(অনেক আগের লেখা একটা কবিতা। যতদুর মনে পড়ছে, দেশে তখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল।
এই জালস্থানে এটা আমার প্রথম লেখা। আশা করি কেউ মনে কষ্ট পাবেন না।)
মুক্ত আকাশ স্নিগ্ধ বাতাস
স্বাদু জলের নদী
সবুজ পাতা তৃণলতা
বলতো আমার দিদি।
গোয়াল ভরা গরু ছিলো
গোলা ভরা ধান
পুকুর ভরা রুই কাতলা
গলা ভরা গান।
রহিম মাঝির ভাটিয়ালি
শুক্ত হাতের হাল
জেলে বৌয়ের হাতে বুনা
মাছ ধরার জাল।
খোকার গায়ের রঙ্গিন জামা
খুকীর গলায় মালা
ধুমে ধামে কাটতো বেশ
পৌষ পাবনের মেলা।
গ্রামে গঞ্জে শান্তি ছিলো
ছিলো মনে সুখ
মাথা ব্যথা শত হলেও
ছিলো নাকো দুখ।
আজকাল দেশে চলে সদা
নেতা নেত্রীর লড়াই
কথার কারো নেই ঠিকানা
বাহাদুরি আর লড়াই।
গদি নিয়ে কাড়াকাড়ি
ভোট নিয়ে খুন
সুস্থ মাথায় অস্ত্রপাচার
কাঁটা ঘায়ে নূন।
শিক্ষাঙ্গনে অরাজকতা
সন্ত্রাসবাদী ঘাটি
আমলাতন্ত্র মন্ত্রীসভায়
সন্দেহজনক জুটি।
ঘুষের জোরে চলে বহু
অফিস আদালত
বসের উপর খাটায় না কেউ
নিজের মতামত।
যুবক সমাজ চাকরি বিহীন
হতাশ মনে ঘুরে
অভাবে তার স্বভাব নষ্ট
বদলে গেছে চোর-এ।
এমন সোনার দেশটি মোদের
লক্ষ প্রাণের ত্যাগ
তন্দ্রা থেকে জাগিয়ে তোলো
আন্দোলনের বেগ।
:hatsoff: :hatsoff: :hatsoff:
চমৎকার মুয়ীদ ভাই (নামের বানানটি ভুল হলে ক্ষমা করবেন, ইংরেজি থেকে বাংলায় অনুমান করা কঠিন!)। সহজ ভাষায় সরল সত্যের প্রকাশটা ভাল লাগলো। এইখানে আপনার আরো লেখা আশা করছি সামনে! :clap:
স্বাগতম ভাইয়া।
সুন্দর কবিতা।
প্রোফাইলটা বাংলায় পূরন করে দিন না কষ্ট করে। নামটাও। দেখতে সুন্দর লাগে। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সদ্য় মন্তব্যের জন্যে ধন্যবাদ সবাইকে।
নতুন নতুন বাংলা কী-বোর্ড ব্যবহার করছি তাই প্রথম প্রথম একটু ভুল ভ্রান্তি হচ্ছে।
লগ ইন নামটা কি বাংলায় পরিবর্তন করা যাবে?
লগইন নাম ইংরেজীতেই রাখুন, শুধু ডিসপ্লে (জনসম্মুখে প্রদর্শিত) নামটা বাংলা করে দিন, তাইলেই হবে।
মুঈদ ভাই, আপনার নামে আমাদের একটা ফ্রেন্ড আছে। 😀 😀 😀
তুহিন ভাই, আপনার নামে আমার একটা কাজিন আছে। 😀 😀 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব তোর নামে আমার একটা জুনিয়র আছে :grr: :grr:
:salute: :salute: :salute:
প্রথমেই একটা লম্বা :salute:
এরপর...একটু ওয়েট করেন এক্ষনি :teacup: আইতেছে , অই রকিব ১ম ব্লগের ১ম ইস্পিশাল চা টা নিয়া আয় 😡
এখন আরাম কইরা বসেন আর লেখা ছারতে থাকেন :boss:
কিছু লাগলে খালি কইয়েন
😀 ব্যাপক কবিতা , খুবি ভাল্লাগসে :boss:
ভাইয়া, দারুণ কবিতা :boss: :boss:
আপনার জন্য চা :teacup: :teacup: :teacup: । বিল দেয়া লাগবে না 😀 ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
লাবলু ভাই চইলা আসার আগেই তাড়াতাড়ি ১০টা :frontroll: দিয়া ফালান।
সিনিয়রকে :frontroll: বলার অপরাধে আমি কিয়ামত পর্যন্ত :frontroll: দিলাম
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: কিয়ামত
(কপিরাইটঃ রকিব)
😮 😮
আমি কিতা করলাম !!!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:clap:
খুবই সত্য একটা কবিতা। সত্যের সৌন্দর্য এই কবিতায় প্রকট। :clap: :clap: :clap: