কেনো আমার এমন হলো

কেনো আমার এমন হলো

কেনো আমি পদ্য লিখে হতে গেলাম ব্যর্থ কবি
কেনো আমি শিল্পি হয়ে এঁকে গেলাম রঙ্গিন ছবি
জানতাম যদি আঁকলে ছবি ছুড়বে গালি অপবাদে
গুটিয়ে নিতাম হাতটি আমার স্বার্থপরের অপরাধে।

ভালোবাসা এমন কেনো, মনের মাঝে বাড়ায় অসুখ
ভেবেছিলাম প্রেমিক হলে ঘুঁচে যাবে মনের সব দুখ
তাহলে কি রইবো পড়ে হয়ে আমি ব্যর্থ প্রেমিক
যাবো হেঁটে বন্ধুর পথে হয়ে শুধু একা পথিক।

যারে আমি আপন হতে নিয়েছি করে আপন অতি
সেই আমারে কষে চড়ায়, বুকের মাঝে মারে লাথি
কেনো আমি ভালোবেসে হতে গেলাম আত্মহারা
ভালোবেসেছিলাম যারে করলো আমায় সর্বহারা।

(১৩/১১/১৯৯৬)

৮৭৪ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “কেনো আমার এমন হলো”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।