কোথায় আছেন?

এক দশক হয়ে যাচ্ছে কলেজ ছেড়েছি, প্রায় কারও সাথেই যোগাযোগ নেই। কয়েকজন শিক্ষকের ঠিকানা জানা দরকার, মনে হলো, সিসিবিতে জিজ্ঞেস করাটাই সবচেয়ে ভাল হবে।
যারা এখনো বিভিন্ন কলেজেই পড়াচ্ছেন, তাদের বোধহয় পূর্ণ ঠিকানার প্রয়োজন নেই, কোন কলেজে আছেন সেটা জানতে পারলেই চলবে। আর ইতিমধ্যেই কলেজ ছেড়েছেন যারা, তাদের পুরো ঠিকানা যদি পাওয়া যায়, তাহলে গ্রেট।

১। আবু মুহম্মদ রইস স্যার ও লতিফা ম্যাডাম
২। বাংলার সাইফুল ইসলাম স্যার
৩। বাংলার মাহিন ম্যাডাম
৪। ম্যাথসের নাজমুল ইসলাম স্যার, হারুন স্যার, হাবিব স্যার
৫। ইংরেজির মাসুম বিল্লাহ স্যার
৬। বাংলার মোহাম্মদ জয়েনউদ্দিন স্যার
৭। চারুকলার আজিজ স্যার

অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম।

১,৪৯৯ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “কোথায় আছেন?”

  1. মঞ্জুর (১৯৯৯-২০০৫)

    ভাইয়া,জয়নুদ্দিন sir রংপুর এ আছেন।
    মাহিন madam এখন আমাদের কলেজেই আছেন।
    আজিজ sir এখন চাকরিতে আছেন।কিছুদিন আগেও আমাদের কলেজেই ছিলেন।sir এর ছেলে অনুর মোবাইল নাম্বার আছে। 01717493379

    জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)

    সিকদার স্যার আর হারুন স্যারের মোবাইল নাম্বার আমার কাছে আছে, তোকে এসএমএস করে দিব।
    মাহিন ম্যাডাম রি-ইউনিয়নের সময়ও কুমিল্লায় ছিলেন, এখনও আছেন কিনা জানিনা।
    হাবিব স্যার আর মাসুম বিল্লাহ স্যার তো অনেক আগেই চাকুরী ছেড়ে দিয়েছেন ক্যাডেট কলেজের, এখন কোথায় আছেন ঠিক বলতে পারব না। 🙁
    বাকী স্যার/ম্যাডামদের খবর জানি না। 🙁

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।