মীরজাফর
বল তুই কোথায় থাকিস
ছুচো তুই ইতর খবিস
এখনো গেল না মোনাফেকি,
কুকুর বিড়াল না হায়েনা তুই
শুয়োর! কত হুংলাবি ভুঁই
কামড়াবি রাতের চামচিকি ।
এতটা ঘৃনা আছি পুষে
দেখা হলে দেব কষে
পাছায় এমন একটা লাথি,
ছিটকে যাবি দুরে সরে
থাকবি মুখ থুবরে পড়ে
হাতে নিয়ে হারিকেন বাতি ।
খুজছি যেন দেখা মেলে
মুখ ভরে দেব থুথু ডলে
মারবো গালে এমন চপেটাঘাত,
কুটো কাটা ইদুর বদমাশ
যে পাত খাস তাই উল্টাস
এবার তোর নির্ঘাত কুপোকাত।
ভাল লাগলো ভাই :clap: :clap:
পুরাদস্তুর বাঙ্গাল
ক্যাডেট নাম বাংলা করে দিন।
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap: :clap:
দুর্দান্ত!