গত কয়েকদিনে নিজের সাথে নিজের না জানি কি হয়।
এরপর তীব্র দুঃখবোধ – হায় হায় এটা কি হলো?
এরপর আসলো অভিমান – কেন এমন হলো?
তারপর শুধুই নিস্তব্ধতা ————–
——————-
এরপর ভাবছি……–. একটা হিন্দি সিনেমা দেখলে কেমন হয় !!!!
গত কয়েকদিনে নিজের সাথে নিজের না জানি কি হয়।
এরপর তীব্র দুঃখবোধ – হায় হায় এটা কি হলো?
এরপর আসলো অভিমান – কেন এমন হলো?
তারপর শুধুই নিস্তব্ধতা ————–
——————-
এরপর ভাবছি……–. একটা হিন্দি সিনেমা দেখলে কেমন হয় !!!!
:clap:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
উঁহু..
কি ফুয়াদ ব্যাথা লাগে?? 😉
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ধুরর...এইটা মানে হল..NO 😀
তার্মানে ব্যথা লাগে না।
মন্তব্য নেই দেইখা ফার্স্ট হওয়ার জন্য ঢুকলাম, ঢুইকা দেখি দুইটা, খেলুম্না :(( :(( :((
আজীবনএকইকাহিনী.. 😛
আন্দাজ আপনা আপনা দেখেন .এটা যতবার দেখি ততবার মন ভাল হয়ে যায়. অথবা পুষ্পক
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পুষ্পক চালাইতে গিয়া দেখি সাউন্ড আসে না।
সর্বকালের সেরা কমেডি ছবি...
আমি মনে হয় ৭০/৮০ হাজার বার দেখছি...
তাও ভাল লাগে...
আইলা...
উই মা...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমারতো কমেডি মুভি একবার দেখার পর আবার দেখতে ভাল্লাগেনা..
আন্দাজ আপনা আপনা প্রখমবার সেইরকম লাগসিলো...বাট পরে আবার দেখতে গিয়া ওইরকম মজা পাই নাই... 😐 😐
হিন্দি সিনেমা না দেখে বরং slamdog millonere টা দেখেফেল।
ওইটা আগেই দেখছি। আপাতত ২৪ এর সিজন ৭ দেখতেছি।
দোস্ত, Fringe টা দেখ। সিজন ১ চলতাসে। www.videostic.com এ গিয়া সিরিয়াল আর এপিসোড সিলেক্ট কইরা দেখতে থাকবি। ভালো না লাগলে আমার বাসাতে চইলা আসিস। মনে যা চায় তোর খাওয়াইয়া দিব।
;))
:just: pyaar ki side effects দেখেন
গাজিনি দেখেন সব ভুইলা জাবেন......
বস , সব বাদ দিয়া জসীম মার্কা বাগলা সিনেমা দেখেন। হাসার জন্য এর চেয়ে বড় কোন বিনোদন নাই। বংলা চ্যানেল ঘুরান তাইলেই পাইবন। 🙂 🙂 🙂
মাসুম ভাই, দিল চাহতা হ্যায় দেখতে পারেন।
Buddha mar gaya dekhen.
5 min er besi dekhte parben na. Wak thuh
iut er generator off kkore rakhse. Tai phn theke banglay dite parlam na.
আমারে একটা বুদ্ধি দেন কেউ। আমার সিনেমা দেখার ধৈর্য্য নাই।
তপু ,তুই কয়দিন বেশি কইরা এক্স রেটেড কিছু মুভি দেখ,তাইলেই আস্তে আস্তে অভ্যাস হইব............। :))
এক্স রেটেড ছবি মানে কি ভাইয়া??? আমি একেবারেই নাদান কিনা...
😀 😀 😀
সাইফ ভাই মনে হয় ভিন ডিজেলের XXX মুভির কথা বলছে, ওইটার সেকেন্ড পার্টও আছে...জব্বর একশন।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মাসুম ভাই,the man who loved the women dekhen................
আরে!!আমারে নিয়া ছবি বানাইলো কে??!! :awesome: :shy: B-) :dreamy: :party: ;;)
মনে অয় না 😀
গাছে কাঁঠাল্গোফেতেল,
টিনা দেয় না আমায় বেল। 🙁 🙁 🙁
টিনা কেডারে? :-/
তুহিন টিনা কেডা? ঝাতি ঝানয়ে ছায়
কি আর করবেন ভাই! সার্জেন্ট বিলকো দেখেন।
can anebody mail me picture of capt. Tanvir Haider Noor
masum, can u pls tell me about 2Lt Saidul Kabir and his profile
অন প্যারেডে পিসিসির কেউ থাকলে প্লিজ উত্তর দিন
My everyday vain attempt to find my brother GA-610 .