অচল।

যত নৈবেদ্য ছিল
কিছুই গ্রহন করো নি
কেটে গেছে সময় তবু
পূজায় পূজায়।
যত প্রেম ছিল
কখনো অর্পন করনি
রিক্ত হয়েছে চাতকি হৃদয়
ব্যাথায় ব্যাথায়।

চক্ষু দিয়েছ দৃষ্টি দাওনি দেখার
কর্ণ দিয়েছ শক্তি দাওনি শোনার
এহেন জনম কেন
কেন এত উপহাস?
মুক বধির অবলা আবাস তবু
উগ্রে শৃঙ্গার সবর্নাশ,
নির্যাসে নিপতিত কষ
ধারায় ধারায়।

অস্পৃশ্য অচ্ছুত নহে,
স্খলিত বীযর্দ্রষ্ঠ্য নহে
কুমারীর গভর্পাত,
কাম কিঙ্কিত চচর্িত চুম্ব প্রয়াস
কালের চক্র সচল
অনাদিকাল কাল তবু
দীণর্ অচল সকল প্রাথর্না
প্রেম ও পূজায় ।

৭৭১ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “অচল।”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।