বৃষ্টি পড়ে টুপূর টাপুর
সঙ্গী আমার মিষ্টি মধুর
ছাতার নিচে দারুণ বাহার
দিচ্ছি চুমু ঠোঁটে তাহার।
ক্লাশের সময় হচ্ছে যে পার
নেই যে কোনো তাড়া আমার
বলি আমি হোকনা দেরি
চুমোয় চুমোয় মনটা ভরি।
বাসের স্টপে হঠাৎ দেখি
বাস এসেছে বাড়ীমুখী
সঙ্গী বলে চলি এবার
চুমু দেবো কালকে আবার।
(৩১/১০/১৯৯৬)
শেষমেশ :just: চুমু-র লেখাতে প্রথম!!!!!!!!!
আমি আবারও রাহুল দ্রাবিড়-এর ব্যান চাই!!!!!!
অফ টপিকঃ বউ জানলে :just: খবর আছে!!!
অন টপিকঃ লেখাটা সেরাম হইছে!!
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
মুঈদ ভাই, :just: প্রথম এসে-ই ঝাটিড় ভাছছা ভাছছা পুলাপাইন-রে :just: নস্টাল...করার ঝঈন্যে আপনারও............চাই!!!!!!!!!!!!!!!!!!! 😛 😛 😛
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ভাবতাছি...মাস্ফ্যুর কাছ থেকে :just: ৯৯ বছরের জন্যে :just: লোগোটার স্বত্ত্ব :just: লীজ নিবো
অন টপিকঃ :just: ফ্রী!!!!!!!!!!!!!!!!!!!! :just: অমুল্য হিসাবে!!
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
আমি আবার কি করলাম, আজ কালকার পুলাপাইন আরও বহুত 'শিয়ানা'।
:boss: :boss:
বউ জানলে মানে? :just: তাকে নিয়েই এই কবিতা লেখা। 😀
🙁 😮
আরে বড়দের পোষ্টে ঢুক্লাম কেমনে 😀 যাই হোক অনেক জ্ঞান লাভ হইল 😛
মানুষ তার স্বপ্নের সমান বড়
বাচতে হলে শিখতে হবে।
আমিও ......... না মানে কিছু না :shy: ।
চুমু (কবিতাটা) ভালো হয়েছে ভাইয়া।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এই পিচ্চি দেখি বরই পাজি...। =))
পিচ্চি 😮 😮 ? কই?? আমি তো কুন পিচকি পোলাপাইন দেখি না 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মুইদ ভাই,খালি ঠোটেই নাকি আরও কোথাও.........।।জ়টিল হইসে :)) :))
আরে মিয়া ফাজিল ! এত কিছু জানতে চাও কেন? :chup:
এলিজিবল ব্যাচেলর,এক্টু শিখন লাগব না............... =)) =))
এলিজিবল ব্যাচেলর
:khekz: :khekz:
=)) =)) =)) 😀
চমেৎকার কবিতা।
:hatsoff:
অসাধারণ!
এ তো দেখি জীবন থেকে নেয়া :))
😐 😐
খুবই ভালো লাগল।
মুঈদ ভাই,
আজ থেকে ১৩ বছর আগে যে আপনি এত বড় কবি হইসিলেন এইটা ভাইবাই খুসি লাগতাসে।আর কবিতাটা............ :just: :awesome:
ইদানিং ব্লগে দেখি চুমাচুমি শুরু হইছে 😛
নাউজুবিল্লাহ! লগ ইন করলেই আমার অযু নষ্ট হইয়া যায় :grr:
রায়হান কই গেলি? আমার অযুর বদনাডা দে 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =))
বৌ-কে চুমু দিলে অজু ভাঙ্গে না শুনেছি। 😀
কামরুল ভাই এখনো বিয়ে করে নায় 😉 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
ক্যান? মুঈদ ভাই কি বলছে নাকি যে শুধু নিজের বউকেই দিতে হবে ? 😉 😉 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😮 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:thumbup: :thumbup: :thumbup:
😮 😮
কবিতা সুন্দর হইছে ভাইয়া।
লাস্ট দুই লাইন পছন্দ হইছে...
ডেইলি একটা কইরা 😉 😉
অফ টপিকঃ ভাইয়া কি কোন মোবাইল কোম্পানিতে আছেন? 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি সিভিল ইঞ্জিনিয়ারিং -এ...গড়ি আর ভাঙ্গি। 🙂
মুবাইল ভাইঙ্গা কি লাভ? 😕 😕
😀 😀
মজা পাইসি...। :khekz:
আমিও তোমার ডিস্পলে নেম দেইখা মজা পাইছি 😉 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কার হৃদয়ের রাজপুত্র 😡 ??
তাজোয়ার...পিসিসি ... আর কমু না।
আহ কি সুন্দর :dreamy:
খালি খাইতে মন চায় :shy:
বেদ্দপ পোলা। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
--খুব মজা পেলাম। তবে ভাইআ, এই রকম নিরিবিলি বাস সটোপ ঢাকায় কোথায় আ ছে বলবেন !! ঢাকায় যেখানেই যেতাম শুধু দেখতাম মানুষ আর মানুষ. 😕
ডরাইছিলাম! যাক চুমুতেই শেষ! আর আগাইয়ো না ভাইডি আমার। :just: :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
খুব মাস্তির কবিতা,চিন্তা করতেই মনে হয় লাইফ এ কি মিসটা করছি 🙂
এই তুমি কোন সালেকীন , প্রথমে ভাবছিলাম তোমারে চিনি এই জন্য সাথে সাথে কমেন্টাইতে আসলাম পরে দেখি চেনার তো কথা না, তোমাদের সিনিয়র একটা সালেকীন ছিল না?
তুমি এখন কোথায় আছ ভাইয়া।
ওহহ ওর নাম মনে হয় ছিল সালেহীন। ভুল করছি।
হা ভাই আমাদের তিন ক্লাস সিনিয়র ১জন আছেন সালেহীন,আপনার জুনিয়র, ভাইয়া এখন কই আছে আমি জানি না 🙁
সালেহীন আইইউটিতে পড়ে।
amio chumu khapo :((
আস্তাগফিরুল্লাহ...।। আমি অন্য দিকে তাকায় থাকি 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:shy: :shy: :shy:
ভাইয়া কলেজ়ে তো ট্রেডিশন ছিল, ;;) কোন কিছু খাওয়ার সময় জুনিয়র ক্যাডেট আগে নেয়, সিনিয়র পরে। 😉 তো নিয়মটা এইখানেও বলবৎ রাখা যায় না :shy: ??
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
Canaday blond hottie der ashe pashe thaila se ki ar baki rakhsish naki?Allah e janey ar ki ki korsos(naujubillah...) x-( x-(
oi chaa de...
ভোর বেলা উইঠাই ব্লগে হামলা :gulli2: :gulli2: !!!
সত্য কথা বলতেছে, সামনে দিয়া কোন ছুট-খাটো, ছিড়া-ফাড়া কাপড় পড়া মেয়েদের দেখলেই আমি লজ্জায় :-B চোখ বন্ধ করে ফেলি, আর আপনি আমার নামে এই অপবাদ দিতেছেন :bash: :bash:।
মানীর মান আল্লাহ রাখেন B-)
নেন সকাল সকাল এক কাপ গরম :teacup: খান।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:-B :-B
বাংলাদেশের মতন কানাডায় character certificate দিলে নিয়া আসিস তো... দেখুম তোরে হেরা কী কয়। আমাদের তো বুঝ দিয়া ছাইরা দিলি 😕