অস্কার প্রেডিকশন

অনেকেই বলেন, ডিরেক্টর্‌স গিল্ড অফ অ্যামেরিকা অ্যাওয়ার্ড যে পায় অস্কারও সে পায়। গত বেশ কয় বছর ধরেই এই নিয়ম খাটছে। গত বছর “নো কান্ট্রি ফর ওল্ড মেন” সিনেমার জন্য জোল কোয়েন এবং ইথান কোয়েনকে সেরা পরিচালকের পুরস্কার দেয়া হয়েছিল। অস্কারও এই দুই ভাই পেয়েছিলেন। আসলে ১৯৪৮ সালে এই পুরস্কার প্রদান শুরু হওয়ার পরে মাত্র ৬ বার এই পুরস্কারের সাথে “সেরা পরিচালক হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড” মিলেনি। এবার “Directors Guild of America” এরই মধ্যে মনোনয়ন দিয়ে দিয়েছে। তাদের এই পুরস্কারের নাম “Directors Guild of America Award for Outstanding Directorial Achievement in Motion Pictures”

ডিরেক্টর্‌স গিল্ড অফ অ্যামেরিকা ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই পুরস্কার কে পাচ্ছে তার উপরই চূড়ান্ত অষ্কার অনেকটা নির্ভর করে। গিল্ডের পুরস্কার ঘোষিত হওয়ার আগেই চলুন আমরা একটা ভোটাভোটি করে ফেলি। নিচের পাঁচটি সিনেমার কোনটি ডিরেক্টর্‌স গিল্ড অ্যাওয়ার্ড পাবে বলে মনে করেন? আগেই বলে নেই, ৩১শে জানুয়ারি লস এঞ্জেলেসের হায়াট সেঞ্চুরি প্লাজা হোটেলে ৬১ তম বার্ষিক “ডিজিএ অ্যাওয়ার্ড ডিনার” অনুষ্ঠিত হবে। সেদিনই পুরস্কার ঘোষণা করা হবে। তাহলে শুরু হোক ভোটাভোটি:

[poll id=”7″]

আমি নিজেও সবগুলো সিনেমা দেখিনি। কিন্তু মানুষজনের কাছ থেকে শুনে অনেক কিছুই বোঝা যায়। নেটে ঘাটাঘাটি করেও অনেক কিছু জানা সম্ভব। তাই সিনেমা সব না দেখলেও সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ করছি। যা মনে হচ্ছে তা-ই দিয়ে দিন না, কি আছে জীবনে!
ডিরেক্টরদের অধিকাংশ মানুষই চেনে না। কারণ তারা সেলিব্রিটিদের মত ঘন ঘন জনসমক্ষে আসেন না। চিনিয়ে দেয়ার জন্য এই পাঁচ পরিচালকের ছবি দিয়ে দিচ্ছি। সাথে প্রতি ডিরেক্টরের বিখ্যাত সিনেমার নাম দিচ্ছি যেগুলো হয়ত অনেকেই দেখেছেন:

ড্যানি বয়েল (২৮ ডেইস লেটার, সানশাইন)

ড্যানি বয়েল (২৮ ডেইস লেটার, সানশাইন)

ডেভিড ফিঞ্চার (সেভেন, ফাইট ক্লাব)

ডেভিড ফিঞ্চার (সেভেন, ফাইট ক্লাব)

রন হাওয়ার্ড (আ বিউটিফুল মাইন্ড, অ্যাপোলো ১৩)

রন হাওয়ার্ড (আ বিউটিফুল মাইন্ড, অ্যাপোলো ১৩)

ক্রিস্টোফার নোলান (মেমেন্টো, দ্য প্রেস্টিজ)

ক্রিস্টোফার নোলান (মেমেন্টো, দ্য প্রেস্টিজ)

গাস ভ্যান স্যান্ট (এলিফ্যান্ট, গুড উইল হান্টিং)

গাস ভ্যান স্যান্ট (এলিফ্যান্ট, গুড উইল হান্টিং)

১৩ টি মন্তব্য : “অস্কার প্রেডিকশন”

    • মুহাম্মদ (৯৯-০৫)

      আমি দ্বিতীয়। ভোট দেয়ায় ও দ্বিতীয়। চোখ বন্ধ কইরা ডার্ক নাইটরে দিয়া দিলাম। নোলানরে আমি খুব ভালা পাই.. কিচ্ছু করার নাই।
      তবে মনে হয়, নোলানকে দেয়া হবে না। মিল্ক এর একটা ভাল চান্স আছে। কিন্তু আমি ডার্ক নাইটেরই পক্ষে।

      জবাব দিন
  1. সবগুলি সিনেমা আমিও দেখি নাই তবে লোকমুখে আর ইন্টারনেট ঘেটে যা দেখলাম, তাতে ডেভিড ফিঞ্চার (দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন) এর সম্ভাবনা বেশি মনে হচ্ছে।

    এটা কি ডিরেক্টর্‌স গিল্ড এর ফাইনাল মনোনয়ন? অস্কারের জন্যে আরো কিছু ছবি/পরিচালকের নাম কানাঘুষায় শোনা যাবে বলে আমার মনে হয়। উপরে যাদের নাম দিয়েছো তারা ছাড়াও আরো কয়েকজন অস্কার মনোনয়োনে আসতে পারে।
    বাজ ল্যুরম্যান- Australia,
    স্টিভেন সোডারবার্গ -The Argentine
    স্যাম ম্যান্ডেলস- Revolutionary Road
    কারলি কাউফম্যান- Synecdoche, New York

    আচ্ছা এক কাজ করলে কেমন হয়, খালি একটা ক্যাটাগরীতে ভোটাভোটি না করে Best Picture, Best Director, Best Actor, Best Actress, Best Supporting Actor, Best Supporting Actress এই ছয়টাতে ভোটাভোটি করি। সবার সব নাম জানতে হবে না। প্রাথমিক ভাবে কিছু নাম তুমি এড করো। পরে কমেন্টে বাকিরা যে যার পছন্দ মতো নাম যোগ করবে এবং মতামত দেবে।

    এতে লাভ হবে অনেক ভালো ছবির নাম পাওয়া যাবে। অনেক মতামত আসবে। সিসিবির ফিল্ম বিষয়ক আর্কাইভ আরো সম্বৃদ্ব হবে।

    জবাব দিন
    • মুহাম্মদ (৯৯-০৫)

      হ্যা, এটা ডিরেক্টর্‌স গিল্ডের ফাইনাল মনোনয়ন। ৩১ তারিখ রেজাল্ট দিবে। আর ওরা সেরা পরিচালক ছাড়া অন্য কোন ক্যাটাগরিতে পুরস্কার দেয় না। ২২শে জানুয়ারি অস্কার মনোনয়ন দিবে। তখন প্রতি ক্যাটাগরিতে আলাদা আলাদা ভোটাভোটির ব্যবস্থা করা যাবে।

      জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    প্রায় ছয়'শর উপর ডিভিডি কালেকশান লইয়া খুব ভাবে ছিলাম এতদিন ... কেউ রুমে আইলেই জোর কইরা দেখাইতাম। ভাব নিতাম আমি খুব মুভিবোদ্ধা। এখন দেখি অনেক পিছায়া আছি। ৫টার একটাও দেখি নাই।
    মুহাম্মদ, আমার আঁতে ঘা দেয়ার শাস্তি স্বরুপ দেশে আসিবা মাত্র এই ৫টা মুভি সাপ্লাই দেওয়ার দন্ড দিলাম তোরে। 😀


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।