কোরবানি
এই মন সারাখন ভাবে কি জানিনা,
আর কত কি যে হচ্ছে চারিদিকে
সব তো মানতে পারিনা,
জানিনা কিযে করি মরি যত যাতনা
আমি যে ঠিক বলব কথাটা তাত না
সত্যটা সতি্য কি বুঝি না।
এলে ঈদ চোখে নিদ বিতারিত অনেকের
ব্যাবসা বানিজ্য কারবারি ধান্ধা জমে ঢের
এই বিষয়টি মিথ্যে না,
হাকা দাম নিত্য কাম সন্ধান সুযোগের
গুদাম ভরে সংকট করে জমে বেচা ফের
লাভ টা তো কম না।
হবে গরু কোরবানি শুনি কত শত বাণী
এবাদতে খুশি মন হবে শুদ্ধ তাই জানি
সতি্য কি হয় তা,
বছর বছর কত পশু হয় জানি কোরবানি
মানুষ মানুষে খুনাখুনি মন ভরা শয়তানি
হচ্ছে যা কি নয় তা?
নামাজ ঈদগাহে অতপর কোলাকুলি
পবিত্র দেল বড় উদ্বেল বিভেদ ভুলি
দিয়েছি কোরবানি সবাই,
লালন পালন করেছি অতি আদরে
হাত পা বেধে তাহারে শোয়ায়ে ধরে
পশুরে করেছি জবাই ।
কতখানি পরিশুদ্ধ আমার কোরবানি
দয়াময় আমি তার কিছু তো না জানি
তোমার অপার কৃপায়,
কত পাপ হলে তারপর ও পাড় পায়
বেঈমান মোনাফেক শত ভেক মাসালায়
বলো এই পবিত্র ধরায় ।
২৫/০৯/২০১৫ ঢাকা।
কুরবানি নিয়ে নানাবিধ সংশয় থাকাটা বিচিত্র না.........
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
কিন্তু এই সংশয় প্রকাশ করার কোন সুযোগ সাধারণত থাকে না। বড় একচেটিয়া রকমের শক্তিশালী একটি পক্ষ।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
🙁 🙁 🙁
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.