চার বছর আগে

২০০১ সালে
আজ থেকে ঠিক চার বছর আগে
সময়টা ঠিক জানা নেই
দুপুর না বিকেল মনে নেই
সবকিছুই অস্পষ্ট; কেমন জানি ভাসা ভাসা
তবুও সব অস্পষ্টতা ছাড়িয়ে
ভাসা ভাসা সবকিছুর মাঝেই
একটি ছবি খুব স্পষ্ট হয়েই ভেসে আসে
চশমা পড়া একটি মেয়ের সাধারণ একটা ছবি।
কিন্তু সে সাধারণ ছবিটি
ক্রমে ক্রমে অসাধারণ হয়ে উঠল
আমার মনের ভেতর
কেন জানা নেই… কোন মানে নেই…
দেখতে দেখতে চার বছর কেটে গেল
খুব তাড়াতাড়ি
২০০৫ সাল
ছবিটা বদলায়নি, রংগুলি ধুয়ে মুছে যায় নি
ধূসরতা জন্মে নি এতটুকু
আর চশমাটা
চশমাটা ঠিক সেভাবেই আছে যেভাবে সে পড়ত
আজ থেকে ঠিক চার বছর আগে
২০০১ সালে।

(কবিতাটা ২০০৫ সালে লেখা)

১,২৪৫ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “চার বছর আগে”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।