তোমাকে হারিয়ে স্থবির জীবনের অর্থ খুঁজেছি নিয়ত
প্রতিদিন সকালে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে,
নিজেকে চেনার চেষ্টা করেছি-একটু একটু করে-নতুন করে
তবুও লাভ ক্ষতির হিসেব আমি করিনি।।
অধরা তুমি,অধরা আমার নিয়তির পিছনে ছুটেছি অনেক-
হয়েছি ক্লান্ত,রিক্ত,
শেষে নিজের প্রতি বিদ্রূপের হাসি হেসে ছুটেছি আবার-
তবুও আমি লাভ-ক্ষতির অংকে যাইনি।।
তোমার চলে যাওয়া পথে হেঁটে গেছি বারবার,
তোমার বিলানো গন্ধ পাবার আশায়।
হেঁটে হেঁটে চেনা হল বহুপথ,নতুন সুরভি-
তবুও হিসেবের হালখাতা আমি খুলিনি।।
তোমার তুমি,আমার আমি গল্পের শেষ কখনও খুঁজিনি
যাইনি বৃথা হিসেবের মারপ্যাঁচে।
কারণ হারতে যে আমি চাইনি-
তোমাকেও হারাতে চাইনি…………।।
অংক
তোমাকে হারিয়ে স্থবির জীবনের অর্থ খুঁজেছি নিয়ত
প্রতিদিন সকালে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে,
নিজেকে চেনার চেষ্টা করেছি-একটু একটু করে-নতুন করে
তবুও লাভ ক্ষতির হিসেব আমি করিনি।।
অধরা তুমি,অধরা আমার নিয়তির পিছনে ছুটেছি অনেক-
হয়েছি ক্লান্ত,রিক্ত,
শেষে নিজের প্রতি বিদ্রূপের হাসি হেসে ছুটেছি আবার-
তবুও আমি লাভ-ক্ষতির অংকে যাইনি।।
তোমার চলে যাওয়া পথে হেঁটে গেছি বারবার,
তোমার বিলানো গন্ধ পাবার আশায়।
হেঁটে হেঁটে চেনা হল বহুপথ,নতুন সুরভি-
তবুও হিসেবের হালখাতা আমি খুলিনি।।
তোমার তুমি,আমার আমি গল্পের শেষ কখনও খুঁজিনি
যাইনি বৃথা হিসেবের মারপ্যাঁচে।
কারণ হারতে যে আমি চাইনি-
তোমাকেও হারাতে চাইনি…………।।অংক
তোমাকে হারিয়ে স্থবির জীবনের অর্থ খুঁজেছি নিয়ত
প্রতিদিন সকালে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে,
নিজেকে চেনার চেষ্টা করেছি-একটু একটু করে-নতুন করে
তবুও লাভ ক্ষতির হিসেব আমি করিনি।।
অধরা তুমি,অধরা আমার নিয়তির পিছনে ছুটেছি অনেক-
হয়েছি ক্লান্ত,রিক্ত,
শেষে নিজের প্রতি বিদ্রূপের হাসি হেসে ছুটেছি আবার-
তবুও আমি লাভ-ক্ষতির অংকে যাইনি।।
তোমার চলে যাওয়া পথে হেঁটে গেছি বারবার,
তোমার বিলানো গন্ধ পাবার আশায়।
হেঁটে হেঁটে চেনা হল বহুপথ,নতুন সুরভি-
তবুও হিসেবের হালখাতা আমি খুলিনি।।
তোমার তুমি,আমার আমি গল্পের শেষ কখনও খুঁজিনি
যাইনি বৃথা হিসেবের মারপ্যাঁচে।
কারণ হারতে যে আমি চাইনি-
তোমাকেও হারাতে চাইনি…………।।অংক
তোমাকে হারিয়ে স্থবির জীবনের অর্থ খুঁজেছি নিয়ত
প্রতিদিন সকালে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে,
নিজেকে চেনার চেষ্টা করেছি-একটু একটু করে-নতুন করে
তবুও লাভ ক্ষতির হিসেব আমি করিনি।।
অধরা তুমি,অধরা আমার নিয়তির পিছনে ছুটেছি অনেক-
হয়েছি ক্লান্ত,রিক্ত,
শেষে নিজের প্রতি বিদ্রূপের হাসি হেসে ছুটেছি আবার-
তবুও আমি লাভ-ক্ষতির অংকে যাইনি।।
তোমার চলে যাওয়া পথে হেঁটে গেছি বারবার,
তোমার বিলানো গন্ধ পাবার আশায়।
হেঁটে হেঁটে চেনা হল বহুপথ,নতুন সুরভি-
তবুও হিসেবের হালখাতা আমি খুলিনি।।
তোমার তুমি,আমার আমি গল্পের শেষ কখনও খুঁজিনি
যাইনি বৃথা হিসেবের মারপ্যাঁচে।
কারণ হারতে যে আমি চাইনি-
তোমাকেও হারাতে চাইনি…………।।অংক
তোমাকে হারিয়ে স্থবির জীবনের অর্থ খুঁজেছি নিয়ত
প্রতিদিন সকালে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে,
নিজেকে চেনার চেষ্টা করেছি-একটু একটু করে-নতুন করে
তবুও লাভ ক্ষতির হিসেব আমি করিনি।।
অধরা তুমি,অধরা আমার নিয়তির পিছনে ছুটেছি অনেক-
হয়েছি ক্লান্ত,রিক্ত,
শেষে নিজের প্রতি বিদ্রূপের হাসি হেসে ছুটেছি আবার-
তবুও আমি লাভ-ক্ষতির অংকে যাইনি।।
তোমার চলে যাওয়া পথে হেঁটে গেছি বারবার,
তোমার বিলানো গন্ধ পাবার আশায়।
হেঁটে হেঁটে চেনা হল বহুপথ,নতুন সুরভি-
তবুও হিসেবের হালখাতা আমি খুলিনি।।
তোমার তুমি,আমার আমি গল্পের শেষ কখনও খুঁজিনি
যাইনি বৃথা হিসেবের মারপ্যাঁচে।
কারণ হারতে যে আমি চাইনি-
তোমাকেও হারাতে চাইনি…………।।অংক
তোমাকে হারিয়ে স্থবির জীবনের অর্থ খুঁজেছি নিয়ত
প্রতিদিন সকালে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে,
নিজেকে চেনার চেষ্টা করেছি-একটু একটু করে-নতুন করে
তবুও লাভ ক্ষতির হিসেব আমি করিনি।।
অধরা তুমি,অধরা আমার নিয়তির পিছনে ছুটেছি অনেক-
হয়েছি ক্লান্ত,রিক্ত,
শেষে নিজের প্রতি বিদ্রূপের হাসি হেসে ছুটেছি আবার-
তবুও আমি লাভ-ক্ষতির অংকে যাইনি।।
তোমার চলে যাওয়া পথে হেঁটে গেছি বারবার,
তোমার বিলানো গন্ধ পাবার আশায়।
হেঁটে হেঁটে চেনা হল বহুপথ,নতুন সুরভি-
তবুও হিসেবের হালখাতা আমি খুলিনি।।
তোমার তুমি,আমার আমি গল্পের শেষ কখনও খুঁজিনি
যাইনি বৃথা হিসেবের মারপ্যাঁচে।
কারণ হারতে যে আমি চাইনি-
তোমাকেও হারাতে চাইনি…………।।
ইটা
গ্যাপগুলো বেশী চোখে লাগছে.....ভাল লাগল
ভাইয়া প্রথম ব্লগের জন্য শুভেচ্ছা
:teacup: চা খেয়ে সতেজ হয়ে সুন্দর সুন্দর আরো লেখা দিন
আশা করি প্রথম ব্লগের নিয়ম কানুন পালন করবেন
একটা জিনিস বুঝিনাই। কবিতা কয়টা পড়সি?
ধন্যবাদ,রায়েদ এবং রেজওয়ান কে।আসলে কবিতা একটা এ কিন্তু দুইবার উঠছে পেইজ এ।কপি পেস্ট এর ঝামেলার কারনে.........র ব্লগে নুতন তাই লেখার গ্যাপ এর বেপার টা বুঝে উঠিনি। 🙂
তাই ত বলি এতও বড় কবিতা লিখল ক্যামনে?????????
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
ঐ