২০০১ সালে
আজ থেকে ঠিক চার বছর আগে
সময়টা ঠিক জানা নেই
দুপুর না বিকেল মনে নেই
সবকিছুই অস্পষ্ট; কেমন জানি ভাসা ভাসা
তবুও সব অস্পষ্টতা ছাড়িয়ে
ভাসা ভাসা সবকিছুর মাঝেই
একটি ছবি খুব স্পষ্ট হয়েই ভেসে আসে
চশমা পড়া একটি মেয়ের সাধারণ একটা ছবি।
কিন্তু সে সাধারণ ছবিটি
ক্রমে ক্রমে অসাধারণ হয়ে উঠল
আমার মনের ভেতর
কেন জানা নেই… কোন মানে নেই…
দেখতে দেখতে চার বছর কেটে গেল
খুব তাড়াতাড়ি
২০০৫ সাল
ছবিটা বদলায়নি, রংগুলি ধুয়ে মুছে যায় নি
ধূসরতা জন্মে নি এতটুকু
আর চশমাটা
চশমাটা ঠিক সেভাবেই আছে যেভাবে সে পড়ত
আজ থেকে ঠিক চার বছর আগে
২০০১ সালে।
(কবিতাটা ২০০৫ সালে লেখা)
১ম :awesome: :awesome:
২য় B-)
আহ-হারে, অসাধারন, 😡 😡 তার কথা মনে পড়ে গেল। :dreamy: :dreamy:
অভিনন্দন :clap: :clap: :clap: :clap: (আশা করি, যা বুঝেছি ঠিক বুঝেছি)
ভালো কথা ......... সুন্দর লিখেছো কবিতাটা ...... :clap: :clap: :hatsoff: :hatsoff:
২০০৫ থেকে ২০০৯ চার বছর 😛
তাই এইবার পরের কাহিনি জানতে চাই 😀
আর লেখা ভাল লাগছে :hatsoff:
মানুষ তার স্বপ্নের সমান বড়
পরে আর কি-সিস্টেম 😛
কবিতাটা ভালা পাইছি। :boss: :boss:
কবে যে এভাবে বলতে পারবো :dreamy: :dreamy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দারুণ :boss:
সবাইকে অসংখ্য ধন্যবাদ...
ছোট পোলাপানের নস্ট করার চেস্টা :grr:
এইটা দেখি বাচ্চা কাল থেকে ......।। 😀
লেখাটা সুন্দর হইসে......। :clap:
আমারো কি জানি মনে পরে গেল............ :shy: ।
আমার কাছে কবিতার সেরা অংশ ...
🙂 🙂