বন্দী রাজা

ফেসবুকে ফ্রেন্ড হাজার পাঁচেক বুকের ভিতর নাইকো ফ্রেন্ড,
ফলো লাইক স্ট্যাটাস শেয়ার চলছে দেদার এটাই ট্রেন্ড।
দশ বছরে হয়না দেখা, ব্যস্ত জীবন সময় কই?
স্ট্যাটাস দেখে জানছি সবই, পাচ্ছি খবর সমস্তই।
অমুক দিবস, তমুক দিবস, বিয়ে জনম সকল দিন,
মনে রাখার নাই কোন দায়, ঠিক নোটিফাই ভ্রান্তহীন।
রোদের আগুন, বর্ষা কাদা, জ্যাম, ধোঁয়া আর সন্ত্রাসী,
আয়েশ শুয়ে মাথায় বালিশ, টিপছি বোতাম বেশ আছি।
দিনে হাজার সেলফি তুলি, বাজার নদী পাহাড় ঘাস,
রান্না কি আজ, কি গান শুনি, নতুন জামা নতুন সাজ।
জগত আমার আমিই রাজা সুরক্ষিত সেই দেওয়াল,
নিজের রাজ্যে বন্দী রাজা আর কিছুতে নাই খেয়াল।।

…………………………………………………………………

বন্ধু মোস্তাফিজ, আইডিয়াটার জন্য ধন্যবাদ।

৪,০১৬ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “বন্দী রাজা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।