহাজোট
ম্যাডাম এসে গদি জুড়লেন পেয়ে গণ ভোট।
আশা ছিলো আগের পর্বের অভিজ্ঞতা দিয়ে
মন্ত্রিসভা গড়বেন এবার দক্ষ মানুষ নিয়ে
অতীতের সব চোর বদমাশদের ঝেড়ে মুছে ফেলে
দেশকে এবার চাঙ্গা করবেন সৎসাহসের বলে।
দুদিন যেতেই করলেন তিনি কথার বরখেলাপ
বিদেশ থেকে ফিরতে লাগলো গডফাদারদের বাপ
চারিদিকে আমলাতন্ত্রের হলো রদবদল
দলের ক্যাডার ইচ্ছামত করলো সব দখল।
ভার্সিটিতে ম্যাডাম-দলের অভ্যন্তরীণ দ্বন্দে
মেধাবি সব ছাত্রছাত্রী পড়লো ভীষণ ফাঁদে
আগের দলের চেলা-চামচা প্রাণের ভয়ে পালায়
নইলে তাদের খবর আছে, লাশ হতে কে চায়?
সদলবলে গাড়ী কিনলেন কোটি কোটি টাকায়
দেশের মানুষ পিষ্ট যখন জীবন ভারের চাকায়
গণকোষের শ্রাদ্ধ করা কেমন দুর্নীতি?
বিদ্যুৎ খাতে ভরা যেত কিছুটা ঘাটতি।
শুনেন ম্যাডাম দেশটা আপনার পৈত্রিক সম্পদ নয়
লক্ষ শহীদ, বীরাঙ্গনার রক্তের বিনিময়
সত্যিই যদি ভালোবাসেন দেশের মানুষকে
শক্ত হাতে হালটি ধরেন সুসময় থাকতে।
পারিবারিক রাজনীতিটা করেন পরিহার
গণতন্ত্র কায়েম করেন স্বচ্ছ, সত্যিকার
কথার সাথে কর্মকান্ডের সামঞ্জস্য রেখে
হিংসা বিদ্বেষ ভুলে গড়েন শান্তি দেশের বুকে।
সুষ্ঠভাবে দ্রুত সারেন গণহত্যার বিচার
বিশ্বাসঘাতক আলবদরদের পরান ফাঁসির হার
তা না হলে একাত্তুরের স্বাধীনতার ফল
রক্তমাখা রইবে পড়ে, ঝরবে চোখের জল।
(০৪/০৪/২০০৯)
:boss: :boss: :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:boss: :tuski:যাক ভাইয়া আপনি কুমিল্লার কবিতার তালিকা সমৃদ্ধ করে তুলছেন। ওই রকিব :teacup: দে
আমিও কবিতা লেখপো :(( :((
:just: পাইরেটেড ফ্রম মাস্ফ্যু ভাই :grr:
😀
সিসিবিতে ইনটেকের সময় তোমারে কি আমি :frontroll: দেওয়ার কথা কইছিলাম? আমার যা ভুলো মন! যদি না কইয়া থাকি ভুইল্যা যাও। :frontroll: দেওন লাগবো না। যা একখান লিখছো!!
তোমার জন্য পুরস্কার, রকিবের সোনায় বান্ধানো (মাস্ফ্যু বান্ধাইয়া দিছে!!) চায়ের দোকানের এককাপ গরম গরম :teacup: । রকিব, মিলিওনিয়ার ভাইয়া, মুঈদরে আমার পক্ষ থেইক্কা :teacup: দাও।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই, আপনার ভাল লেগেছে জেনে এই দিলাম :frontroll:
মুইদ ভাই,অসাধারণ! :salute: :salute: :salute: :salute:
:just: জটিল... :salute:
আমাদের 'আপা' জননেত্রী শেখ হাসিনাকে 'ম্যাডাম' বলার তীব্র প্রতিবাদ জানাই। 😉 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
দুইজন তো আপা আর ম্যাডামের মুখোশ পইড়া থাকে। কিন্তু কোনো পার্থক্য নাই!! দিন বদলাইতাছেরে ভাই.........................
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই,দিন বদলাইবোনা কোনদিনো যদি না মানুষ না বদলায়,আমাদের জাতীয় চরিত্রই কলুষিত।
আমরা কি আসলেই কোনোদিন বদলাবো!! চোর-চোট্টারা সব এক হইয়া বলতাছে হাসান মশহুদের বলে বিচার করবো! এসব সহ্য করাটাও কষ্টকর হচ্ছে।
This is too much.............
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
খবরটা দেইখাই সেইদিন খুব খারাপ লাগছিল।
আজকের প্রথম আলোর ছবিটা এক্কেবারে পারফেক্ট হয়েছে।
ঠিক করসি নেক্সট ইলেকশনে আওয়ামীলীগ বিএনপি দুই মার্কার উপরেই থুথু মাইরা ভাঁজ কইরা ব্যালট বাক্সে ঢুকায়া দিয়া আসমু।
সাতেও নাই, পাঁচেও নাই
:thumbup: :thumbup: :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
থুতু? এইডা তো বোহুত ভাল জিনিস। আরো খারাপ্কিছুক্রঞ্জায়না?
:thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
একদম যোশিলা কইসো !!
অসাধারন। দেশের পরিস্থিতি সম্পর্কে এর চেয়ে ভালো কবিতা লেখা যায় না বোধহয়। :boss: :boss:
:clap: :clap:
:salute:
:hatsoff: :hatsoff: