তাজমহল

তাজমহল

সদা সুন্দর নহ নহ রমনীয় মোহন
নহ স্নেহাস্রিত জননীর অমল মন।
শ্বেত মর্মর মহলে শুয়ে নুরজাহান
মৃত প্রাণহীনে দাপটের কি বিধান?
কেহ বলে সমৃতিসৌধ প্রেমের গবর্
বঞ্চিত ঘাম স্রোতে মানবতা খবর্।
সম্রাট শাসে পরাক্রমে ভারত বষর্
নিন্দিত নিছক উন্মাদনা প্রীত হষর্।

কেহ বলে প্রেম কেহ বা মাগে গর্ব
কে দেখে সহস্র বলির নৃশংস পবর্।
ভোগ্য বিলাস আকাংখ্যা ভালবাসার
যুগযুগ যৈবিক লালিত ক্ষুধা লালসার।
প্রেম না উহ্য বাসনার কাম অহংকার
প্রাপ্য কি পূজা না কি ঘৃন্য তিরস্কার ।

৩ টি মন্তব্য : “তাজমহল”

  1. ওবায়েদুল্লাহ (৬৮-৭৪)

    ঠিক সনেট বলবো কি?, ৮+৬ লাইন বলতে পারি। সাধারন কোন ব্যাকরণ না মেনেই লিখি, কবিতা হয় কি তাও জানিনা।

    মন বলে যা,
    লিখে যাই তা
    কবিতা কি না
    আমি জানি না।

    জবাব দিন
  2. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "প্রেম না উহ্য বাসনার কাম অহংকার
    প্রাপ্য কি পূজা না কি ঘৃন্য তিরস্কার" - চিন্তার বিষয় বটে!
    ভেতরে প্রেম আর হাতে বিত্ত থাকলে তাজমহল গড়তেই হবে, এমন কোন কথা নেই। প্রেমের আসল মহল তো ইট পাথর দিয়ে নয়, প্রেমানুভূতি দিয়ে গড়া হয়।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।