আছি,
বড্ড জানান দিতে ইচ্ছে করে আছি।
মন ও মননে গুনগুন করে ব্লগিং-এর মৌমাছি।
———
হেলাল হাফিজের কবিতা থেকে টুকলিফাইং করলাম। এই ভদ্রলোকের কবিতায় একসময় এতই ডুবে ছিলাম যে মনে মনে বিশ্বাস করতাম, আমাদের প্রত্যেকের মনের ভেতর বাস করেন একজন হেলাল হাফিজ!
সে যাকগে,
নেট ছিলো না কদিন। মনে হচ্ছিলো আমি যেন আমাতেই ছিলাম না। দীর্ঘ বিরহে প্রেম নাকি বেড়ে যায়, আমার ক্ষেত্রে এই নাতিদীর্ঘ বিরহই ব্লগিং-এর প্রতি ভালবাসা আরও বাড়িয়ে দিয়েছে!
তো আসবো আবার শিঘ্রী, এলেবেলে সব প্রলাপ নিয়ে। তার আগে শুধু টুক করে আজ জানিয়ে দিয়ে গেলাম যে, আমি, আছি।
সবার নতুন বছরের জন্যে শুভকামনা।
:clap: :clap:
তারেকের আরেকটা ট্রেলার 😡 😡
এইবার যে কয়দিন ঝুলায়া রাখবো আমাগোরে আল্লাহ মালুম ~x(
সংসারে প্রবল বৈরাগ্য!
খাইসে। আমার রেপ্যুটেশানের কী হাল!
ফৌজিয়ান ভাই, লিজ্জা পিলাম।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
কইছিলামনা 🙁 খালি ট্রেলার 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
ব্লগের অপেক্ষায় থাকলাম ভাই। :awesome:
অপেক্ষায়,
নাজির।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
ব্লগের পাশাপাশি ট্রেলারেও দেখি আপনের সমান দক্ষতা। ব্লগস্পটে গিয়ে ব্লগটা পড়ে এলাম। খুব ভাল লাগছে। ব্লগের অপেক্ষায় থাকলাম।
😀
www.tareqnurulhasan.com
www.boidweep.com
আইছো? থাইক্যো? গায়েব হইও না, কিমুন??
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আয় হায়, সানা ভাই এইটা কী বললেন।
নাহ, এইবার পাকাপাকি। গায়েব হমু না। 🙂
www.tareqnurulhasan.com
www.boidweep.com
:tuski: :tuski: :tuski:
ওয়েলকাম ব্যাক তারেক ভাই। অপেক্ষায় রইলাম।
আপনার ব্লগস্পটের পোস্টটা পড়লাম। আপনার ভিজিটর ম্যাপে আমারে ক্যান দেখায় না??? :((
লোকজনের নিয়ত ভাল হইলে ম্যাপে দেখায়।
তুমার নিয়ন কেমুন? 😛
www.tareqnurulhasan.com
www.boidweep.com
তারেক,
ওয়েলকাম ব্যাক। কুমিল্লা তো পিছনে পড়ে গেল 🙁 । তোমাদেরকে খুজে পাচ্ছিলাম না এতদিন। জলদি ৫/৭ টা ব্লগ নামাও দেখি :gulli2: । নাভাস নাইন্টির ঘরে আইসা টেষ্ট খেলা শুরু করছে আমাদের সবাই 😡 । কবে যে সেঞ্চুরী হবে :-/
রহমান ভাই,
চিন্তা কইরেন না। টেস্ট বাদ, আমরা টুএন্টি টুয়েন্টি নামায়া দিবো কয়েকটা!
www.tareqnurulhasan.com
www.boidweep.com
:awesome: :awesome: :awesome: :awesome: :guitar: :guitar: :guitar: :guitar:
Life is Mad.
অপেক্ষায় আছি :dreamy:
সাতেও নাই, পাঁচেও নাই
কবে যে শীত টা গিয়ে বর্ষা আসবে... 😛 😛 😛 😛
তারেক ভাইয়ের আগমন
শুভেচ্ছা স্বাগতম
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
দূর মাইনাস :thumbdown:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তারেক,
ওয়েলকাম ব্যাক।
ট্রেলার যা দেখানোর দেখাইছো...এইবার আসলটা নামাইয়া ফালাও।
নতুন বছরের শুভেচ্ছা।
আপনার মাথা আছেন x-(
যান আপনারে ভ্যান দিলাম B-)
তারেক ভাই সবার মত আমিও অপেক্ষায় আছি । দেন , তাড়াতাড়িই দেন ।
আয় হায়! আমি নাই!
www.tareqnurulhasan.com
www.boidweep.com