কোরবানি

কোরবানি

এই মন সারাখন ভাবে কি জানিনা,
আর কত কি যে হচ্ছে চারিদিকে
সব তো মানতে পারিনা,
জানিনা কিযে করি মরি যত যাতনা
আমি যে ঠিক বলব কথাটা তাত না
সত্যটা সতি্য কি বুঝি না।

এলে ঈদ চোখে নিদ বিতারিত অনেকের
ব্যাবসা বানিজ্য কারবারি ধান্ধা জমে ঢের
এই বিষয়টি মিথ্যে না,
হাকা দাম নিত্য কাম সন্ধান সুযোগের
গুদাম ভরে সংকট করে জমে বেচা ফের
লাভ টা তো কম না।

হবে গরু কোরবানি শুনি কত শত বাণী
এবাদতে খুশি মন হবে শুদ্ধ তাই জানি
সতি্য কি হয় তা,
বছর বছর কত পশু হয় জানি কোরবানি
মানুষ মানুষে খুনাখুনি মন ভরা শয়তানি
হচ্ছে যা কি নয় তা?

নামাজ ঈদগাহে অতপর কোলাকুলি
পবিত্র দেল বড় উদ্বেল বিভেদ ভুলি
দিয়েছি কোরবানি সবাই,
লালন পালন করেছি অতি আদরে
হাত পা বেধে তাহারে শোয়ায়ে ধরে
পশুরে করেছি জবাই ।

কতখানি পরিশুদ্ধ আমার কোরবানি
দয়াময় আমি তার কিছু তো না জানি
তোমার অপার কৃপায়,
কত পাপ হলে তারপর ও পাড় পায়
বেঈমান মোনাফেক শত ভেক মাসালায়
বলো এই পবিত্র ধরায় ।

২৫/০৯/২০১৫ ঢাকা।

৩ টি মন্তব্য : “কোরবানি”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।