জারণ-বিজারণ

কার্টুন আঁকার নেশায় পেয়েছে আমাকে!
কী বিষয়ে আঁকবো ভাবতে গিয়ে কামরুলের কাছ থেকে বহু আগে শোনা একটা গল্পের কথা মনে পড়লো। সেটাই কার্টুন বানিয়ে ফেললাম! 🙂
ccbfinal

৫,৫৯১ বার দেখা হয়েছে

৫৭ টি মন্তব্য : “জারণ-বিজারণ”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    দারুন হইছে তারেক ভাই... 😀

    আপনার হাফ সেঞ্চুরী হয়ে গেল দেখি... কী বোর্ড উঁচা করেন :clap: :clap: :clap:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. টিটো রহমান (৯৪-০০)

    তোর সাইন টা নেইমপ্লেটের উপরে করলেই পারতিস............ ;)) ;))

    জোশ হইছে... :hatsoff:

    টুসকিগুলার কার্টিন ভার্সন কর....তোরও প্রাকটিস হইব...আমরাও নতুনভাবে বিনোদন পাই


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  3. রুম্মান (১৯৯৩-৯৯)

    জব্বর হইছে । তবে যে ক্ষেত্রে ইমপ্রুভ করতে হবে সেটা হইলো সাইন । সাইনটা "আর্টিস আর্টিস" লাগতেছে না । ছুডো কইরা প্যাচাইয়া পুচাইয়া কার্টুনের কোনায় মারতে হবে । চালাইয়া যাও... (সম্পাদিত)


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)

    ভাই হেব্বি হইছে :)) :)) :))
    তবে আঁকতে গিয়া একটা ভুল কইরা ফালাইছেন। নেমটেক বাম পকেটের উপর দিছেন ওইটা দান পকেটের উপর হবে 😉 😉 😉
    অর্ধশতকের জন্য অভিনন্দন :boss: :boss: :boss:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    তারেক ভাই, ব্যাপক হইছে... :clap:
    মাঝে মাঝে মাথায় আইডিয়া আসে, কিন্তু আঁকতে পারি না বলে... :((

    অটঃ তাড়াতাড়ি পড়তে গিয়ে মনে হচ্ছিল '...আর বিজারন হচ্ছে তারেক...' =))


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. আন্দালিব (৯৬-০২)

    :khekz:

    জোকটা পুরানা, তবে কার্টুনের সাথে দেইখা মজা লাগছে। টুশকিগুলোকে কার্টুন বানান, এইটা টিটোভাই ভালো বুদ্ধি দিছে!

    ক্যাডেটের কি হিটলারি গোঁফ দেখলাম একটা? নাকি দেখার ভুল হইলো? :-B

    জবাব দিন
  7. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    কার্টুনতো সেরকম হইসে :)) নিজের কলেজের ক্রেস্টটা বেশ মনোযোগ দিয়া আঁকছে বুঝাই যাইতাসে :gulti:

    ফাকিবাজির চরমে চলে গেসে পোলাটা x-(


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।