কবি বলেছেন, জীবনে চলার পথে কোন একটা উদ্দেশ্য নিয়ে পথ চলতে হবে। ( কোন কবি বলেছেন মনে নাই, তবে এত সুন্দর একটা কথা, কোন না কোন কবি নিশ্চয়ই বলেছেন। আর কেউ যদি বলে না-ই থাকে, তাহলে ধরা যাক, আমিই বলেছি। 🙂 )
তো, এইবার রমজান শুরুর আগে ভাবছিলাম, এই রোজায় আমার উদ্দেশ্য কী?
পাপ-তাপ কমানোর খুব একটা সুযোগ নাই। একেবারে কাফের-নাছারাদের দেশে থাকি, এই দেশে চোখ খুলে রাস্তায় বের হওয়া মানেই পাপ। বেশরীয়তি জামা কাপড় পরা লোকজন ততোধিক বেশরীয়তি কর্মকান্ডে সর্বদাই লিপ্ত, দুই কাঁধের দুই ফেরেশতা তাই লিস্টি বানাইতে সারাক্ষণ দৌড়ের ওপর থাকে। আমি শুনেছি ভাল কাজ লেখে যে, তার হাতে নাকি এখনও মান্ধাতা আমলের খাতা-কলমই আছে। কিন্তু খারাপ কাজের লেখক নাকীর- তার হাতে নাকি বহু আগেই এক টেরাবাইট হার্ড ডিস্ক ওয়ালা একটা কম্পিউটার দিয়ে দিছেন খোদাতালা, সেইটাও নাকি প্রায়শই হ্যাং হয়ে যায়!
তাই, ভেবেছিলাম, তারচেয়ে বরং ওজনটাই কমাই।
ওজন মাপার বাথরুম স্কেলটা খাওয়ার টেবিলের পাশে জায়গা নিয়ে নিলো সহসাই। প্রতি সেহরীতে পেটপুরে একগাদা খেয়ে মেশিনের ওপর লম্বা হয়ে দাঁড়িয়ে যাই। দুয়েক কেজি বেশি দেখাচ্ছে? নো ওয়ারিজ, সারাদিনের পর নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। সেই ভরসায় ইফতারের পর পর আবার দাঁড়াই, দেখি ওজনের কাঁটা ডানদিকেই ঘাড় কাত করে থাকে বেশি বেশি। কী মুশকিল!
প্রতিদিন ইফতারে এই খাই, সেই খাই। মাঝে মাঝে টিএসসিতে পেপার বিছিয়ে ইফতার খাওয়ার স্মৃতি নিয়ে আসি ঘরে, বাংলাদেশী দোকান থেকে চমৎকার সব ইফতারি কিনে আনি। এছাড়া, লাইন ধরে দাওয়াত তো লেগেই আছে। এই ভাইয়ের বাসায় ইফতার পার্টি, ওই ভাবী বিরিয়ানিটা জোস বানায়, কোনটা বাদ দেই? ওনারা মন খারাপ করবে, এই দুশ্চিন্তায় রাতে আমার ঘুম হয় না, তাই সবার বাসায়ই হাজিরা দেই।
রোজার তিরিশ দিনের বাদে ঈদের সুন্দর সকালে হাসি হাসি মুখ করে সেই মেশিনের ওপর আবার দাঁড়ালাম। হাসি মুহুর্তেই কাশিতে পরিণত হলো, দেখি সংযমের মাসে আমার বেসংযমী ওজন বেড়েছে পাক্কা দেড় কেজি!
কী আর করা। তবে কবি বলেছেন, হার-জিৎ নয়, আসলে অংশগ্রহণটাই বড় কথা!
ছোটবেলায় কতো শুকনা আছিলেন, এখন আয়নায় তাকাইলে খ্রাপ লাগে না? 😀
:((
www.tareqnurulhasan.com
www.boidweep.com
আমি এখন নিজের দুই বছর পুরানো ছবি দেখেই কান্দি তারেক ভাই। কি সুন্দর 'সিলিম' আছিলাম! এখন মুটা ঘুড়া হৈ গেছি।
রমজানে আমার ওজনও বাড়ছে! :((
হ রে ভাই, আগে কী সুন্দর দিন কাটাইতাম!
www.tareqnurulhasan.com
www.boidweep.com
আমার কমছে। এখনো সিলিম আছি তবে সমস্যাও আছে ঐ যে কেউ কোনটায় সন্তুষ্ট না। আমাকে দেখে সবাই পিচ্চি ভাবে এখনো ভারিক্কি আসল না চেহারায় গায়ে গতরে।
পাক্কা ৩ মাস পরে লেখা দিলেন ভাইয়া।
তিন মাস নাকি! খাইসে।
আমি ঐদিন ফেইসবুকে তুমি ভাইবা কারে জানি এড করলাম। পরে খেয়াল হইলো, তুমি তো আগে থেকেই ছিলা, তাইলে এইটা কে? 😐
www.tareqnurulhasan.com
www.boidweep.com
আমি ভাই সুখি মানুষ...
গত ৫/৭ বছর ধইরা একই রকম আছি... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনারে, কবি বলেছেন, জীবনে কোন সুখই চিরস্থায়ী না। 😀
www.tareqnurulhasan.com
www.boidweep.com
😀
মাত্র দেড় কেজি! আরো বেশি হবার কথা, ছবি দেখে তাই মনে হল।
ক্যামন আছিস দোস্ত?
কি মজা দেখ , তুই আমারে ভুইলা গেছিস, আমিও তোরে ভুইলা গেছি!
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হমুন্দির পো, লাস্ট ইমেইলটা আমার করা। ইনবক্স খুলে দেখ। x-(
www.tareqnurulhasan.com
www.boidweep.com
আচ্ছা ঠিক আছে, কারেকশন করলাম।
আমি তোরে ভুলি নাই , কিন্তু তুই আমারে ভুইলা গেছিস। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
একটা কাকতালীয় ঘটনা, কালকে রাতে বসে বসে আপনার নিজস্ব ব্লগে ঘোরাঘুরি করছিলাম,আর ভাবছিলাম আপনি বহুকাল সিসিবিতে লেখেন না। (মাঝখানে দেয়া জব কর্ণারটা মনমতো হয় নাই 🙁 ),; আর আজ বিকেলে দেখি পোষ্ট নামিয়ে ফেলছেন। :hug: :hug:
আমি ঐদিন ফেইসবুকে তুমি ভাইবা কারে জানি এড করলাম। পরে খেয়াল হইলো, তুমি তো আগে থেকেই ছিলা, তাইলে এইটা কে?
ঐটা মনে হয় আমি। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) =))
রকিব, নাহ, তোমার নাম তো রকিবুল হাসান। তাই না?
www.tareqnurulhasan.com
www.boidweep.com
আমি তো রকিবুল হাসান না, উনি মনে হয় রকিবুল হাসান স্যার। আমি হইলাম রকিবুল ইসলাম। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দারুণ দারুণ 😀
প্রথম দুই প্যারা পইড়া এই ফক্স কলিং নাইটে কম্পিউটারের সামনে থেইকা পিরা গ্যাছি =)) :pira:
শতেক কেজি ওজনের অধিকারী হ :grr: (প্যাটেন্ট ফয়েজ ভাই 😉 )
সংসারে প্রবল বৈরাগ্য!
ক্যান নিজের মত দেখতে মন চায় সবাইরে? ;;)
:khekz: :khekz:
কাইয়ুম ভাই,
আপনের মুখে চুনকালি পড়ুক! x-(
www.tareqnurulhasan.com
www.boidweep.com
ক্যান রে ভাইডি, কম কইইয়া ফেলছি? 🙁
আইচ্ছা যা, দেড়শ কেজি, আর মুলামুলি করিসনা বাপ, এর চেয়ে আর এক ছটাকও বাড়ানি যাইতনায় :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইয়া অনেকদিন পর লেখা দিলেন, 🙂
আমিও মোটা-শুকনা'র উপর আছি 😛
কেমন আছেন ভাইয়া? তিথিকে মাইল করা হয়ে উঠছেনা, তবে মনে হয় আপনাদের দুইজনের শেষের মেইলটা আমার'ই :grr: :grr:
শিগগিরি উত্তর দিয়ে দেন 😀
দিহান ভাবী অনেকদিন পোস্ট দেন্না দেখি। এই চান্সে ইয়াহু, জিমাইল ব্যবহার করে কিভাবে মাইল দেয়া যায় সেইটা নিয়া একটা টেকি পুস্ট মার্কেটে ছাইড়া দ্যান দেখি :grr: ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ পোংটা আইসাই শুরু কইরা দিলি??? :chup:
সেইদিন না একটা পোষ্ট দিলাম, কি হইলো দুইন্নাটার?? নাহ !!! ইন্সাফ নাইক্কা :no:
বর্ষাকালতো সেই কবেই শেষ? নাকি এখনো চলছে?? ;)) ;))
ঠিক। স্যরি। দুক্ষিত! 🙁
ভালই আছি। মেইলাবো খুব কুইক।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
কেডা তারেক ভাই নাকি? কত্তোদিন পর...
আমার অবস্থাও তপুর মত, গায়ে গতরে এখনো ভারিক্কি চাল আসলো না 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুকনা মানুষদের পাকস্থলীর ক্রিয়াকলাপের একটা সিস্টেমেটিক আইডিয়া জানতে মঞ্চায়!
www.tareqnurulhasan.com
www.boidweep.com
আমিও হাল্কা টেনশিত আছি কনফু, ভুড়ি বাইরা সাগরিকা স্টেডিয়াম হই গেছে (কপিঃ কাইয়ুম) 🙁
কত কি করলাম, খালি খিদা বাড়ে, ভুড়ি কমে না :((
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
একটা লাঠি দিয়া গুতা দিয়া সব বাইর কইরা দেন। 🙂
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ফয়েজ ভাই,
উপায় পাইলে জানায়েন। বড় বিপদে আছি। 🙁
www.tareqnurulhasan.com
www.boidweep.com
অনেক দিন পর তারেক ভাই......আছেন কেমন ???? নেন এক কাপ :teacup: খান... 😀
চা! বলো কী, রকিবের দায়িত্ব কি তোমারে চাপিয়ে দিছে নাকি?
www.tareqnurulhasan.com
www.boidweep.com
ওই হারামীটা ইদানিং দোকান ফালাইয়া কই জানি গিয়া বইসা থাকে x-( x-( x-(
আপনি আসলেন এদ্দিন পর...তাই আমিই :hug: :hug:
কেউ আমারে মোটা হবার তরিকা বইলা দ্যান। আমি দিন দিন শুকাইতেসি তো শুকাইতেসিই :((
তবে আমার ব্যক্তিগত অবজার্ভেশন হচ্ছে, আমার আশেপাশের চেনাজানা মানুষ যত মোটা হয় তার সাথে ব্যস্তানুপাতিক হারে আমার ওজন কমে। 🙁
কাজেই ভাইসব, আপনারা প্লিজ চিকন হন। আর আমারে মোটা হইতে দেন :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
তবে আমার ব্যক্তিগত অবজার্ভেশন হচ্ছে, আমার আশেপাশের চেনাজানা মানুষ যত মোটা হয় তার সাথে ব্যস্তানুপাতিক হারে আমার ওজন কমে
আমারে কইলি?? 😛
আমি দিন দিন যে কি হইতাসি !! 🙁
জিহাদ,
আচ্ছা, বোঝা গেলো। এর পেছনে তাইলে তুমিই দায়ী। x-(
www.tareqnurulhasan.com
www.boidweep.com
তুমি আর কদ্দিন এই রকম ডজ মারা লেখা দিবা ????
আপনি যতদিন এইরকম ডজ মারা কমেন্ট দিবেন। 😛
www.tareqnurulhasan.com
www.boidweep.com
এই জীবনে আর মোটা হওয়া হইল না। 🙁
ইস, তোমার কথাটা বইলা যদি আমি আক্ষেপ করতে পারতাম! :((
www.tareqnurulhasan.com
www.boidweep.com
দেশে ফিরে, দাওয়াত আর কাউন্টার দাওয়াতে দুই সপ্তাহে ওজন বাড়িয়েছি ৪ কেজি। 😀
যাউজ্ঞা, আন্দা, তপু, রবিন ভাই এবং আপনি- সিসিবির ইতিহাসে আজকের দিনকে কামব্যাক ডে হিসাবে ঘোষণা দিয়ে একটা বিশেষ ব্যানার বানানোর জোর দাবী জানাই। :grr:
:thumbup: :thumbup:
তৌফিক,
তুমি নাকি এখন দেশে? বিরাট হিংসিত হইলাম, x-( তাড়াতাড়ি ফিরা যাও!
www.tareqnurulhasan.com
www.boidweep.com
😀
তারেক ভাইরে আবার ফিরে পেয়ে খুশি হইলাম 😀
ধন্যবাদ মাহমুদ।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
রমযান মাসে কি সবার ওজন বাড়ে নাকি। বছরে ১১ মাস ঠিক থাকে আর রমযান আইলেই ওজন বাড়ে :(( :(( :((
:)) :))
এটা কোন কবি বলেছেন? মহাকবি তারেক? কবিতার ছন্দে অবশ্য বলতে পারতা এভাবেঃ
"রোজা রেখেছি সেই ঢের
যদিও কেজি বেড়েছি দেড়
ওজন নিয়ে নেই মাথা ব্যথা
অংশগ্রহণই বড় কথা"
😮 😮 😮 😮 😮 :boss: :boss: :boss: :boss: :salute: :salute: :salute:
ত্রুক্স...শুকাইয়া তো দড়ি দড়ি হইয়া গেলি!! :grr: :grr:
দেশে আইসা তো আরও খাইয়া-না খাইয়া আরও পাঁচ কেজি ওজন বাড়াবি! তাই বলি এখন থেকে একটু ডায়েটিং শুরু কর। নাইলে তোর পাশে আমাদেরকে আর দেখা যাইব না! 😛 😛
ঝটপট কিছু কবিতা লেখ, তোর কবিতা অনেকদিন পড়ি না।
🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 খুবই মন খারাপ করা পোস্ট :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমারো মন খারাপ হইছে :((
আমিতো জীবনে কখনো শুকনা ছিলামনা :((