মীরজাফর

মীরজাফর

বল তুই কোথায় থাকিস
ছুচো তুই ইতর খবিস
এখনো গেল না মোনাফেকি,
কুকুর বিড়াল না হায়েনা তুই
শুয়োর! কত হুংলাবি ভুঁই
কামড়াবি রাতের চামচিকি ।

এতটা ঘৃনা আছি পুষে
দেখা হলে দেব কষে
পাছায় এমন একটা লাথি,
ছিটকে যাবি দুরে সরে
থাকবি মুখ থুবরে পড়ে
হাতে নিয়ে হারিকেন বাতি ।

খুজছি যেন দেখা মেলে
মুখ ভরে দেব থুথু ডলে
মারবো গালে এমন চপেটাঘাত,
কুটো কাটা ইদুর বদমাশ
যে পাত খাস তাই উল্টাস
এবার তোর নির্ঘাত কুপোকাত।

৩ টি মন্তব্য : “মীরজাফর”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।