অমর প্রেম
মুহাম্মদ ওবায়েদুল্লাহ
তোকে মাঝে মাঝে মনে পড়ে
দিনের বারান্দায় ব্যস্ত কোলাহল ভিড়ে
কখনো চায়ের টেবিলে সন্ধায়,
কবিতা পড়তে পড়তে বসে আনমনে
ভাবি, কেন ভালবাসিনি তোমায়?
কৃষ্ণচূড়ার সবুজ কুন্তলে লাল ফুল গুঁজে
বসন্ত বিকেলে গোধূলি বেলায়
মাঠের সষর্ের ফুল কতনা ডেকেছে আয়
ঘুডি নিয়ে দৌড়ায় হলুদ মাঠে সুতোর টানে।
বসতিস পাশে কত ছল করে
বিসতীনর্ ঘাঁসের চাদরে জোছনা রাতে
গানের আসরে গভীর নিশিতে,
শুনতে শুনতে সুর কখনো মূছর্নায়
ভাবি কেন ভালবাসিনি তোমায়।
ভরা নদী বুকে নৌকার পাল ছিল তোলা
বষর্ার সকালে সোনালি আভায়
জল ভরা গাঙ উতলা ছিল উৎকন্ঠায়
মাছের ঝাঁক দিত ডাক চল অতলে সাঁতরায়।
তোকে মাঝ মাঝে মনে পড়ে
আকাশ পানে তাকিয়ে দুপুর বেলায়
যখন দুইটি শালিক কাছাকাছি বসে ডালে,
উড়ে নভোনীলে ডানা মেলে সারাবেলা
ভাবি ভাল কি বেসেছি তোমায়?
০৭/১০/২০১৫ সন্ধ্যা ৭:৩৬
ঢাকা।
ভরা নদী বুকে নৌকার পাল ছিল তোলা
বর্ষার সকালে সোনালি আভায়
জল ভরা গাঙ উতলা ছিল উৎকন্ঠায়
মাছের ঝাঁক দিত ডাক চল অতলে সাঁতরায়।
আকাশ পানে তাকিয়ে দুপুর বেলায়
ভাবি ভাল কি বেসেছি তোমায়?
- বাহহ ! :boss: :boss:
শাশ্বত সত্য শিরোনাম। স্মৃতিময় কবিতা সুখানুভূতির রেশ রেখে যায়।
লেখার কিছু কি বুঝি ? তবে লিখি খেয়ালে। কারো মনের দেয়ালে যদি তা আটকায় তখন দারুন ভাল লাগে।
ধন্যবাদ।
যাক, তাও তবু কিছু বললে!