মেঘে মেঘে নিকষ কালো দুপুর,
আলতা মেখে ফড়িং ওড়ে,
বৃষ্টি টাপুর টুপুর।
বৃষ্টি পড়ে উইপোকাদের গায়,
সূর্যমূখীর বুকের ভেতর
স্বপ্ন বাড়ি যায়।
আকাশ বেয়ে নামলো একটা পরী,
রূপনদীতে ডুবে ডুবে
কী করি, কী করি!
থাকুক না হয়, এমন করেই, যা-হোক,
আকাশ নদী মেঘ পরী আর
ছোট্ট একটা ডাহুক।
এমনি করেই, টুকরো টুকরো দাগে,
আঁকার খাতা ভরিয়ে তুলি,
আশাবরী রাগে।
একি পৃথিবীর অষ্টমাশ্চর্য দেখছি মনে হয়?
লেখকের নাম ভুল দেখছি না তো :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আগেই পড়ছিলাম মনে হয়।
দ্বিতীয় প্যারাটা মারাত্মক পছন্দ হয়েছিলো তখনো, এখন আবারো।
আসলে পুরো কবিতাটাই দারুণ।
প্রতিটা লাইন মন ছুঁয়ে যায়।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমার সকল পোস্টে কামরুলরে ব্যান করলাম। :grr:
www.tareqnurulhasan.com
কুমিল্লার পোস্ট বাড়ানোর সংকল্প নিছি। পারলে ঠ্যাকা। 🙂
www.tareqnurulhasan.com
সাবাশ তারেক।
তোর 'পারলে ঠ্যাকা' শুইনা একটা জোকস মনে পইড়া গেলো। আগে একটা পোস্টের কমেন্টে দিছিলাম মনে হয়।
______
৮৮ সালের বন্যার সময় পানিতে ডুবে যাওয়া এক নিম্নবিত্ত পরিবার।
বাসায় ভিতর বন্যার পানি কোমর পর্যন্ত । থাকার জন্য মাচা দেওয়া হইছে। রাতে পরিবারের সবাই মাচায় এক সাথে শুয়ে। এর মধ্যেই নববিবাহিত ছেলের ভালবাসা নির্মান করার ইচ্ছে জেগে উঠল। তার বউ পাশে শোয়া অন্যদের দেখিয়ে বাধা দিচ্ছিল। স্বামী বলল, ‘কিছু করমু না একটু ঠেকা দিয়া রাখমু’।
শুধু মাত্র ঠেকা দেয়ার কথা বললেও ভালবাসা নির্মান তার স্বাভাবিক গতিতে চলল। কিন্তু কিছুক্ষণ চলার পর সর্বনাশটা ঘটল। চরম মূহুর্তের আগে চরম দোলানিতে মাচা ভেংঙ্গে সবাই পানিতে।
পাশে শুইয়া থাকা বাবা স্বাভাবিক কারণেই এতক্ষণ চুপচাপ মটকা মেরে পরেছিলেন। কিন্তু মাচা ভাংগার পর আর চুপ থাকতে পারলেন না। রাইগা গিয়া ছেলের উদ্দেশ্যে বললেন, ‘ঠেকা, এইবার ঠেকা’। x-(
---
এতো সুন্দর কবিতায় এমন একটা বাজে জোকস করার জন্যে দুঃখিত। কিন্তু মনে পইড়া গেলো কি করা :bash:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমার সকল পোস্টে তোরে ২য় বারের মত ব্যান করলাম। :grr:
www.tareqnurulhasan.com
হাইকোর্ট থেইকা তোর ব্যানের উপর স্থগিতাদেশ নিয়া আইছি।
এখন উলটা তোর নামে মানহানি মামলা করুম। পারলে ঠ্যাকা :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বড় ভাইদের ঠেকাঠেকি জমছে ভালা। :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বিরাট ভুল হইয়া যাইতেছে। পোস্টে ফৌজদারহাট ট্যাগ দিতে আর ভুইলা গ্যালে পাঁচতালা থেইকা ঝাঁপ দিমু।
:thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
সত্যি ভাল লাগছে। কবিতা আমাকে সবসময় টানে। এইটাও টানলো।
থ্যাংকু শওকত ভাই। 🙂
www.tareqnurulhasan.com
কেমন আছ তারেক, ব্যাস্ত মনে হয় খুব?
তোমার বউ কেমন আছে?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
হু, একটু ব্যস্ত, জীবন আর জীবিকা নিয়া। আর ভাল লাগে না, মনে হয় সব ছেড়ে ছুড়ে বনে চলে গেলে ভাল হইতো।
বউ ভাল, শুধু একটাই সমস্যা, কানের পাশে শুধু একটাই রেকর্ড বাজায়, দেশে যাবো দেশে যাবো! 🙁
www.tareqnurulhasan.com
খেলুম না।
ফয়েজ ভাই আমার বউয়ের কথা জিগায় না।
তাও লজ্জার মাথা খাইয়া বইলা ফেলাই,
ভাইয়া , আমার বউও ভালো আছে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তাইলে ০০:৪৪ মিনিটের মধ্যে বউ পাইলেন কেমনে 😮 😮 ?
:grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ওই ব্যাটা বেয়াদ্দপ, তোরে পাকনামি করতে কইছে ক্যাডা? সিনিয়রের সাথে পাকনামি করার অপরাধে আপাতত :frontroll: শুরু কর।
অফটপিকঃ
এইটা হইলো স্বপ্নের বউ ;;; । সবারই কয়েকটা থাকে 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
স্বপ্নের বউ ভালা না। ঠান্ডা গরম বোধ একটু কম মুনে অয়। 😕
:frontroll: :frontroll: :(( :frontroll: :frontroll:
কামরুল ভাই আর কমু না, এইবার উঠায়া দেন। আল্লাহ আপনারে অনেকগুলা বউ দিক দোয়া করি 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভাই এটা কি হাইকু?
খুব সুন্দর কবিতা। ভিন্নধর্মী। :thumbup:
না রে ভাই, হাইকু না। ওইটা আরও ভয়াবহ জিনিস, তিন বা চার শব্দেই অসীম ভাবনা আনে।
এইটা পিওর আঁকিবুকি। 🙂
www.tareqnurulhasan.com
আমিও দেশে যাইতে চাই। :hug:
কুমিল্লার পোস্ট বাড়ানোর সংকল্প নেয়ায় আগাম ধন্যবাদ।
দারুণ ভালো লেগেছে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
......আমি এই মুহুর্তে সামিয়ারে খুব মিস করতেছি।
পোস্ট দিয়াই আগে ওর একটা অতি-প্রশংসা ভরা কমেন্টের লোভে অপেক্ষা করতাম....
www.tareqnurulhasan.com
x-( আমি অতি প্রশংসা করি??
:no: আপনার কোন পোস্টে যদি আর কমেন্ট করছি, নাম উল্টায়া রেখে আবার উল্টায়া রাখব 😐
ইশ! তোমারে দেখে পরাণটা জুড়াইয়া গেলো একদম!
আর, নামের মত একটা ইম্পর্ট্যান্ট জিনিস কি বার বার উল্টানো ঠিক হবে? একবারই উল্টাও। 😀
www.tareqnurulhasan.com
কিউটি কিউটি হইছে। প্রভার চেয়েও কিউট। 😀
তুমি দেখি প্রভায় প্রভাময় হইয়া যাইতেছ।
বেস্ট লাক 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আহেম, কি মনে করাইয়া দিলা মহিব! 😛
www.tareqnurulhasan.com
কবিতা ভাল লাগল তারেক ভাই 🙂
কুমিল্লা আজকাল পিছায়া যাচ্ছে তাই আপ্নারাই ভরসা 😀 তবে আবার চা খাইতে যাইয়েন না :teacup:
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমি চা খাওয়ার উপ্রেই আছি, মাঝে সাঝে এইখানে হাজিরা দিয়া যাই আর্কি!
www.tareqnurulhasan.com
আহ্! একটা প্রচণ্ড ক্লান্ত দিনের পর
এমনি কিছু শব্দ আর ছবি-ই
বোধ হয় প্রয়োজন ছিলো আমার।
অসম্ভব অসম্ভব ভালো লেগেছে।
কুর্ণিশ এমন কবিকে।
এই কবি না কুমিল্লার, না ফৌজদারহাট বা
অন্য কোনোখানের, এই কবি সবার।
আরো ভালো লিখো ভাই।
আরো ভালো আঁকো।
:hatsoff:
www.tareqnurulhasan.com
ভালো কথা।
সেতারে আশাবরী রাগ-এর
কোন সুর আছে কারো কাছে?
খুব শুনতে করছে....
দোস্ত, অনেকদিন পর লেখা দিলি। :hug:
তুই মনে হয় খুব ব্যস্ত। যাই হোক, এইখানে লেখা দিসস তাতেই আমি খুশি। 😀
তোর লেখা, ভাল না হয়ে কই যাইব? :hatsoff:
ত্রুক্স, তাড়াতাড়ি দেশে চইলা আয়।
:awesome:
www.tareqnurulhasan.com
:dreamy: :dreamy:
সংসারে প্রবল বৈরাগ্য!
;;)
www.tareqnurulhasan.com
কিরে কোত্থেকে উদয় হলি এতদিন পর।কেমন আছিস?
জটিল হইসে কবিতাটা............শব্দ চয়ন ও ছন্দ দুই ই মন জুড়ইয়ে দেয়।
দোস্ত আশেপাশেই থাকি। তবে স্থির না, দৌড়ের ওপর। মাঝে মাঝে জিরানোর দরকার হইলে এইখানে চলে আসি, তোদের কাছে। O:-)
www.tareqnurulhasan.com
সিসিবিতে এসেই তারেক ভাইয়ের লিখা?? 😮
কি সুন্দর টুপটাপ একটা কবিতা, খুব সুন্দর হইছে 🙂
নেন একটা গান শুনেন :guitar:
গানটা চমৎকার হইছে আপু। থ্যাংকু। 🙂
www.tareqnurulhasan.com
দেঁজাভু হইতেসে কীনা বুঝতেসিনা 🙁 মনে হইতেসে এইটা আগেও কোথাও পড়সি।
এইবারও ভাল্লাগসে অনেক। মনে হয় আগের জন্মে যখন পড়সিলাম তখনো ভাল্লাগসিলো ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
ধইরা পিডামু। সবাই আগের জন্মের পোস্ট দিলে কোন সমস্যা নাই, আমি দিলেই দোষ! :grr:
কুমিল্লার বিরুদ্ধে এই ষড়যন্ত্র রুখে দাঁড়াও! :duel:
www.tareqnurulhasan.com
খুব সুন্দর।
ভাই, মন ছুঁয়ে গেল কবিতাটা :clap: :clap: