কেটে গেছে দিন বকুল তলে খেলে মার্বেল গুটি
স্কুল ফেলে ডাংগুলি পিটে অমনি হয়েছে ছুটি,
ভাবিনি আকাশ ছুতে হবে বাড়িয়ে হাত চাদে
মাটিতে ছিল দৌড়ঝাপ উঠিনি দালানের ছাদে।
ছিল দিন সাদামাঠা সকালে সুরুজ রাত্রিতে চাদ
মাঠভরা ধান পুকুরের মাছ ব্যাঞ্জনে অমৃত স্বাদ,
নদীতে নেয়ে শিখেছি সাতার গুলটিতে শিকার
মগডালে উঠে আম পারা নাও বেয়ে নদী পাড়।
কাটলো দিন হেলে ফেলে এখনো তেমনি বেভুল
হয়নি মাপজোক শেখা জ্বী’ভর পালিয়েছি ইস্কুল,
কত জমা কত বাকি লিখিনি কভু হিসেবের খাতা
যোগ বিয়োগ শেষে রয়েছে জমা অর্থহীন মমতা।
আজো খুঁজে ফিরি মায়ের কোলে মুখ গুজে ওম
আমি যে নেহাত সাধারন সম্রাটগণ গড়ুক রোম।।
ঢাকা। ০১/০৬/২০১৮।