হৃদয়ে বাজো তুমি
জীবন্ত উষ্ণ এক শিল্পিত সুরে
আমার ক্রমক্ষয়মান অর্ধশতাব্দীর
প্রতিটি ক্ষণে ক্ষণে;
বাজো তুমি হৃদয়ের প্রতিটি স্পন্দনে
ফুসফুসের প্রতিটি শ্বাসে প্রশ্বাসে।
কল্পলোকের প্রতিটি গানে বাজো তুমি
মনের প্রতিটি কোণে কোণে,
বাজো তুমি পুষ্পকোমাল পায়ের নূপুরে
রংধনু রাঙ্গা ফুলের বাগানে;
হৃদয়ে বাজো তুমি
গোধূলি পার্কে নিবিড় আলিঙ্গনে
রাজধানীর ফ্ল্যাটের অনুগ্র বাহুবন্ধনে
কম্পিত চুম্বনে,
হৃদয়ে বড়ই বাজো তুমি।
(১৪/০১/১৯৯৬)
১ ম :grr: :grr:
চমৎকার কবিতা মুঈদ ভাই ...... :hatsoff: :hatsoff:
তুহিন শুনো......আমিই প্রথম হতাম।লিখতে দেরি হল তাই comments না লিখেই send করলাম।নইলে ২ অ হতে পারবনা। 😀
আহারে কাঁদে না মা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ যা করে ভালর জন্যই করে। :-B :-B :-B :grr: :grr: :grr:
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
মুঈদ ভাই,কবিতা পড়ে লিখতে গিয়ে দেখলাম আমিই প্রথম...।।কিন্তু ...।যাই হোক খুব সুন্দর হইছে। :clap:
কথা বুঝতে পারতাসি 😀
আমি কবিতা কম বুঝি ভাই।
তাও কেন জানি কবিতা দেখলেই পড়তে চাই।এক দম যে বুঝিনা তাও না...
এক কালে আমিও কবিতা লিখতাম।কাওউরে বইলেন্না কিন্তু?হিহিহিহিহ
আপু এককালে লেখা সেই কবিতার কয়েকটা দিয়ে দেন না এখানে 😀 😀 😀
:thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ধন্যবাদ। আমিও এক কালে লিখতাম।
তোমার সেইকালের কবিতাগুলো প্রচার করে দাও। এখনতো তা আর লুকিয়ে নেই।
কবিতা ভালো লাগলো মুঈদ। :clap:
আমার সমসাময়িক কেউ একজন এসেছে দেখে
একটু ভরসা পাচ্ছি। 🙂
ডাকো না এখানে তোমার আর সব ব্যাচমেট আর সিনিয়রদের!
নিয়মিত এসো এখানে,
নিয়মিত লিখো প্লিজ।
নূপুর ভাই, আপনার মত এবং আরও অনেকের সুন্দর মন্তব্যে উৎসাহ পাচ্ছি। আমি গত এক দশকে কোন কবিতা লিখিনি এবং এই পুরাতন লেখাগুলোও আর কাউকে পড়তেও দেইনি। তবে আবার কলম ধরার সাহস করবো।
সিসিবি আমি মাত্র কদিন আগে আবিষ্কার করেছি। আক্ষেপ হয় যদি আরও আগে জানতাম। এখানে খুব ভালো ভালো লেখক আছেন।
আমার সহপাঠী বা বড় ভাইয়েরা এখন কে কোথায় আছেন বলা মুশকিল। তবে ACOC FORUM -এ তাদের আমন্ত্রণ জানাবো।
সিসিবিতে স্বাগতম মুঈদ ভাই, চমৎকার এরকম কবিতা দিয়ে আমাদের কবিতার ভান্ডার আরো সমৃদ্ধ করবেন নিয়িমিত, এই অনুরোধ :hatsoff:
সংসারে প্রবল বৈরাগ্য!
চমৎকার একটি কবিতা। ভাই :boss: :boss: :salute: