জব্বর হইছে । তবে যে ক্ষেত্রে ইমপ্রুভ করতে হবে সেটা হইলো সাইন । সাইনটা "আর্টিস আর্টিস" লাগতেছে না । ছুডো কইরা প্যাচাইয়া পুচাইয়া কার্টুনের কোনায় মারতে হবে । চালাইয়া যাও... (সম্পাদিত)
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
ভাই হেব্বি হইছে :)) :)) :))
তবে আঁকতে গিয়া একটা ভুল কইরা ফালাইছেন। নেমটেক বাম পকেটের উপর দিছেন ওইটা দান পকেটের উপর হবে 😉 😉 😉
অর্ধশতকের জন্য অভিনন্দন :boss: :boss: :boss:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
জটিল হইছে তারেক ভাই।
লাল এপুলেট দেইখা কাউবয় স্যারের পাশের ক্যাডেটকে মনে হইতাছে যেন আমি নিজেই 😛
আবার জিগস! লাল হাউস পাথরায়! 😀
www.tareqnurulhasan.com
লাল লাল... আপ আপ :thumbup:
অফ টপিকঃ আমি সাম্প্রদায়িকতা পছন্দ করি না :gulti:
আসেন সবাই মিলা বজ্র কণ্ঠে আওয়াজ তুলি , রেড রেড আপ আপ আপ।
রেড :-/
রেড কি জিনিস??
ব্লু ব্লু আপ আপ :gulli2:
রেড হাউস হইল গিয়া বেস্ট হাউস B-) B-)
ঠিক ঠিক, রেড রেড আপ আপ। 🙂
www.tareqnurulhasan.com
কিয়ের কি, বুলু বুলু আপ আপ... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হ,এই কারণেই ব্লু হাউসের ক্যাডেট তাদের হাউস কালারের ফিল্ম দেখে... ;;;
হুহুহুহুহু :)) :)) :)) :))
জটিল হইসে তারেক ভাইয়া :clap:
থ্যাংকু থ্যাংকু 🙂
www.tareqnurulhasan.com
চরম হইছে ভাইয়া। তবে স্যার টারে দেইখা কেমুন যেন চিনা চিনা লাগতেছে...
তাই নাকি? 😛
www.tareqnurulhasan.com
মাস্ত হইসে 😀 । এতো কিছুর প্রতিযগিতা হয়, কার্টুন আঁকার প্রতিযগিতা হয় না কেন?
:-/
You cannot hangout with negative people and expect a positive life.
টি আই বি প্রতি বছর দূর্নীতি বিরোধী কার্টুনের আয়োজন করে।
থ্যাংক্স আপু। 🙂
www.tareqnurulhasan.com
দারুন হইছে তারেক ভাই... 😀
আপনার হাফ সেঞ্চুরী হয়ে গেল দেখি... কী বোর্ড উঁচা করেন :clap: :clap: :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আররে, এইটা খেয়াল করি নাই। হোক্কে, ব্যাট উঁচাইলাম। :hatsoff:
www.tareqnurulhasan.com
অর্ধশতকের জন্য অভিনন্দন... এখন স্লগ শুরু করেন... :hatsoff:
:gulli2:
www.tareqnurulhasan.com
আনন্দ পাইছি।
তয় , সাম্প্রদায়িক এপুলেটের জন্য আপানারে ব্যাঞ্চাই B-)
লাভ নাই, এপুলেটের রঙ কিন্তু বদলাবে না। ;))
www.tareqnurulhasan.com
বিয়াপক মজা পাইছি তারেক ভাই। সেই দশ বছর আগে চইলা গেছি। যখন আমরা ছোট সেইলে ছিলাম......
🙂
www.tareqnurulhasan.com
জটিল হইছে তারেক ভাই।
লাল এপুলেট দেইখা কাউবয় স্যারের পাশের ক্যাডেটকে মনে হইতাছে যেন আমি নিজেই 😀
😀
www.tareqnurulhasan.com
আপনিও দেখি সেমিস্টার সিস্টেম শুরু করছেন.... 🙁
পাক্কা ৬ মাস 😕
কার্টুন জব্বর হইছে 🙂
একটু লম্বা বিরতি হয়ে গেছে, কথা ঠিক। 🙁
www.tareqnurulhasan.com
দোস্ত- এ দেখি তোর নতুন প্রতিভা!! ব্যাপক হইছে! 😀
অফটপিকঃ টাউনহলের মাঠে কিংবা ধর্মসাগর পাড়ের আড্ডাগুলা খুব মিস্ করি। 🙁
হুম। 😕 😕
www.tareqnurulhasan.com
তোর সাইন টা নেইমপ্লেটের উপরে করলেই পারতিস............ ;)) ;))
জোশ হইছে... :hatsoff:
টুসকিগুলার কার্টিন ভার্সন কর....তোরও প্রাকটিস হইব...আমরাও নতুনভাবে বিনোদন পাই
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাল বুদ্ধি দিছিস। 😀
www.tareqnurulhasan.com
জব্বর হইছে । তবে যে ক্ষেত্রে ইমপ্রুভ করতে হবে সেটা হইলো সাইন । সাইনটা "আর্টিস আর্টিস" লাগতেছে না । ছুডো কইরা প্যাচাইয়া পুচাইয়া কার্টুনের কোনায় মারতে হবে । চালাইয়া যাও... (সম্পাদিত)
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
হা হা হা। ঠিক কথা। প্র্যাকটিস চালায়ে যেতে হবে মনে হচ্ছে।
www.tareqnurulhasan.com
জানুয়ারী পর্যন্ত অপেক্ষা করতে হবে তাইনা ভাইয়া পরের কার্টুন বা অন্য কোন ব্লগের জন্য।
আরে নাহ। আবার কে জানে... 🙂
www.tareqnurulhasan.com
ভাল হইছে 🙂
চ্যারিটি বিগিনস এট হোম
থ্যাঙ্কু আহমদ ভাই।
www.tareqnurulhasan.com
ভাই হেব্বি হইছে :)) :)) :))
তবে আঁকতে গিয়া একটা ভুল কইরা ফালাইছেন। নেমটেক বাম পকেটের উপর দিছেন ওইটা দান পকেটের উপর হবে 😉 😉 😉
অর্ধশতকের জন্য অভিনন্দন :boss: :boss: :boss:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
জন্যঃ দান
পড়ুনঃ ডান
😕 😕 😕
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আহারে তোর এই অবস্থা ক্যান ??
কবে আমরা কলেজে ডান সিদে পরলাম ??
🙁 আর্র্মী তে গিয়া কি হইসে ??
হে হে, ভুল হবে ক্যান? মনে করো আয়না দেইখা আঁকছি। B-)
www.tareqnurulhasan.com
তারেক ভাই, ব্যাপক হইছে... :clap:
মাঝে মাঝে মাথায় আইডিয়া আসে, কিন্তু আঁকতে পারি না বলে... :((
অটঃ তাড়াতাড়ি পড়তে গিয়ে মনে হচ্ছিল '...আর বিজারন হচ্ছে তারেক...' =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা, তুমি আসলেই মানুষ না =))
কনফু, জটিল হইসে...আল্লাহ যারে দেয়, ছাপ্পর ফাইড়া দেয়!
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব ভাই, থ্যাংকু বস। আপনাদের কী অবস্থা? ঘরের "লোক' মারফত জানতে পারলাম হেব্বি নাকি দৌড়ের ওপর আছেন? সুস্থ থাইকেন গুরু।
www.tareqnurulhasan.com
জুনা, তোমার আঁকাআঁকি করা লাগবো না, আরেকটা জম্পেশ ওয়েস্টার্ন নামাইয়া ফেলো।
আগেরটার কী অবস্থা?
www.tareqnurulhasan.com
বসের চুলের কাটটা আমার খুব পছন্দ হইসে তারেক ভাই 😀
আবার জিগস! :))
www.tareqnurulhasan.com
:khekz:
জোকটা পুরানা, তবে কার্টুনের সাথে দেইখা মজা লাগছে। টুশকিগুলোকে কার্টুন বানান, এইটা টিটোভাই ভালো বুদ্ধি দিছে!
ক্যাডেটের কি হিটলারি গোঁফ দেখলাম একটা? নাকি দেখার ভুল হইলো? :-B
গোঁফ না হে বৎস, ফটুস্যুপে মাখাইতে গিয়া একটু মাখামাখি হইয়া গ্যাছে। এখনও এক্সপার্ট হইতে পারি নাই। 😛
www.tareqnurulhasan.com
কার্টুনতো সেরকম হইসে :)) নিজের কলেজের ক্রেস্টটা বেশ মনোযোগ দিয়া আঁকছে বুঝাই যাইতাসে :gulti:
ফাকিবাজির চরমে চলে গেসে পোলাটা x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
আহেম, এইরকম সেন্সেটিভ বানান ভুল করা কিন্তু কাজের কথা না কাইয়ূম ভাই। শব্দটা "ফাঁকিবাজি"। 🙂
www.tareqnurulhasan.com
ফালতু হইছে :thumbdown:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
গঠনমূলক সমালোচনার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ ফয়েজ ভাই। :boss:
www.tareqnurulhasan.com
ম। নূরুল নিকি ??
ক্যামুন আছ ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মেজর তাইফুর স্যার, ভালাই আছি। 🙂
www.tareqnurulhasan.com
😀 =)) tremendous