কলেজে থাকার সময় আমি আর রানা পাশাপাশি ডেস্কে বসতাম।
ব্যাক বেনচারের সুনাম রেখে চলেছি আজীবন, আমাদের ডেস্কও পেছনেই ছিলো। মানে, প্রেপগার্ডের ডেস্ক যেখানে থাকে, তার ঠিক সামনে।
আমি, রানা, শাহেদ, আরিফ, নাইম, তানভীর আর আহমেদ, আমরা এই কয়জন মিলে ঐখানে আলাদা রাজত্ব বানিয়ে ফেলেছিলাম। শাহেদের সুপ্ত নাম ছিলো শাহেদ আলী, সেইখান থেকে ধার নিয়ে আমাদের জোনের নাম ঘোষণা দিয়েছিলাম আলী জোন। ( নাম শাহেদের নামানুসারেই হবে কিনা, এই নিয়ে, হয়ত কিঞ্চিত আলোচনার দরকার ছিলো, কিন্তু শাহেদের বিশাল শরীর আর তাতে বেঁধে রাখা অসুরিক শক্তির কথা মাথায় রেখে কেউ উচ্চবাচ্য করিনি। বা, করার সাহস পাইনি। কি দরকার ভাই প্রাণের মায়া কাটানোর? 🙂
সেই আলী-জোনে বসে আমরা অনেক কিছু করতাম। মূলত গলাবাজিই ছিলো যেসবের মূল ভিত্তি।
আলী জোনের অধিকাংশ কুমিল্লা-বাসী হওয়ায়, ওইখানে বসেই চাপার জোরে কুমিল্লাকে দেশের সর্বশ্রেষ্ঠ শহর বানিয়ে ফেলেছিলাম। কিন্তু তাতেও আঁশ না মেটায়, ওখানে বসেই কুমিল্লাকে স্বাধীন ঘোষণা দিয়ে দেয়া যায় কি না, সেই পরিকল্পনাও চলতো।
রানার বিশেষ অবদান ছিলো- জাতীয় দলে কুমিল্লার একমাত্র প্রতিনিধি এনামুল হক মণিকে স্যার উপাধিতে ভূষিত করার ব্যাপারে। তার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ক্লাশের সবাই মণির কথা বলতে গেলেই স্যার মণি বলে সম্বোধন করতো। 🙂
রানা আর আমার ক্রিকেট নিয়ে আলাপ সালাপ চলতো ঘন্টার পর ঘন্টা। দুজনেই টেন্ডুলকারের ভক্ত ছিলাম, আমি একটু বাড়াবাড়িই, তাতেই খুশী হয়ে কি না কে জানে, রানাও ক্লুজনারের বেশ প্রশংসা করতো। ( প্রতি বিশ্বকাপে আমি তখন দক্ষিণ আফ্রিকা সমর্থন করতাম, আর চিরাচরিত নিয়মে বিশ্বকাপ শেষ করতাম ভারাক্রান্ত হৃদয়ে!)
আমাদের দুজনের প্ল্যান ছিলো, ২০১০/১১ তে যে বিশ্বকাপটি হবে, দুনিয়ার যেখানেই আমরা থাকি না কেন, স্টেডিয়ামে বসে একসাথে ফাইনালে বাংলাদেশের খেলা দেখবো। সেই ম্যাচ জিতে বাংলাদেশ যে পরবর্তী চার বছরের জন্যে চ্যাম্পিয়ান হবে, সে কথা তো বলাই বাহুল্য।
*
রানার সাথে আমার একটা বিশেষ বাজি ছিলো। এমনি এমনি বাজি না, কাগজে কলমে স্বাক্ষর সমেত।
বাজির বিষয় ছিলো- বিয়ে। রানা বলেছিলো ও আগে বিয়ে করবে, আমি বলেছিলাম আমি। টাকার অংক খুব বেশি না, সেই কিশোরমনের সাধ্য সীমা যতটুকু যায় আর কি, মাত্র ১০০০ টাকা!
এইচএসসি পাশ করে আমি আর রানা দুজনেই কার্জন হলের ছাত্র, পাশাপাশি বিল্ডিং-এর দুই ডিপার্টমেন্টে পড়ি। বছর ঘুরে গেলো, বিয়ে দুরে থাক, আমরা দুজনের কেউই তখনো একটা প্রেমিকাও জোটাতে পারিনি। ( আমাকে নিয়ে অবশ্য দুর্জনে নানা কথা বলে, কিন্তু, দুর্জন সবসময়েই পরিত্যাজ্য, এ কথা কে না জানে?)
তো, ভার্সিটিতে দ্বিতীয় বছরেই হঠাৎ শুনি রানা প্রেম করে। আমি দেখি সত্যিই। সুরূচি-কে তখন থেকেই ভাবী ডাকতাম কি না মনে নেই, কিন্তু বছর না ঘুরতেই আমাকে বাজীতে হারিয়ে ওরা দুজন বিয়ে করে ফেলে!
এই বাজীতে হেরে অবশ্য খুব একটা দুঃখ পাইনি। বরং আনন্দ চিত্তে দুইজনের মংগলের জন্যে প্রার্থণা করেছিলাম।
*
আজ অনেকদিন বাদে ফেইসবুকে ঢুকে দেখি রানার ছবি। কোলে ওর সদ্যোজাত রাজকন্যা!
তো গত সাত তারিখে এই কান্ড হলো- রানা আমাদের আলি-জোনের প্রথম বাবা হলো, আমরা হয়ে গেলাম তার কন্যার গর্বিত চাচা!
ফেইসবুকে মেয়ে কোলে রানার এই ছবি দেখে মন ভরে গেলো। এতটাই যে, বসে বসে বিয়ের বাজি নিয়ে স্মৃতিচারণ করলাম একা একাই! তারপরে লিখতে বসলাম এই পোস্ট।
মেয়ের নাম রেখেছে আরিবা আদনান সুহা!
ডিয়ার সুহা,
আজকের এই শুভ দিনে, তোমার আলী-জোন, ও জোন বহির্ভুত দুনিয়ার সকল চাচাদের তরফ থেকে এই পৃথিবীতে তোমাকে জানাই স্বাগতম। জায়গা হিসেবে অবশ্য পৃথিবীটা খুব একটা পদের নয়, নানা গোলমাল আর ঝুটঝামেলা লেগেই আছে, তবু মাঝে মাঝে, চোখ বুজে বাবা-মায়ের আদর যখন খাবে, তখন অবশ্য দুনিয়াটাকে খুব একটা খারাপ লাগবে না!
অনেক দোয়া করি, এই পৃথিবীতে কাটানো প্রতিটা মুহুর্ত তোমার জন্যে আনন্দ বয়ে আনুক।
ইতি,
তোমার প্রাণপ্রিয় চাচা-সকল।
পুনশ্চঃ আর তোমার বাবাকে কানে কানে বলো, তার নামের আগে উপাধি বসিয়ে তাকে স্যার রানা ডাকা যায় কিনা, এই নিয়ে অতি শিঘ্রই আমি আলি-জোনের মেম্বারদের সাথে বিশেষ আলোচনা বসাবো।
অনেক ভাল থেক মা মণি।
স্যার রানা আলী কি আমাদের ব্লগে নেই???
অরে তাড়তাড়ি ডাইকা আন তারেক...
আর সুহা মামণি কে CCB তে স্বাগতম
শহীদ মেইল করলি না যে............।।ছবিটা change করে বতমান কোনো ছবি দে......নতুন করে দেখি............।
:party:
১। পিচ্চিটা খুবই কিউট। একেবারে sleeping beuty যাকে বলে।
২। ছবি দেখে ভাবসিলাম এটা বোধহয় আপনি। আপনাদের দুইজনের চেহারার ধরণে কি বেশ মিল আছে? নাকি মিল খুঁজে পাওয়াটা পুরাপুরিই আমার অবদান। 😕
৩। চাচা কাহিনির পর আপনার কাছ থেকে এইবার একটা বাবা কাহিনি শোনার অপেক্ষায় স্টপওয়াচ নিয়া বইসা পড়লাম :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
স্টপওয়াচ দিয়ে কাজ হবে বলে মনে হয় না, কোনখান থেকে যদি বালি ঘড়ি জোগাড় করতে পারো, তাইলে সেইটা নিয়া বইসা পড়ো।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
চাচা কাহিনির পর আপনার কাছ থেকে এইবার একটা বাবা কাহিনি শোনার অপেক্ষায় স্টপওয়াচ নিয়া বইসা পড়লাম
১.
এতোদিন পরে ব্লগ লেখার জন্য তারেক শালার ভাইকে আমার পক্ষ থেকে অনেক গালাগালি এবং নিন্দা।
২.
সুহা মামনির জন্য অনেক শুভ কামনা।
৩.
রানা শালার ভাই কে অভিনন্দন।
৪.
আমিও।
৫.
অফ টপিকঃ
মাত্র গতকালই আমাদের ব্যাচের জাকারিয়া আমাকে বলল
'মামা তোমরা তো চাচা হইতেছ'
এই সুযোগে ওরে ও শুভ কামনা।
ভালই জাকারিয়া বাপ হছেছ..................সুহা মামনির জন্য অনেক শুভ কামনা।কামরুল
জাকারিয়ার এই খবরটা মেইলে দিয়া দিস.........।
জ্যাকের ঘটনা শুনে খুব খুশি হইলাম। ওরে অভিনন্দন!
কামরুল,
কুইক একটা বিয়াশাদী কর, পিছাইয়া পড়বি তো ব্যাটা!
www.tareqnurulhasan.com
www.boidweep.com
অলরেডী পিছাইয়া গেসি। আমাদের ব্যাচের ২৭ জন বিয়া করসে, গেট টুগেদার করলে ৩ জনের জন্য 'কিডস জোন' রাখতে হয়। ২ জনের অন প্রসেস।
মানুষ রে দুষ্ট বুদ্ধি দেওয়ার জন্য তরে আবারো প্রান ঢালা গালাগালি এবং নিন্দা।
ছোট্ট সুহা কি জানবে যে জন্মসূত্রে সে কত্তগুলো চাচার অধিকারিণী হয়েছে?
তারেক ভাই,আপনার এই অসম্ভব মজার লিখাটা পড়ে ক্যাডেট কলেজ পরিবারের কাছ থেকে পাওয়া অমলিন ভালোবাসা আবারো অন্তর ছুঁয়ে গেল।
অনেক ধন্যবাদ ভাইয়া!!
তোমারেও অনেক ধন্যবাদ। 🙂
www.tareqnurulhasan.com
www.boidweep.com
ভাই আমিও আমার কলেজ লাইফের চার বছর প্রেপ গার্ডের ঠিক আগের বেঞ্চে বসতাম। পোলাপাইন মনে করত ঝামেলা, কিন্তু মজা কোথায় তারেক ভাই নিশ্চয় বুঝতে পারছেন...। 😀
"রাজকণ্যা সুহার আগমন, শুভেচ্ছা স্বাগতম " :party:
এরই সাথে আমাদের কলেজের পরিবারের জনসংখ্যা বৃদ্ধি পেল।।
জিহাদ কি জানি বলতেছিলি ??......।। 🙂
হ, ঐ সিটের মজাই আলাদা। ওইখানে বইসাই দুনিয়ার বাঁদরামী করা যায়। যে বসে নাই, ও পস্তায়া। 😛
www.tareqnurulhasan.com
www.boidweep.com
ঠিক ঠিক...। ঐ সিট থেকে সামনে, পিছনে, বামে, ডানে সব জায়গা কাভার দেওয়া যাইত। ধরা খাওয়ার চান্স কম। 😀
কিন্তু রানা ভাই কই????
এতগুলা কমপ্লিমেন্টের জবাব দিবে কে??????? 🙂
সুহা মামনি কে অনেক অনেক আদর।
আমার প্রশ্ন হলো আপনি কি জনাব আলী ভাই রে ১০০০ টাকা দিসেন??
না দিলে চটপট দিয়া দেন। :grr:
নাহ, টাকাটা অবশ্য ডিউ হইয়া আছে। 😀
www.tareqnurulhasan.com
www.boidweep.com
সাব্বির ভাল কথা মনে করছিছ...এখনি flexi load কর।১০০০ ।কম দিস না তারেক
সিরাজ,
তুই কোন কমিশন টমিশন পাবি নাকি রানার কাছ থেইকা? x-(
খবরদার টাকার কথা ওরে মনে করাইয়া দিস না!
ঐটা দিয়া আমরা নিজেরাই পার্টি দিয়া দিমু নে। :party:
www.tareqnurulhasan.com
www.boidweep.com
দোশ্ত তাইলে আর ৭ মাস wait কর।আইতাছি আমি...।সুহা মামনি কে সহ পার্টি করমু।আমরা wait করি আরো নতুন কিছু সুহা মানিদের জন্য...চাচারা+ভাইপো+ভাইঝি..যমবে মজা(ভাবীরা ঐচ্ছিক)
ভাবীরা ঐচ্ছিক হবে কেন? ভাবীরা কম্পলসারি , বৌ'রা ঐচ্ছিক ।
ঠিক আসে না দোস্ত?
মামু তাইলে ENTRY FREE কাদের জ়ন্য...।।এখনি বল......।।
:))
শুধু ENTRY FREE কেনো, ভাবিদের যেকোন কিছু ফ্রী দিতে আমি আজীবন আন্দোলন করে যাব।
:))
:grr:
:grr:
শুভেচ্ছা, আমরা তাহলে কি হলাম? ফুপ্পি!
জি। আর দুলাভাই হইসে ফুপ্পা।
:boss: :boss:
:grr:
কি রে? তুই এত চেতস কেলা? ;))
সাতেও নাই, পাঁচেও নাই
তাই তো। আবীর! চেতলি ক্যান?
তোমরা দুইজন খুব খ্রাপ লোক।
সবাই খ্রাপ। খালি ফুপ্পাটা ভাল :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
:party: :party:
আরিবাকে সবার আগে কোলে চাচা হিসাবে আমি শাহেদ আলি নিসি,আলি জোনের সমমান রাখসি...