যত নৈবেদ্য ছিল
কিছুই গ্রহন করো নি
কেটে গেছে সময় তবু
পূজায় পূজায়।
যত প্রেম ছিল
কখনো অর্পন করনি
রিক্ত হয়েছে চাতকি হৃদয়
ব্যাথায় ব্যাথায়।
চক্ষু দিয়েছ দৃষ্টি দাওনি দেখার
কর্ণ দিয়েছ শক্তি দাওনি শোনার
এহেন জনম কেন
কেন এত উপহাস?
মুক বধির অবলা আবাস তবু
উগ্রে শৃঙ্গার সবর্নাশ,
নির্যাসে নিপতিত কষ
ধারায় ধারায়।
অস্পৃশ্য অচ্ছুত নহে,
স্খলিত বীযর্দ্রষ্ঠ্য নহে
কুমারীর গভর্পাত,
কাম কিঙ্কিত চচর্িত চুম্ব প্রয়াস
কালের চক্র সচল
অনাদিকাল কাল তবু
দীণর্ অচল সকল প্রাথর্না
প্রেম ও পূজায় ।
অসাধারণ!
যত নৈবেদ্য ছিল
কিছুই গ্রহন করো নি
এহেন জনম কেন
কেন এত উপহাস?
অনাদিকাল কাল তবু
দীর্ণ অচল সকল প্রার্থনা
হবেই তো সমর্পণ যখন
প্রেম ও পূজায় ।
প্রথম স্তবকটা যতটা সহজ, তৃতীয়টা ঠিক ততটাই কঠিন!
বেশ কিছু জায়গায় লিখা ঠিক মত আসে নাই বলেই কিনা জানি না, পুরোটা ধরতে পারলাম না...
তবে পড়তে ভাল লেগেছে......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.