কেনো আমার এমন হলো
কেনো আমি পদ্য লিখে হতে গেলাম ব্যর্থ কবি
কেনো আমি শিল্পি হয়ে এঁকে গেলাম রঙ্গিন ছবি
জানতাম যদি আঁকলে ছবি ছুড়বে গালি অপবাদে
গুটিয়ে নিতাম হাতটি আমার স্বার্থপরের অপরাধে।
ভালোবাসা এমন কেনো, মনের মাঝে বাড়ায় অসুখ
ভেবেছিলাম প্রেমিক হলে ঘুঁচে যাবে মনের সব দুখ
তাহলে কি রইবো পড়ে হয়ে আমি ব্যর্থ প্রেমিক
যাবো হেঁটে বন্ধুর পথে হয়ে শুধু একা পথিক।
যারে আমি আপন হতে নিয়েছি করে আপন অতি
সেই আমারে কষে চড়ায়, বুকের মাঝে মারে লাথি
কেনো আমি ভালোবেসে হতে গেলাম আত্মহারা
ভালোবেসেছিলাম যারে করলো আমায় সর্বহারা।
(১৩/১১/১৯৯৬)
:grr: :grr:
ব্যাপার কি কেও সেকেন্ড হওয়ার টেরাই নেয় না কেন 😕
মানুষ তার স্বপ্নের সমান বড়
:(( :(( :((
কবিতাটির সাথে আমি একমত নই...... ভালবাসলে বিনিময় আশা করা ঠিক না.....
তবে ভাল লেগেছে কবিতা টা..... 🙂
ঐটা থিওরি... :-B
প্রাকটিক্যালি বড়ই কঠিন...তবে অসম্ভব না হয়ত... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস আপ্নেরে লেইট স্বাগতম জানাই... :salute:
নিয়মিত লেখা দিতে থাকুন... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বড়ই সৌন্দর্য :clap: :clap: