খুউব সুন্দর গোছানো লেখা।
এমন লেখা শুধু চেষ্টায় হয়না, সহজাত প্রতিভা থাকলেই কেবল বেরিয়ে আসে।
ব্লগে স্বাগতম। লিখতে থাকো জোরসে।
আর নামের পাশে সালটা লাগিয়ে দিও প্রোফাইলে গিয়ে।
সবই তো বুঝলাম...
পাঙ্গার কথা কেউ বলে না ক্যান? x-(
এই যে ভাইজান...এক্ষুণি ১০ টা সম্মুখ-ডিগবাজি শুরু করেন... :grr: :grr:
সুন্দর একটি লেখা প্রদান করিয়াছেন বলিয়া মাত্র দশটি...নচেৎ, কিয়ামত পর্যন্ত চলিত! 😛
অঃটঃ লেখাটা দুর্দান্ত হয়েছে... :clap:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
আরে তাহাদের কথা বলিবেন না ভাইজান ...সকলে সবকিছুর গুরুত্ব বোঝে না 😉 ...এই আমি শুরু করলাম, কিয়ামত পর্যন্ত ...ট্রাবল একটাই :bash: , কিয়ামতের এক্জ্যাক্ট ডেইট টা যদি একটু জানাইতেন 😕 ...কৃতার্থ হইতাম :goragori: O:-)
আগে ঠিক খেয়াল করি নাই, আবার চোখ বুলাতে গিয়ে নজরে পড়লো। "কিছু কিছু মানুষ জন্ম থেকেই মহত" - এই মতবাদ আমার ঠিক সুবিধার মনে হয় না :-/ ..শূণ্য থেকে সৃষ্টি বলেই কি ... সাধনা, বিবর্তন এইসব ব্যাপার এতটা গুরুত্বপূর্ণ নয় ?? 😕
হু ম্যাডাম তেরেসা ্ধরনের মানুষদের কিভাবে ব্যাখ্যা করবে? একই রকম পরিবেশের মধ্যে বড় হয়েও তো সবাই একই রকম হতে পারে না। কেন সব একই উতসের জীন এক সুরে বাজে না?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
চমৎকার...
ধন্যবাদ ভাই 🙂
There is no spoon
বাহ.....একই ধাঁচের দুটো লেখা......একই দিন এ
লেখা দারুন হয়েছে :clap:
🙂
There is no spoon
খুউব সুন্দর গোছানো লেখা।
এমন লেখা শুধু চেষ্টায় হয়না, সহজাত প্রতিভা থাকলেই কেবল বেরিয়ে আসে।
ব্লগে স্বাগতম। লিখতে থাকো জোরসে।
আর নামের পাশে সালটা লাগিয়ে দিও প্রোফাইলে গিয়ে।
সাতেও নাই, পাঁচেও নাই
অসংখ্য ধন্যবাদ ভাই 🙂 সাল দিয়ে দিলাম 😀
There is no spoon
খুব ভাল লাগলো। কি সাবলীল লেখা! নিঁখুতভাবে সামাজিক প্রতিবেশটা উঠে এসেছে।
ব্লগে স্বাগতম।
আমার বন্ধুয়া বিহনে
ধন্যবাদ ভাইজান 🙂
There is no spoon
সবই তো বুঝলাম...
পাঙ্গার কথা কেউ বলে না ক্যান? x-(
এই যে ভাইজান...এক্ষুণি ১০ টা সম্মুখ-ডিগবাজি শুরু করেন... :grr: :grr:
সুন্দর একটি লেখা প্রদান করিয়াছেন বলিয়া মাত্র দশটি...নচেৎ, কিয়ামত পর্যন্ত চলিত! 😛
অঃটঃ লেখাটা দুর্দান্ত হয়েছে... :clap:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
আরে তাহাদের কথা বলিবেন না ভাইজান ...সকলে সবকিছুর গুরুত্ব বোঝে না 😉 ...এই আমি শুরু করলাম, কিয়ামত পর্যন্ত ...ট্রাবল একটাই :bash: , কিয়ামতের এক্জ্যাক্ট ডেইট টা যদি একটু জানাইতেন 😕 ...কৃতার্থ হইতাম :goragori: O:-)
There is no spoon
এবং অসংখ্য ধন্যবাদ ভাই 🙂
There is no spoon
ব্লগে স্বাগতম... দারুন লিখেছো :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
থ্যংকু ভাইজান 🙂
There is no spoon
খুব ভালো লাগলো।
গভীর বোধোদয় এবং সাবলীল প্রকাশ।
কিছু কিছু মানুষ জন্ম থেকেই মহত। আর অধিকাংশের ক্ষেত্রে যখন তার নিজের ভেতরটা পূর্ন হয় তখনই সে উপচিয়ে পড়ে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ধন্যবাদ আপা। পূর্ণতার খোঁজেই এই যাত্রা 🙂
There is no spoon
আগে ঠিক খেয়াল করি নাই, আবার চোখ বুলাতে গিয়ে নজরে পড়লো। "কিছু কিছু মানুষ জন্ম থেকেই মহত" - এই মতবাদ আমার ঠিক সুবিধার মনে হয় না :-/ ..শূণ্য থেকে সৃষ্টি বলেই কি ... সাধনা, বিবর্তন এইসব ব্যাপার এতটা গুরুত্বপূর্ণ নয় ?? 😕
There is no spoon
হু ম্যাডাম তেরেসা ্ধরনের মানুষদের কিভাবে ব্যাখ্যা করবে? একই রকম পরিবেশের মধ্যে বড় হয়েও তো সবাই একই রকম হতে পারে না। কেন সব একই উতসের জীন এক সুরে বাজে না?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
😀
😀
There is no spoon
সুন্দর লিখেছো ভাইয়া। ভালো লাগলো।
ব্লগে স্বাগতম 🙂
প্রিন্সিপাল স্যার আসার আসার আগেই ১০টা ফ্রন্টরোল দিয়ে দাও কুইক :grr:
ধন্যবাদ ভাই 🙂
There is no spoon
(সব্বোনাশ :bash: !!) ...ধন্যবাদ আপা !! 😐
There is no spoon
অদ্ভুত সাবলীল লেখা,পড়তে পড়তে আনমনা হয়ে গেসিলাম,লেখক হয়ত আমাদের অনেকের অগোচরে মনের ভেতর উকি মেরে ভাবনা গুলো দেখে ফেলেছে....লেখক কে ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমার শুধু আছে, চেষ্টা 🙂
There is no spoon
একটি অনবদ্য এবং সাবলীল একটা লেখা। পাঁচতারা।
ব্লগে স্বাগতম মনোজ। সবসময় লিখবা এখানে।
ধন্যবাদ ভাই !!! 😀 ( কিংবা, যথাআজ্ঞা মহাশয় 🙂 )
There is no spoon
এই পোলা তো ডজিং মারতেসে এখনো একটা ফ্রন্টরোল ও দেয়নাই। x-( x-(
তাড়াতাড়ি দিয়ে দাও নাইলে পরে কিন্তু পাঙ্গা বাড়ব ।
:salute:
There is no spoon
:hatsoff:
ওই !! তুই কিসু লেখস না ক্যান?? 😡 :gulli:
There is no spoon
ইতিহাস বলে , আমি বড় কিছু টাইপ করতে লাগলেই কারেন্ট যায় !! (অজুহাত) 😛
আমার লেখা আউলা-ঝাউলা...গুছাইতে পারলে দিমু নে
:goragori: :thumbup:
There is no spoon
অসাধারণ মনোজ :clap:
নামের পাশে সালটা ঠিক করে দিও ভাই
২০০৩ থেকে ০৬, এইটা আবার কেম্নে হয়??? 😀
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
থ্যাংকু ভাইজান :hug: ...সাল?? সবই হয় ভাই ...ক্লাস টেন এর টেস্ট এক্সাম দিয়ে এক রাতে ভাগলাম ...কোন একদিন বলবো সেই কাহিনী ...
There is no spoon
বাহ অনেক সুন্দর লেখা। :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:hug:
There is no spoon
তোমার লেখায় একটা গতি আছে, পাঠককে টেনে নেবার গতি। ভালো লাগলো। চালিয়ে যাও।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ধন্যবাদ 🙂 আমার চেষ্টা থাকবে।
There is no spoon
ভাল লাগল লেখাটা :clap:
এত ভাল লেখ কিন্তু কম লেখ কেন? আর নিয়মিত লিখবা পাঠকদের জন্য 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
:hug: :hug:
There is no spoon