প্রথম প্রেম

প্রথম প্রেম

আমার প্রেমিকার সাথে আমার কথা হত ঠিক রাত বারোটায়,

শুরুতেই বলতাম, ইশ! কি কষ্ট সারাদিন দেখিনি।

কিভাবে পারে লোকে, এতো দূরে থাকতে!

একই পৃথিবীর নিচে তবু চলে অবলীলায় মিথ্যে শব্দচয়ন,

শুরু হত প্রেমালাপ, লোকের ভাষায় ছাইপাশ রসালাপ,

বিন্দু থেকে সিন্ধু, চলে যেত সময়। ভালোবাসা সস্তা খেলা

সেখান থেকেই হল জানা।

ভাবতাম এই বুঝি সুখ, এই বুঝি স্বর্গ, পৃথিবীর বুকে ভুলে আসা একটা টুকরো।

সারাদিনে চলত প্রতি ঘন্টায় এসএমএস, ভাবতাম- না দেখার ব্যাকুলতাই বুঝি আসল প্রেম!

ঘন্টায় শতেক বার মুখ ফুটে বলতাম , ভালবাসি! ভাবতাম বলা হয়ে গেল অনন্ত সুখ দুঃখের কথা,প্রেম নামক ফুলঝুড়ি।

প্রচন্ড বৃষ্টির রাতে হাটুপানিতে দাঁড়িয়ে আমন্ত্রণ করি, প্রিয়তমা,

সময় হলে এসো বারান্দায়, সুখের অনলে হাসি পুরোটা সময়।

আমাদের ভালোবাসাবাসির একমাস পূর্ন করি গভীর আবেগে,

সময়ের সাথে ক্ষণস্থায়ী নাকি অনুভূতি, সেকথা চারপাশে শোনা যায়।

ভুল আমার তখনও হয়নি, কেবল বুঝতে হয়েছে দেরি।

ভালোবাসা মানে শুধু রাত বারোটায় প্রেমালাপ নয়,নয় খাণিক না দেখায় অভিমান, অস্বস্তি।

আমরা কেবল অভিমান করেছি, বয়ে এনেছি দুঃখের সাগর।

চাহিদা মেলাতে অন্ধ হয়েছি, ভালো তো বাসিনি নিঃশব্দে,

আমরা কেবল লোকেরে শুনিয়েছি, ভালোবাসা নাকি পৃথিবীতে আছে, কেউই দেখে নি তারে,সপ্তাহশেষে সময় গুনেছি, একসাথে থাকার ছলে।।

৬,২৬৫ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “প্রথম প্রেম”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।