মীম, এখন কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক কিন্তু আর দশজন গতানুগতিকের বাইরে গিয়ে তুমিই যখন তাদের গরবের বিশয়বস্তু হবা, তখন তাঁরাও মনে হয় এই কষ্ট টা মনে রাখবেন না 🙂
এতো সুন্দর করে যে মেয়ে উপলব্ধি করতে পারে তার উপর কি কোন বাবা রাগ নিয়ে থাকতে পারে নাকি? আর আজ নতুন তথ্য জানলাম। আঙ্কেল যে মুক্তিযোদ্ধা সিলেন। উনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। :boss: :boss: :boss: :boss:
আমার এই লেখার জন্য যদি আমার বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে যায় কারও, তাহলে অন্তত এইটুকু সান্ত্বনা থাকবে মনে...... মেয়ে হিসেবে কিছু তো করতে পেরেছি বাবার জন্য। 🙂
শান্তাপু, আপনি আমার মনের কথাটা বলে দিয়েছেন। কিন্তু এই কথাটাই আসলে আমি সাজিয়ে-গুছিয়ে বলতে পারছিলাম না।
আমি যখন আমার প্রথম চাকরি থেকে রিজাইন করেছিলাম, বাবা বেশ রাগ করেছিলেন। মনে মনে তিনি হয়তো সেই মুহূর্তে বেশ কষ্টও পেয়েছিলেন। বাবার ধারনা ছিল আমি চাকরির কষ্ট থেকে পালাচ্ছি। আমি সেসময় বাবাকে বোঝাতে পারছিলাম না কেন আমি এমনটা করলাম। আসলে করেছিলাম মনের শান্তির জন্য। এখন সময় অনেক পাল্টেছে। বাবাও আমার সেই মুহূর্তের মনের অবস্থাটা এখন বুঝতে পারেন।
মীমের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দোয়া করি অনেক বড় হও। দেখবে তখন তোমার বাবা-মা তোমাকে নিয়ে অনেক গর্ব করছেন। তখন আর তাদের মনে কোন আফসোস থাকবে না।
পড়তে পড়তে আমার নিজের ক্ষেত্রের কথা গুল মনে আসছিল। বাবার কথা নতুন করে মাথায় আসলো। কতটা সময়, ভালবাসা, ত্যাগ তিনি করে গেছেন আমাকে বড় করে তুলতে। লেখাটা পরে অনেক অনেক ভাল লাগল। আঙ্কেলের প্রতি শ্রদ্ধা রইল। 🙂
আর সামনে এগিয়ে যাও। শুভ কামনা। :thumbup:
ভাল উপলব্ধি। কষ্ট পেয়োনা। আরও এগিয়ে যাও
ভাল লিখেছো
চ্যারিটি বিগিনস এট হোম
মীম, এখন কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক কিন্তু আর দশজন গতানুগতিকের বাইরে গিয়ে তুমিই যখন তাদের গরবের বিশয়বস্তু হবা, তখন তাঁরাও মনে হয় এই কষ্ট টা মনে রাখবেন না 🙂
দোয়া করবেন আপু যেন পারি......
:clap: :clap: :clap:
মা-বাবার মতো আপন আর কেউ নাই।
খেয়া (২০০৬-২০১১)
আমার ভাইটাও যে আমার অনেক বেশি আপন...... 😛
এতো সুন্দর করে যে মেয়ে উপলব্ধি করতে পারে তার উপর কি কোন বাবা রাগ নিয়ে থাকতে পারে নাকি? আর আজ নতুন তথ্য জানলাম। আঙ্কেল যে মুক্তিযোদ্ধা সিলেন। উনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। :boss: :boss: :boss: :boss:
আমার এই লেখার জন্য যদি আমার বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে যায় কারও, তাহলে অন্তত এইটুকু সান্ত্বনা থাকবে মনে...... মেয়ে হিসেবে কিছু তো করতে পেরেছি বাবার জন্য। 🙂
শুধু আঙ্কেল না তোর প্রতিও শ্রদ্ধা বেড়ে গেল। এভাবে কয়জন উপলব্ধি করতে পারে???
এগিয়ে যাও মীম। বাবা-মায়েরা আসলে ভালোভাবে প্রতিষ্ঠিত দেখতে চান। সেই চেষ্টায় থেক।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
শান্তাপু, আপনি আমার মনের কথাটা বলে দিয়েছেন। কিন্তু এই কথাটাই আসলে আমি সাজিয়ে-গুছিয়ে বলতে পারছিলাম না।
আমি যখন আমার প্রথম চাকরি থেকে রিজাইন করেছিলাম, বাবা বেশ রাগ করেছিলেন। মনে মনে তিনি হয়তো সেই মুহূর্তে বেশ কষ্টও পেয়েছিলেন। বাবার ধারনা ছিল আমি চাকরির কষ্ট থেকে পালাচ্ছি। আমি সেসময় বাবাকে বোঝাতে পারছিলাম না কেন আমি এমনটা করলাম। আসলে করেছিলাম মনের শান্তির জন্য। এখন সময় অনেক পাল্টেছে। বাবাও আমার সেই মুহূর্তের মনের অবস্থাটা এখন বুঝতে পারেন।
মীমের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দোয়া করি অনেক বড় হও। দেখবে তখন তোমার বাবা-মা তোমাকে নিয়ে অনেক গর্ব করছেন। তখন আর তাদের মনে কোন আফসোস থাকবে না।
চ্যারিটি বিগিনস এট হোম
ধন্যবাদ আপু এবং ভাইয়া দুজনকেই। আমার জন্য দোয়া করবেন। (সম্পাদিত)
মন দিয়ে পড়াশোনা করে খুব ভালো একটা রেজাল্ট করো। দেখবা বাবা-মা তমার ভালো রেজাল্টে অনেক খুশি হবেন। লেখা ভালো ছিলো। :thumbup: :thumbup:
খুব ভাল লেখা মীম।
সরল অনুভূতির অসম্ভব সুন্দর বহিঃপ্রকাশ।
এগিয়ে যাও শুভ কামনা রইল।
তানভীর আহমেদ
ধন্যবাদ ভাইয়া।
আরে ধুর্...পড়াশোনা করে কী হবে? B-)
পড়তে পড়তে আমার নিজের ক্ষেত্রের কথা গুল মনে আসছিল। বাবার কথা নতুন করে মাথায় আসলো। কতটা সময়, ভালবাসা, ত্যাগ তিনি করে গেছেন আমাকে বড় করে তুলতে। লেখাটা পরে অনেক অনেক ভাল লাগল। আঙ্কেলের প্রতি শ্রদ্ধা রইল। 🙂
আর সামনে এগিয়ে যাও। শুভ কামনা। :thumbup: