সূর্য সারথি রথ
চলছিল পথ
সে ছিল বহুদূরে
এক অচিনপুর
নিদারুন একা
নিবার্সিত অভিমান
কালের ক্রন্দন
ক্রোধ ভরে তিরস্কার
গহীন আধাঁর ।
দেখেনি সূর্য আকাশ
আবৃত ছিল মেঘে
রংধণু জলরঙ
আসহবেনীকলা
অবেলায় পথহারা
নীল বেদনা ছিল
ভরা বুক সমুদ্র
অতল উত্তাল দ্রোহে
সংসপ্তক।
চন্দ্র হাসেনি রাত
ছিল জাগ্রত
জোনাকীর আলো
মিটিমিটি ভালে
ক্ষুদ্ধ সমিরন
উদাসি বাউল প্রাণ
দোতার দোতনায়
সন্যাস ব্রত।
বহতা ছিল না নদী
স্তব্ধ কল্লোল
স্রোতহারা হাটু জল
শুষ্ক চরাচর
দীনহীন অসহায়
ক্ষুদ্ধ যন্ত্রণা কাঁদে
বুকের বিজনে
নিরন্তর অপমান
অসম বেদনায়।
স্বপ্ন দেখেনি দিন
কল্পনা বাস্তব
সত্য ভ্রষ্ট পথ চলা
নিশ্চল দাঁড়ায়
দৃঢ প্রত্যয় দম্ভিত
রুখে দেয়
সহস্র সারথি রথে
নতুন সূযোর্দয় ।
সিসিবিতে সুস্বাগতম, ভাইয়া! :clap: :clap:
ওয়াহেদী ভাই, মানে আমাদের প্রিয় "মো ও খা ও" ভাই - আপনি এসেছেন, আমাদের সিসিবিতে?
খুবই ভাল লাগলো, জেনে।
এখন দু হাতে লিখে যান আর দেখেন কি পড়াটাই না দেই আমরা সবাই মিলে। সাথে কমেন্টও।
আবার নগদ লাভ হলো, একটা আর্কাইভ তৈরী হতে থাকবে নিজে নিজেই।
একটা উপদেশ: ব্লগ এন্ট্রি উইন্ডোতে ডান-উপর কোনায় দুইটা অপশন পাবেন -
১) দৃশ্যমান
২) লিখা।
লিখা অপশনটাতে রেখে পেস্ট করবেন।
তাহলে লাইনগুলো এইরকম ছাড়া ছাড়া দেখাবে না।
এখনও এডিট অপশনে গিয়ে ঠিক করে দিতে পারেন কিন্তু। দেখতে দারুন হবে তাহলে।
আর প্রথমতঃ দর্শনধারি হওয়াটা আসলেই জরুরী, তাই না?
হ্যাপি ব্লগিং ওয়াহেদী ভাই...
সুস্বাগতম আমাদের একান্ত আপন এই ব্লগিং ভুবনে.........
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙂 🙂 🙂 🙂
মো ও খা ও ভাইয়া! পারভেজ ভাইয়া তুমি পারোও বলতে! এখন এই নাম তো কখনোই ভুলবো না।
গ্ল্যাড টু মিট ইউ, মো ও খা ও, ভাইয়া! 😛 😛
ওয়াহেদি ভাই নিজেই ফেসবুকে "মো ও খা ও" নামে লিখেন।
আমার কি দোষ???
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
তুমি বরাবরের মতই নিদর্োষ, ভাইয়া। একদিন তোমার নামও ভুলে যেতে পারি, কিন্তু মো ও খা ও ভাইয়ার এমন কৃয়েটিভ নামের কারণে তাকে ভুলবোনা। অপরকে নিয়ে মজা করা সহজ, নিজেকে নিয়ে মজা করতে কম মানুষই পারেন। 😀
পারভেজ ভাই," মো ও খা ও " ???? বুঝি নাই ...... 🙁 🙁 (সম্পাদিত)
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
মো (মোহম্মদ) ও (ওবায়েদুল্লাহ) খা (খান) ও (ওয়াহেদী)
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
সিসিবি'র আসরে সুস্বাগতম!
ওয়াহেদী ভাই, স্বাগতম
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
ভালো লাগা জানিয়ে গেলাম।
স্বাগতম সিসিবিতে ভাইয়া।
হ্যাপী ব্লগিং!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
প্রথম পোস্টেই চড়লাম সূর্য সারথি রথে ...
জানি অযুত বিস্ময় অপেক্ষারত অনাগত পথে ।
ভালো লাগলো । আরো আরো ভালো লাগা প্রত্যাশায় থাকলো ।
ওয়াহেদি ভাই, একখানা ছবি দিতে ভুলে যেয়েন না এই কিস্তিতে......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
সিসিবিতে স্বাগতম ওবায়দুল্লাহ ভাই!
আপনি হলেন এখানে সবার থেকে সিনিয়র। সব্বাইকে :frontroll: লাগাতে পারবেন।
স্বাগতম
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান