মরেছো তো আত্মহত্যায়।

মরেছো তো আত্মহত্যায়
‌মো ও খা ও।

ভালোবাসার সীমানায়
দুরত্ব দানা বেধে‌ছে জীব‌নের আঙিনায়,
ব‌ুঝে না বু‌ঝে, কা‌জে অকা‌জে,
প্র‌য়োজন‌ে অপ্র‌য়োজ‌নে, সময় অসময়
হয়‌তো ম‌নে প‌ড়েনি আর
কখ‌নো আমায়।।

‌সেই পা‌শে ব‌সে থাকা উচাটন মন
উদাসী ভে‌সে নীলাম্বরী ডানায়
বাকহীন শব্দ বিহীন ভাষায়
মন চে‌’তো টে‌নে নি‌তে বু‌কে উষ্ণতায়,
সত্যি মি‌থ্যের ছলাক‌লে
‌দেখা হ‌তো প‌থে, সন্ধায় রা‌তে
কারণ অকারণ সব সমীকরন
সাগ‌রে ঢেউ বিছা‌ড়ি পড়‌তো কূ‌লে
শীতল সমীরন‌ে সুখ ‌ছিল শুধু মর্ম‌রে,
স‌ারা দেহ‌ে মন উঠ‌তে যে দু‌লে
তখন সমস্ত পৃ‌থিবীটা ভু‌লে
‌ভে‌বে‌ছি নিগুঢ় প্রে‌মে‌র অত‌লে
আমিহীনা তোর কেউ ছি‌লো না কেউ
এই ধরাধা‌মে অমর্ত্যমন্ড‌লে।

আজ অবস‌রে ম‌নে পড়‌ে
কত কথা কা‌ছে আসার
বা দু‌রে স‌রে যাবার।
‌তোর সা‌থে প‌রিচয় নিছক নয়
‌জো‌ড়ে টে‌নে ধ‌রে হিচ‌ড়ে কাদায়
কত বড় বিষ্ময়
বা‌লিকার সাহস ‌ছিল উদ্ধ্যত বু‌কে
‌দে‌হের যৈবণে লাব‌ণ্যে
ডে‌কে‌ ঈশারায়
সমস্ত প্রণ‌মি দি‌লো উজা‌ড়ি ঢে‌লে
এমন ভা‌লো‌বেসে
বিসর্জণ দেইনা সবাই।

বা‌সি‌লে ভ‌া‌লো ভা‌লোবা‌সি‌লে না
ডা‌কি‌লে কা‌ছে কা‌ছে আসি‌লে না
ব‌সি‌লে পা‌শে পা‌শে হা‌শি‌লে না
জড়া‌লে বু‌কে বু‌কে রা‌খি‌লে না
এমন নির্দয়া প্রেম কখ‌নো
ম‌নে রা‌খেনা সবাই।

হঠাৎ এই সব পু‌রোনো বাক্সের ঝা‌পি
কেন খু‌লে গেল জা‌নিনা।
ভা‌লোবাসা বা‌সি হয় মানিনা।
হয়‌তো আমি বল‌লে কথা
এখ‌নো ম‌নের আগল খু‌লে যায়,
হয়‌তো তু‌মি দেখা দি‌লে
এখ‌নো প্রত্যাশা ডানা মে‌লে দাড়ায়,
হয়‌তো নিশ‌ি‌থে জেৎস্না রা‌তে
বু‌কের ভিত‌রে ওম জাগে ভালবাসায়।

আস্তি‌নে রেখ‌েছো ছোড়া
মরে‌ছো তো বহুআ‌গে আত্মহত্যায়।

ঢাকা। ২৮শে ফেব্রুয়া‌রি ২০২০।

১টি মন্তব্য “মরেছো তো আত্মহত্যায়।”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।