নিহত কি ?

নিহত কি?
ওবায়েদুল্লাহ্ খান ওয়াহেদী।

খুডছে শুকরে মাটি নেহাতই কঁচুর খোজে
টুকছে তাল বসে কুত্তা শিয়াল ইতর সাজে,
তার মাঝে বুনেছে ফসল উঠবে গোলায় ধান
দিচ্ছে ঢেকিতে পার আর গাইছে শিবের গান।
উসকিয়ে দিল যে আগুন জ্বেলে খড়ের গাঁদা
বেনিয়া বুঝেছে ঠিক বোঝেনি ভারবাহী গাধা,
ইংরেজ গেল উদর্র্ু গেল হলো না বাংলা বলা
স্যার বলে ঠুকছি সালাম যাকে বলবো শালা।

ইচ্ছে তো করে কাছাটা মেরে কোদাল ধরি
কুলায় না সাহসে বুক শাহাদাত বরন করি,
জ্ঞান যত আহরন করে স্বাথর্টায় হয়েছে বড়
পরাধীন পরবাসি ছেড়েছি দেশ মাতৃকা ঘর।
প্রেমটা দিয়েছি বেঁচে কূলীনে নগদ টাকায়
বুকের ভালবাসা নিহত কি বেশ্যার সওদায়?

ঢাকা। ২৫ এপ্রিল ২০১৭।

৫,২৯৯ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “নিহত কি ?”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    বেনিয়া বুঝেছে ঠিক বোঝেনি ভারবাহী গাধা -- :clap:
    স্যার বলে ঠুকছি সালাম যাকে বলবো শালা -- :hatsoff:
    প্রেমটা দিয়েছি বেঁচে কূলীনে নগদ টাকায়
    বুকের ভালবাসা নিহত কি বেশ্যার সওদায়?
    -- সাংঘাতিক প্রশ্ন!

    জবাব দিন
      • পারভেজ (৭৮-৮৪)

        কিছু বান্দা পাঠকদের ক্ষুধা মেটাতে তাঁদের সাথে নিয়মিত থাকাটা বেশী অগ্রগন্যতা পেয়ে যাচ্ছে।
        লেখালেখি ও পাঠের জন্য বরাদ্দ সময় ওরাই খেয়ে ফেলছে।
        সিসিবির আর্কাইভ ভ্যালুটা এখনো অটুট তাই কেবল সময় করে আসা।
        এটা না থাকলে হয়তো তাও বাদ পড়ে যেতো।

        ভাবছি, এই জাগায় জাগায় অনিয়মিত হয়ে ওঠা নিয়েও একটা লেখা নামাবো!!!
        😛 😛 😛


        Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

        জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।