ঘটনা হচ্ছে- না মানে, তেমন গুরুতর কিছু না- আমাদের ডোমেইন কেনা হয়ে গেছে!
প্রস্তাবনা অনুযায়ী www.cadetcollegeblog.com আপাতত এক বছরের জন্যে রেজিস্ট্রি করা হয়ে গেছে।
আমি এটাকে সাময়িকভাবে এই ওয়ার্ডপ্রেসের ঠিকানার রিডাইরেক্ট করে দিয়েছি। যদিও আমাদের হোস্টিং সার্ভার এখনো ঠিক হয় নি, তাতেও কোন সমস্যা নেই। আমরা ঠিক এই মুহুর্ত থেকেই এই ডোমেইনটি ব্যবহার করা শুরু করে দিতে পারি।
সুতরাং, www.cadetcollegeblog.com ঠিকানাটি নিজেদের কলেজের এক্স-ক্যাডেটদের ফোরামে ছড়িয়ে দিতে আর কোন সমস্যা নেই।
হ্যাপি ব্লগিং। 🙂
3 চিয়ার্স ফর তারেক ভাই হিপ হিপ (পোলাপান বল হুররে)
অসংখ্য ধন্যবাদ, তারেক ভাইকে।
অবশেষে নিজেদের ওয়েবসাইটের পথে এগুতে শুরু করলাম আমরা।
ওয়ার্ডপ্রেসের এই ব্লগটিকে জনবহুল করে তোলার জন্য সব লেখক ও পাঠককে কোটি কোটি ধন্যবাদ।
hurrrreeee........
হুররেএএএএএএএএএএএএএএএএএএএএএএএএ....................
bugol koi???bajao.....
ঐ বিউগল এর কথা কইস না।অপয়া জিনিস।আমাগো কলেজে লাস্টের দিকে বিউগল বাজায়া প্রাচীন কালের রাজা বাদশাহ গো দরবার এর মত আসামী বানাইয়া পুরা কলেজ জানানো হইতো>।আর সাথে একটা জরিমানার অংক সমেত প্রাইজ বন্ড টাইপ চিঠি ধরায়া দেয়া হইতো।
কনফু ভাই,
আপনার এই ছোটখাটো বড় সাইজের কাজটার জন্য ক্যাডেট সম্প্রদায় শ্রদ্ধাভরে বাকি জীবন আপনাকে স্বরণ করিবে এই প্রার্থনা করি 😀
আআআআআআআআআআআআ...খুশিতে চিৎকার দিছি...
চিয়ার্স চিয়ার্স..পার্টি দিবো না? 😀
পার্টির ট্যাকা কেডায় দিবো?এমনিতেই কনফু ভাই এর এই ঋণ এই জীবনে বোধ হয় শোধ করা হবেনা। 😛
কেন? মাসরুফ ভাই না দিবে? আগস্টে?? (হে হে)
হ হ... এইডা ভালা বুদ্ধি। সে ব্লগ দেয়না।বিনিময়ে পার্টি দিবো। খারাপ কি?? 😀
বাবুরাম সাপুরে...
পার্টিতে সুন্দরী রুপবানরে আনলে কেমন হয়??
কনফু ভাইয়ের তো এইডাতেও স্পন্সর হবার কথা।
কি বলেন কনফু ভাই?? 😛
তারেক ভাই জোশ।
ওপস! বানান ভুল করছি, ইচ্ছা করে করি নাই, ইচ্ছা করে করি নাই।
ইয়াহু.........তারেক ভাই ধন্যবাদ। রূপবান আইলে ভাল হয়।
একটা মিলাদ দেওয়াও প্রয়োজন। মডারেটর ব্যবস্থ্বা কর। আর তবারক...সেটা আর বলতে......
CCB
Cadet College Blog
একটা বোরিং জোক্স করলাম।
keyamot ki aisa gelo naki re!!!
topu vai taka khorocher jaiga paitese na...
boss,dese asen,amnere hate kolome sikhaya dimu..
সবাই আনন্দ কর....
হাক্কা হাক্কা হাক্কা...
বাহ, পার্টি দেখি ভালই জমেছে!
তবে এতজনকে চির-কৃতজ্ঞ করে রাখার ধকল সহ্য করতে পারবো না। ডোমেইন কেনার ব্যাপারটাও আহামরি কিছু না আসলে, পয়সার দিক দিয়ে অনেক চিপ, আর পুরো প্রসেসিং-এ সময় লেগেছে ঠিক দেড় মিনিট।
সুতরাং ভাই ও বোনেরা, যার যার কৃতজ্ঞতা হিসেব করে ফিরিয়ে নিয়ে যান। আমিও ভারমুক্ত হয়ে পার্টিতে যোগ দিই। 🙂
অনেক অনেক ধন্যবাদ তারেক ভাইকে.. [সরি আপনার ঘাড়ে আরেকটু ভার তুলেদিলাম =) ]
তারেক ভাই কি দেখাইলেন!!!... একটা মুড়ি পার্টি দিলে কেমন হয়? (বোরিং জোকস এর জন্য ক্ষমা প্রার্থী)
jak akta valo kaj hoise
একটা মাত্র এতগুলা কাজ কি তাইলে? এই যে সবাই মিলে লেখতেছে ??
আমাদের reunion ২০০৭ JCCএ মিলা আইসিল।তার বাবুরাম সাপুরে আর রুপবান নাচে শুইনা পুলাপানের ত মামা......একে ক্যাডেট মাইয়া দেখে না তারপরে আবার গেসে মিলা......কাঙ্গালিরে ধইরা বুফে লাঞ্চ এ সাইরা দিলে যা হয় তাই হইসে ......আমার কাছে পিকচার আসে......ভদ্র অভদ্র দুইটাই......কিন্তু এইখানে দেওন যাইবনা...।এম্নিতেই মাসালা লেইখা হিট হয়া গেসি আর অই জিনিস দিলে বেল্ট এর বাড়ি একটাও মাটিত পরবনা.........তয় তরা কেউ ব্যাক্তিগতভাবে চাইলে আওয়াজ দিস.........
আমি হাত তুল্লাম। ভাই ফেসবুক এ লাগায় দেন।গিয়া দেইখা আসুমনে।
গলা ফাটায়া দিতেছি...মাসরুফ ভাই...দ্যান ভাই,কুইক!!!
facebook এ দেওন যাইবনা কারন আমার প্রফাইল অনেক পরিচিত মানুষ দেখে......এইদিকে মেইল করাও ঝামেলা কারন হাই কোয়ালিটি পিকচার আপলোড করতে ঠেলা আসে.........IUT BUET এর পুলাপাইন আমারে টেকনিকাল হেল্প কর......নাইলে তোগো পড়াশুনা করন লাগবনা আঙ্গুল চুষ......