একটা ছোটখাটো সাইজের বড় খবর


ঘটনা হচ্ছে- না মানে, তেমন গুরুতর কিছু না- আমাদের ডোমেইন কেনা হয়ে গেছে!

প্রস্তাবনা অনুযায়ী www.cadetcollegeblog.com আপাতত এক বছরের জন্যে রেজিস্ট্রি করা হয়ে গেছে।
আমি এটাকে সাময়িকভাবে এই ওয়ার্ডপ্রেসের ঠিকানার রিডাইরেক্ট করে দিয়েছি। যদিও আমাদের হোস্টিং সার্ভার এখনো ঠিক হয় নি, তাতেও কোন সমস্যা নেই। আমরা ঠিক এই মুহুর্ত থেকেই এই ডোমেইনটি ব্যবহার করা শুরু করে দিতে পারি।

সুতরাং, www.cadetcollegeblog.com ঠিকানাটি নিজেদের কলেজের এক্স-ক্যাডেটদের ফোরামে ছড়িয়ে দিতে আর কোন সমস্যা নেই।

হ্যাপি ব্লগিং। 🙂

৩,২৪৬ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “একটা ছোটখাটো সাইজের বড় খবর”

  1. অসংখ্য ধন্যবাদ, তারেক ভাইকে।
    অবশেষে নিজেদের ওয়েবসাইটের পথে এগুতে শুরু করলাম আমরা।
    ওয়ার্ডপ্রেসের এই ব্লগটিকে জনবহুল করে তোলার জন্য সব লেখক ও পাঠককে কোটি কোটি ধন্যবাদ।

    জবাব দিন
  2. ঐ বিউগল এর কথা কইস না।অপয়া জিনিস।আমাগো কলেজে লাস্টের দিকে বিউগল বাজায়া প্রাচীন কালের রাজা বাদশাহ গো দরবার এর মত আসামী বানাইয়া পুরা কলেজ জানানো হইতো>।আর সাথে একটা জরিমানার অংক সমেত প্রাইজ বন্ড টাইপ চিঠি ধরায়া দেয়া হইতো।

    জবাব দিন
  3. বাহ, পার্টি দেখি ভালই জমেছে!
    তবে এতজনকে চির-কৃতজ্ঞ করে রাখার ধকল সহ্য করতে পারবো না। ডোমেইন কেনার ব্যাপারটাও আহামরি কিছু না আসলে, পয়সার দিক দিয়ে অনেক চিপ, আর পুরো প্রসেসিং-এ সময় লেগেছে ঠিক দেড় মিনিট।
    সুতরাং ভাই ও বোনেরা, যার যার কৃতজ্ঞতা হিসেব করে ফিরিয়ে নিয়ে যান। আমিও ভারমুক্ত হয়ে পার্টিতে যোগ দিই। 🙂

    জবাব দিন
  4. আমাদের reunion ২০০৭ JCCএ মিলা আইসিল।তার বাবুরাম সাপুরে আর রুপবান নাচে শুইনা পুলাপানের ত মামা......একে ক্যাডেট মাইয়া দেখে না তারপরে আবার গেসে মিলা......কাঙ্গালিরে ধইরা বুফে লাঞ্চ এ সাইরা দিলে যা হয় তাই হইসে ......আমার কাছে পিকচার আসে......ভদ্র অভদ্র দুইটাই......কিন্তু এইখানে দেওন যাইবনা...।এম্নিতেই মাসালা লেইখা হিট হয়া গেসি আর অই জিনিস দিলে বেল্ট এর বাড়ি একটাও মাটিত পরবনা.........তয় তরা কেউ ব্যাক্তিগতভাবে চাইলে আওয়াজ দিস.........

    জবাব দিন
  5. facebook এ দেওন যাইবনা কারন আমার প্রফাইল অনেক পরিচিত মানুষ দেখে......এইদিকে মেইল করাও ঝামেলা কারন হাই কোয়ালিটি পিকচার আপলোড করতে ঠেলা আসে.........IUT BUET এর পুলাপাইন আমারে টেকনিকাল হেল্প কর......নাইলে তোগো পড়াশুনা করন লাগবনা আঙ্গুল চুষ......

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।